ETV Bharat / state

Know Your Postman: 'নো ইওর পোস্ট ম্যান', মুঠো ফোনেই জেনে নিন কখন আসবে চিঠি-পার্সেল ? - Indian Postal Department Launches

'নো ইওর পোস্ট ম্যান' (Know Your Postman) নামে মোবাইল অ্যাপ চালু করতে চলেছে ভারতীয় ডাকের পশ্চিমবঙ্গ সার্কেল । এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার পোস্টম্যান কে ? তাঁর মোবাইল নম্বরই বা কী ?

Know Your Postman
নতুন মোবাইল অ্যাপ চালু করতে চলেছে ভারতীয় ওয়েস্ট বেঙ্গল সার্কেল
author img

By

Published : Oct 16, 2022, 1:34 PM IST

কলকাতা, 16 অক্টোবর: ভারতীয় ডাকঘরের মাধ্যমে পাঠানো চিঠি বা সামগ্রী নিয়ে বিচলিত হওয়ার দিন শেষ । কারণ, 'নো ইওর পোস্ট ম্যান' (Know Your Postman) নামে মোবাইল অ্যাপ চালু করতে চলেছে ভারতীয় ডাকের পশ্চিমবঙ্গ সার্কেল । এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার পোস্টম্যান কে ? তাঁর মোবাইল নম্বরই বা কী? পাশাপাশি আপনার জিনিস কখন পাবেন সেটাও বলে দেবে অ্যাপ । মানে এতদিন যে সমস্ত খোঁজ-খবরের জন্য পোস্টঅফিসে যেতে হত সেগুলি এখন থেকে মিলবে বাড়ি বসেই ।

ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেল (West Bengal Circle) সূত্রে খবর, প্রাথমিকভাবে কলকাতার চারটি পোস্টাল বিভাগ মধ্য, পূর্ব, দক্ষিণ ও উত্তর এবং হাওড়ার জন্য এই অ্যাপ চালু করা হবে । তারপর ধাপে ধাপে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্যই পরিষেবা চালু করা হবে । ওয়েস্ট বেঙ্গল চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেসি বলেন, "কলকাতা এবং হাওড়ার ব্যবহারকারীদের জন্য নো ইওর পোস্ট ম্যান নামে একটি নতুন অ্যাপ চালু করা হবে ।"

নতুন মোবাইল অ্যাপ চালু করতে চলেছে ভারতীয় ওয়েস্ট বেঙ্গল সার্কেল

আরও পড়ুন: বদলে গেল বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিসের চেহারা

তিনি আরও জানান, অ্যাপটি থেকে ব্যাংক (আইপিপিবি) লেনদেন এবং বিতরণ সংক্রান্ত বিষয়ে জানা যাবে । পরে আরও কয়েকটি সুবিধা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা থাকবে ।

এদিকে গত আর্থিক বছরে ভারতীয় ডাকঘরের পশ্চিমবঙ্গ সার্কেলের পারফরম্যান্স উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের পরে দেশের মধ্যে তৃতীয় ছিল ।

এই বিষয়ে জে চারুকেশি বলেন, "সব মিলিয়ে 16 লাখ অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মধ্যে 3,28,556টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে । আমরা আরও উন্নতি করতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ ।"

গত 9 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত ভারতীয় ডাকঘর জাতীয় ডাকঘর সপ্তাহ পালন করছে । তারই অঙ্গ হিসাবে বিশেষ কভার রিলিজ, সেমিনার এবং কর্মশালার আয়োজন করা হয় । নতুন প্রজন্মকে চিঠি লেখায় আগ্রহ বাড়াতে 10 হাজার পোস্ট কার্ড বিলি করা হয়েছে । সেই 10 হাজার গ্রাহকের মধ্যে দশজন সেরা ক্যাচ লাইন লেখক বা চিঠি লেখককে পুরস্কৃত করবে ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেল । গত বৃহস্পতিবার জালিয়াতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আর্থিক সাক্ষরতা শিবিরের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় ।

কলকাতা, 16 অক্টোবর: ভারতীয় ডাকঘরের মাধ্যমে পাঠানো চিঠি বা সামগ্রী নিয়ে বিচলিত হওয়ার দিন শেষ । কারণ, 'নো ইওর পোস্ট ম্যান' (Know Your Postman) নামে মোবাইল অ্যাপ চালু করতে চলেছে ভারতীয় ডাকের পশ্চিমবঙ্গ সার্কেল । এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার পোস্টম্যান কে ? তাঁর মোবাইল নম্বরই বা কী? পাশাপাশি আপনার জিনিস কখন পাবেন সেটাও বলে দেবে অ্যাপ । মানে এতদিন যে সমস্ত খোঁজ-খবরের জন্য পোস্টঅফিসে যেতে হত সেগুলি এখন থেকে মিলবে বাড়ি বসেই ।

ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেল (West Bengal Circle) সূত্রে খবর, প্রাথমিকভাবে কলকাতার চারটি পোস্টাল বিভাগ মধ্য, পূর্ব, দক্ষিণ ও উত্তর এবং হাওড়ার জন্য এই অ্যাপ চালু করা হবে । তারপর ধাপে ধাপে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্যই পরিষেবা চালু করা হবে । ওয়েস্ট বেঙ্গল চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেসি বলেন, "কলকাতা এবং হাওড়ার ব্যবহারকারীদের জন্য নো ইওর পোস্ট ম্যান নামে একটি নতুন অ্যাপ চালু করা হবে ।"

নতুন মোবাইল অ্যাপ চালু করতে চলেছে ভারতীয় ওয়েস্ট বেঙ্গল সার্কেল

আরও পড়ুন: বদলে গেল বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিসের চেহারা

তিনি আরও জানান, অ্যাপটি থেকে ব্যাংক (আইপিপিবি) লেনদেন এবং বিতরণ সংক্রান্ত বিষয়ে জানা যাবে । পরে আরও কয়েকটি সুবিধা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা থাকবে ।

এদিকে গত আর্থিক বছরে ভারতীয় ডাকঘরের পশ্চিমবঙ্গ সার্কেলের পারফরম্যান্স উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের পরে দেশের মধ্যে তৃতীয় ছিল ।

এই বিষয়ে জে চারুকেশি বলেন, "সব মিলিয়ে 16 লাখ অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মধ্যে 3,28,556টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে । আমরা আরও উন্নতি করতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ ।"

গত 9 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত ভারতীয় ডাকঘর জাতীয় ডাকঘর সপ্তাহ পালন করছে । তারই অঙ্গ হিসাবে বিশেষ কভার রিলিজ, সেমিনার এবং কর্মশালার আয়োজন করা হয় । নতুন প্রজন্মকে চিঠি লেখায় আগ্রহ বাড়াতে 10 হাজার পোস্ট কার্ড বিলি করা হয়েছে । সেই 10 হাজার গ্রাহকের মধ্যে দশজন সেরা ক্যাচ লাইন লেখক বা চিঠি লেখককে পুরস্কৃত করবে ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেল । গত বৃহস্পতিবার জালিয়াতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আর্থিক সাক্ষরতা শিবিরের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.