ETV Bharat / state

Indian Museum Corruption Case: জাদুঘর সংস্কারে দুর্নীতি ! সিবিআই তদন্ত চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে - Corruption in Indian Museum's Renovation Work

কলকাতা জাদুঘরের সংস্কারে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা (Corruption in Indian Museum's Renovation Work) ৷ কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিটির রিপোর্টের ভিত্তিতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে এই মামলা করা হয়েছে (Calcutta HC Hear Indian Museum Corruption Case) ৷ যে মামলায় সিবিআই তদন্ত করতে পারবে কিনা তা জানতে চেয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীকে পরবর্তী শুনানিতে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

Indian Museum Corruption
জাদুঘর সংস্কারে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
author img

By

Published : Dec 1, 2021, 9:54 AM IST

কলকাতা, 1 ডিসেম্বর : কলকাতার ভারতীয় জাদুঘর সংস্কারের কাজে বিপুল অর্থের দুর্নীতির অভিযোগ (Corruption in Indian Museum's Renovation Work) ৷ আর সেই অভিযোগের ভিত্তিতে এবার সিবিআইকে তদন্তভার দেওয়ার ভাবনাচিন্তা কলকাতা হাইকোর্টের (Calcutta HC Hear Indian Museum Corruption Case) ৷ তবে, সিবিআই এই দুর্নীতির তদন্ত করতে পারবে কিনা তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে জানতে চাইল আদালত ৷ তাই মামলার পরবর্তী শুনানিতে সিবিআইকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷

সম্প্রতি দেশের প্রায় অধিকাংশ জাদুঘরগুলির সংস্কার শুরু করেছে ভারত সরকার ৷ সেই কাজে কেন্দ্র কলকাতার জাদুঘরের জন্য 113 কোটি টাকা তহবিল থেকে দিয়েছে ৷ কিন্তু, সম্প্রতি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের রিপোর্ট বলছে, 113 কোটির মধ্যে 110 কোটি টাকার হিসেবে গরমিল পাওয়া গিয়েছে ৷ যে তথ্য সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে ৷ আর এ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করে বারুইপুরের একটি সংগঠন ৷ সেখানে সিবিআই তদন্তের দাবি করেছে ওই সংগঠনটি ৷

আরও পড়ুন : SSC Group-D Recruitment Case: এসএসসি গ্রুপ-ডি’র বেতন বন্ধের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল

ওই সংগঠনটি আদালতে জানিয়েছে, শুধুমাত্র সংস্কারের কাজে দুর্নীতি হয়েছে তা নয় ৷ জাদুঘরের কর্মী নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে ৷ এমনকি যে সব দুষ্প্রাপ্য শিল্প এবং মূল্যবান সামগ্রী সেখানে সংরক্ষিত রয়েছে, তার থেকেও বহু জিনিস সরানো হয়েছে ৷ শুনানিতে মামলাকারীদের আইনজীবী, কুশল পাল এবং সপ্তর্ষি দত্ত বলেন, ‘‘শুধু টাকা নয়, একই সঙ্গে বহুদিনের সংরক্ষিত দুর্মূল্য জিনিসপত্র পাচার করা হয়েছে । আমাদের কাছে তথ্য রয়েছে ৷ মিউজিয়ামের ডিরেক্টরকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি সঠিক উত্তর দিতে পারেননি । এই ঘটনায় অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দিক আদালত ৷’’

আরও পড়ুন : SSC Group-D Recruitment Case : এসএসসি মামলায় সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

কিন্তু, কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেস ওয়াই জে দস্তুর সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁর দাবি, এভাবে সরাসরি সিবিআইকে তদন্তভার দেওয়া যায় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷ এ নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পরবর্তী শুনানিতে সিবিআই’র আইনজীবীকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন ৷ সেই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই দুর্নীতি মামলার তদন্ত করতে পারবে কি না, তাও জানতে চাওয়া হয়েছে ৷

কলকাতা, 1 ডিসেম্বর : কলকাতার ভারতীয় জাদুঘর সংস্কারের কাজে বিপুল অর্থের দুর্নীতির অভিযোগ (Corruption in Indian Museum's Renovation Work) ৷ আর সেই অভিযোগের ভিত্তিতে এবার সিবিআইকে তদন্তভার দেওয়ার ভাবনাচিন্তা কলকাতা হাইকোর্টের (Calcutta HC Hear Indian Museum Corruption Case) ৷ তবে, সিবিআই এই দুর্নীতির তদন্ত করতে পারবে কিনা তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে জানতে চাইল আদালত ৷ তাই মামলার পরবর্তী শুনানিতে সিবিআইকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷

সম্প্রতি দেশের প্রায় অধিকাংশ জাদুঘরগুলির সংস্কার শুরু করেছে ভারত সরকার ৷ সেই কাজে কেন্দ্র কলকাতার জাদুঘরের জন্য 113 কোটি টাকা তহবিল থেকে দিয়েছে ৷ কিন্তু, সম্প্রতি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের রিপোর্ট বলছে, 113 কোটির মধ্যে 110 কোটি টাকার হিসেবে গরমিল পাওয়া গিয়েছে ৷ যে তথ্য সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে ৷ আর এ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করে বারুইপুরের একটি সংগঠন ৷ সেখানে সিবিআই তদন্তের দাবি করেছে ওই সংগঠনটি ৷

আরও পড়ুন : SSC Group-D Recruitment Case: এসএসসি গ্রুপ-ডি’র বেতন বন্ধের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল

ওই সংগঠনটি আদালতে জানিয়েছে, শুধুমাত্র সংস্কারের কাজে দুর্নীতি হয়েছে তা নয় ৷ জাদুঘরের কর্মী নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে ৷ এমনকি যে সব দুষ্প্রাপ্য শিল্প এবং মূল্যবান সামগ্রী সেখানে সংরক্ষিত রয়েছে, তার থেকেও বহু জিনিস সরানো হয়েছে ৷ শুনানিতে মামলাকারীদের আইনজীবী, কুশল পাল এবং সপ্তর্ষি দত্ত বলেন, ‘‘শুধু টাকা নয়, একই সঙ্গে বহুদিনের সংরক্ষিত দুর্মূল্য জিনিসপত্র পাচার করা হয়েছে । আমাদের কাছে তথ্য রয়েছে ৷ মিউজিয়ামের ডিরেক্টরকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি সঠিক উত্তর দিতে পারেননি । এই ঘটনায় অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দিক আদালত ৷’’

আরও পড়ুন : SSC Group-D Recruitment Case : এসএসসি মামলায় সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

কিন্তু, কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেস ওয়াই জে দস্তুর সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁর দাবি, এভাবে সরাসরি সিবিআইকে তদন্তভার দেওয়া যায় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷ এ নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পরবর্তী শুনানিতে সিবিআই’র আইনজীবীকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন ৷ সেই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই দুর্নীতি মামলার তদন্ত করতে পারবে কি না, তাও জানতে চাওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.