ETV Bharat / state

চালু হচ্ছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন - express and mail service resuming

সূত্রের খবর, 21 জুনের মধ্যে 85 শতাংশ দূরপাল্লার ট্রেন আবার শুরু করার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের ।

Indian Railways
ছবি
author img

By

Published : Jun 19, 2021, 2:29 PM IST

কলকাতা, 19 জুন : ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশে করোনা পরিস্থিতি । তাই ধাপে ধাপে বাড়ানো হচ্ছে স্পেশাল ট্রেনের সংখ্যাও । আরও 660 টি মেল ও এক্সপ্রেস ট্রেন চালানোর কথা ঘোষণা করল ভারতীয় রেল । এর মধ্যে রয়েছে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন ।

দক্ষিণ পূর্ব রেলের 60 টি ও পূর্ব রেলের 68 টি মেল ও এক্সপ্রেস ট্রেন আবার চালু হতে চলেছে । সূত্রের খবর, 21 জুনের মধ্যে 85 শতাংশ দূরপাল্লার ট্রেন আবার শুরু করার পরিকল্পনা রয়েছে । পাশাপাশি লোকাল ট্রেন পরিষেবা চালু করতেও একেবারে প্রস্তুত রেল । অপেক্ষা শুধু কেন্দ্র ও রাজ্যের সবুজ সঙ্কেত পাওয়ার ।

মনে করা হচ্ছে, আগের বারের মতো এবারও লোকাল ট্রেন চালু করার আগে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হবে । সেক্ষেত্রে কোন রুটে কতগুলি করে ট্রেন চলবে এবং ট্রেনের কামরায় কতজন একসঙ্গে উঠতে পারবেন এইসব বিষয়ে বিস্তারিত জানানো হবে ।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার তৃতীয় ঢেউকে সামাল দিতে বিধি-নিষেধে আরও কড়াকড়ি করা হবে। সংক্রমণ এড়াতে এবারও কিছুটা মেট্রোর ধাঁচে অনলাইন বা ইউটিএসের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হতে পারে ।

আরও পড়ুন : দিল্লিগামী নতুন সুপারফাস্ট ট্রেন চালু মালদায়

এছাড়াও বেশ কিছু হলিডে স্পেশাল, মেল ও এক্সপ্রেস ট্রেনের মেয়াদ বাড়ানো হয়েছে ।

পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের যে ট্রেন আবার চালু হচ্ছে তার মধ্যে রয়েছে :

  • কলকাতা - অমৃতসর স্পেশাল / অমৃতসর - কলকাতা স্পেশাল
  • কলকাতা - নাঙাল ড্যাম স্পেশাল / নাঙাল ড্যাম - কলকাতা স্পেশাল
  • আনন্দবিহার - শিয়ালদহ স্পেশাল / শিয়ালদহ - আনন্দবিহার স্পেশাল
  • হাওড়া - লালকুয়ান স্পেশাল / লালকুয়ান - হাওড়া স্পেশাল
  • হাওড়া - বিকানের স্পেশাল / বিকানের - হাওড়া স্পেশাল
  • হাওড়া - অমৃতসর স্পেশাল / অমৃতসর - হাওড়া স্পেশাল
  • হাওড়া - ভোপাল স্পেশাল / ভোপাল - হাওড়া স্পেশাল
  • হাওড়া - রক্সৌল স্পেশল / রক্সৌল - হাওড়া স্পেশাল
  • হাওড়া - বালুরঘাট স্পেশাল / বালুরঘাট - হাওড়া স্পেশাল
  • কলকাতা - আগ্রা ক্যান্টনমেন্ট স্পেশাল / আগ্রা ক্যান্টনমেন্ট - কলকাতা স্পেশাল
  • হাওড়া - বারমের স্পেশাল / বারমের - হাওড়া স্পেশাল
  • হাওড়া - দেরাদুন স্পেশাল / দেরাদুন - হাওড়া স্টেশন
  • হাওড়া - জম্মু তাওয়াই স্পেশাল / জম্মু তাওয়াই - হাওড়া স্পেশাল
  • শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি স্পেশাল / নিউ জলপাইগুড়ি - শিয়ালদহ স্পেশাল

কলকাতা, 19 জুন : ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশে করোনা পরিস্থিতি । তাই ধাপে ধাপে বাড়ানো হচ্ছে স্পেশাল ট্রেনের সংখ্যাও । আরও 660 টি মেল ও এক্সপ্রেস ট্রেন চালানোর কথা ঘোষণা করল ভারতীয় রেল । এর মধ্যে রয়েছে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন ।

দক্ষিণ পূর্ব রেলের 60 টি ও পূর্ব রেলের 68 টি মেল ও এক্সপ্রেস ট্রেন আবার চালু হতে চলেছে । সূত্রের খবর, 21 জুনের মধ্যে 85 শতাংশ দূরপাল্লার ট্রেন আবার শুরু করার পরিকল্পনা রয়েছে । পাশাপাশি লোকাল ট্রেন পরিষেবা চালু করতেও একেবারে প্রস্তুত রেল । অপেক্ষা শুধু কেন্দ্র ও রাজ্যের সবুজ সঙ্কেত পাওয়ার ।

মনে করা হচ্ছে, আগের বারের মতো এবারও লোকাল ট্রেন চালু করার আগে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হবে । সেক্ষেত্রে কোন রুটে কতগুলি করে ট্রেন চলবে এবং ট্রেনের কামরায় কতজন একসঙ্গে উঠতে পারবেন এইসব বিষয়ে বিস্তারিত জানানো হবে ।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার তৃতীয় ঢেউকে সামাল দিতে বিধি-নিষেধে আরও কড়াকড়ি করা হবে। সংক্রমণ এড়াতে এবারও কিছুটা মেট্রোর ধাঁচে অনলাইন বা ইউটিএসের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হতে পারে ।

আরও পড়ুন : দিল্লিগামী নতুন সুপারফাস্ট ট্রেন চালু মালদায়

এছাড়াও বেশ কিছু হলিডে স্পেশাল, মেল ও এক্সপ্রেস ট্রেনের মেয়াদ বাড়ানো হয়েছে ।

পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের যে ট্রেন আবার চালু হচ্ছে তার মধ্যে রয়েছে :

  • কলকাতা - অমৃতসর স্পেশাল / অমৃতসর - কলকাতা স্পেশাল
  • কলকাতা - নাঙাল ড্যাম স্পেশাল / নাঙাল ড্যাম - কলকাতা স্পেশাল
  • আনন্দবিহার - শিয়ালদহ স্পেশাল / শিয়ালদহ - আনন্দবিহার স্পেশাল
  • হাওড়া - লালকুয়ান স্পেশাল / লালকুয়ান - হাওড়া স্পেশাল
  • হাওড়া - বিকানের স্পেশাল / বিকানের - হাওড়া স্পেশাল
  • হাওড়া - অমৃতসর স্পেশাল / অমৃতসর - হাওড়া স্পেশাল
  • হাওড়া - ভোপাল স্পেশাল / ভোপাল - হাওড়া স্পেশাল
  • হাওড়া - রক্সৌল স্পেশল / রক্সৌল - হাওড়া স্পেশাল
  • হাওড়া - বালুরঘাট স্পেশাল / বালুরঘাট - হাওড়া স্পেশাল
  • কলকাতা - আগ্রা ক্যান্টনমেন্ট স্পেশাল / আগ্রা ক্যান্টনমেন্ট - কলকাতা স্পেশাল
  • হাওড়া - বারমের স্পেশাল / বারমের - হাওড়া স্পেশাল
  • হাওড়া - দেরাদুন স্পেশাল / দেরাদুন - হাওড়া স্টেশন
  • হাওড়া - জম্মু তাওয়াই স্পেশাল / জম্মু তাওয়াই - হাওড়া স্পেশাল
  • শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি স্পেশাল / নিউ জলপাইগুড়ি - শিয়ালদহ স্পেশাল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.