কলকাতা, 22 জানুয়ারি: আবহাওয়ার রকমসকম বোঝা দায় ৷ মাঘের শুরুতেও সে খামখেয়ালি ৷ কখনও উষ্ণ তো কখনও শীতের আমেজ জড়ানো হাতছানি ৷ শুক্রবার পারদ স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি পড়ায় শীত জমিয়ে প্রত্যাবর্তন করবে বলে মনে হচ্ছিল । কিন্তু শনিবারের বারবেলায় শীতের আমেজ অনেকটাই উধাও ৷ আবহাওয়ার এই রকমফেরের নেপথ্য খলনায়ক ঝঞ্ঝা ৷ পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের কারণে রাজ্যে তাপমাত্রা চড়ার পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (West Bengal Winter Update) ৷
এই মুহূর্তে আমাদের রাজ্যে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের ইঙ্গিত নেই ৷ কিন্তু পশ্চিমের দিকে তিনটি ঝঞ্ঝার ইঙ্গিত রয়েছে ৷ তার জেরে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করছে না ৷ ফলে আগামী পাঁচদিন দিন ও রাতের তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে ৷ অর্থাৎ আগামিকাল থেকে রাজ্যে শীতের আমেজ থাকবে না বললেই চলে ৷ ফলে নতুন সপ্তাহে সরস্বতী পুজোয় যে উৎসবের আবহ রয়েছে, তাতে ঠান্ডার আমেজ না থাকার সম্ভাবনা বেশি ৷
আরও পড়ুন: শেয়ার থেকে আর্থিক লাভ কাদের, জানুন রাশিফলে
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ আজ তা 15 ডিগ্রিতে গিয়ে দাঁড়াবে ৷ বুধবার পর্যন্ত তাপমাত্রা 18 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে ৷ শনিবার দুপুরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ আজ সেই তাপমাত্রা বেড়ে 27 ডিগ্রিতে পৌঁছতে পারে ৷ আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ৷ আবহাওয়া শুষ্ক থাকবে ৷ আগামী দু'দিন কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে ৷ রবিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনের আকাশ রোদ ঝলমলে থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি এবং 16 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
উত্তরবঙ্গেও আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রা 2-4 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে ৷ আগামী দু'দিন কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে ৷ তাই আবহাওয়ার এই ধরনের রকম ফেরে মনে হতেই পারে 'মাঘের শীত বাঘের গায়ে' প্রবাদটি বোধ হয় এবার থেকে শুধু খাতায় কলমেই বেঁচে থাকবে ৷ শীত কাতুরে বাঙালিকে এই 'নেই গরম' আবহাওয়াকেই শীত বলে ধরে নিতে হবে ।