কলকাতা, 16 অক্টোবর: ভারতীয় ডাকঘরের মাধ্যমে পাঠানো চিঠি বা সামগ্রী নিয়ে বিচলিত হওয়ার দিন শেষ । কারণ, 'নো ইওর পোস্ট ম্যান' (Know Your Postman) নামে মোবাইল অ্যাপ চালু করতে চলেছে ভারতীয় ডাকের পশ্চিমবঙ্গ সার্কেল । এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার পোস্টম্যান কে ? তাঁর মোবাইল নম্বরই বা কী? পাশাপাশি আপনার জিনিস কখন পাবেন সেটাও বলে দেবে অ্যাপ । মানে এতদিন যে সমস্ত খোঁজ-খবরের জন্য পোস্টঅফিসে যেতে হত সেগুলি এখন থেকে মিলবে বাড়ি বসেই ।
ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেল (West Bengal Circle) সূত্রে খবর, প্রাথমিকভাবে কলকাতার চারটি পোস্টাল বিভাগ মধ্য, পূর্ব, দক্ষিণ ও উত্তর এবং হাওড়ার জন্য এই অ্যাপ চালু করা হবে । তারপর ধাপে ধাপে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্যই পরিষেবা চালু করা হবে । ওয়েস্ট বেঙ্গল চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেসি বলেন, "কলকাতা এবং হাওড়ার ব্যবহারকারীদের জন্য নো ইওর পোস্ট ম্যান নামে একটি নতুন অ্যাপ চালু করা হবে ।"
আরও পড়ুন: বদলে গেল বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিসের চেহারা
তিনি আরও জানান, অ্যাপটি থেকে ব্যাংক (আইপিপিবি) লেনদেন এবং বিতরণ সংক্রান্ত বিষয়ে জানা যাবে । পরে আরও কয়েকটি সুবিধা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা থাকবে ।
এদিকে গত আর্থিক বছরে ভারতীয় ডাকঘরের পশ্চিমবঙ্গ সার্কেলের পারফরম্যান্স উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের পরে দেশের মধ্যে তৃতীয় ছিল ।
এই বিষয়ে জে চারুকেশি বলেন, "সব মিলিয়ে 16 লাখ অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মধ্যে 3,28,556টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে । আমরা আরও উন্নতি করতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ ।"
গত 9 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত ভারতীয় ডাকঘর জাতীয় ডাকঘর সপ্তাহ পালন করছে । তারই অঙ্গ হিসাবে বিশেষ কভার রিলিজ, সেমিনার এবং কর্মশালার আয়োজন করা হয় । নতুন প্রজন্মকে চিঠি লেখায় আগ্রহ বাড়াতে 10 হাজার পোস্ট কার্ড বিলি করা হয়েছে । সেই 10 হাজার গ্রাহকের মধ্যে দশজন সেরা ক্যাচ লাইন লেখক বা চিঠি লেখককে পুরস্কৃত করবে ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেল । গত বৃহস্পতিবার জালিয়াতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আর্থিক সাক্ষরতা শিবিরের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় ।