ETV Bharat / state

Sourav on India Match: নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতবে ভারত, মহাষ্টমীর অঞ্জলি দিয়ে জানালেন সৌরভ - India will win Against New Zealand

Sourav Ganguly in Barisha Players Corner Durga Puja: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতবে ৷ আর শুধু নিউজিল্যান্ড নয়, বিশ্বকাপও তুলবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ মহাষ্টমীর অঞ্জলি দিতে এসে আত্মবিশ্বাসী শোনাল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 3:32 PM IST

Updated : Oct 22, 2023, 3:44 PM IST

মহাষ্টমীর অঞ্জলি দিয়ে জানালেন সৌরভ

কলকাতা, 22 অক্টোবর: দুর্গাপুজোর আজকের দিনটা বাঙালির সবচেয়ে প্রিয় ৷ কারণ, আজ মহাষ্টমী ৷ নতুন শাড়ি ও পাঞ্জাবিতে দেবী দুর্গার সামনে পুষ্পাঞ্জলি দেওয়ার এই সুযোগটা বাঙালি কখনই ছাড়ে না ৷ আর এই বিশেষ দিনে মায়ের চরণে অঞ্জলি অর্পণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বেহালায় পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে পরিবারের সদস্যদের নিয়ে অঞ্জলি দিলেন মহারাজ ৷ ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও ৷ অঞ্জলি দেওয়ার ফাঁকে ধরমশালায় ভারত-নিউজিল্যান্ড লড়াই নিয়েও ভবিষ্য়দ্বাণীও করলেন সৌরভ ৷

ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের পাঁচনম্বর ম্যাচ খেলতে নেমেছে ভারত ৷ দুর্গাপুজোর আবহে যে ম্যাচ নিয়ে আগ্রহ ক্রিকেটপ্রেমী বাঙালিদের মধ্যে ৷ আর নিউজিল্যান্ডকে বিশ্বকাপে যে তিনটি ম্যাচে ভারত হারিয়েছে, তার একটি বাংলার প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে 2003 বিশ্বকাপে ৷ প্রাক্তন ভারত অধিনায়ককে তাই আজকের ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয় ৷ যা নিয়ে সৌরভের স্পষ্ট জবাব, ভারত এবারের ম্যাচ জিতবে ৷ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অতীত রেকর্ড ভারতের পক্ষে খুব একটা ভালো নেই ৷ তবে এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের দিকেই ভোট প্রাক্তন অধিনায়কের ৷

আরও পড়ুন: মহাষ্টমীতে কুমারী পুজোয় ভক্তদের ভিড় বেলুড় মঠে

এ দিন পাড়ার পুজোয় সৌরভকে পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল ৷ অষ্টমীর সকালে সাদা পাঞ্জাবিতে অঞ্জলি দিতে পুজো মণ্ডপে উপস্থিত হন সৌরভ ৷ সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশি-সহ পরিবারের সকলে ৷ অঞ্জলি দেওয়ার পর সকলের সঙ্গে আড্ডা দিলেন তিনি ৷ পাড়ার অন্যান্যদের সঙ্গেও গল্প করতে দেখা গেল মহারাজকে ৷ উল্লেখ্য, লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর পুজোর আগেই নতুন চাকরি পেয়েছেন মেয়ে সানা ৷ তাই পুজোর মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আনন্দটাও একটু বেশি ৷ আর ভারতীয় দল বারো বছর পর ফের ঘরের মাঠে বিশ্বকাপ জিতবে, বিশ্বাস সৌরভের ৷

মহাষ্টমীর অঞ্জলি দিয়ে জানালেন সৌরভ

কলকাতা, 22 অক্টোবর: দুর্গাপুজোর আজকের দিনটা বাঙালির সবচেয়ে প্রিয় ৷ কারণ, আজ মহাষ্টমী ৷ নতুন শাড়ি ও পাঞ্জাবিতে দেবী দুর্গার সামনে পুষ্পাঞ্জলি দেওয়ার এই সুযোগটা বাঙালি কখনই ছাড়ে না ৷ আর এই বিশেষ দিনে মায়ের চরণে অঞ্জলি অর্পণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বেহালায় পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে পরিবারের সদস্যদের নিয়ে অঞ্জলি দিলেন মহারাজ ৷ ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও ৷ অঞ্জলি দেওয়ার ফাঁকে ধরমশালায় ভারত-নিউজিল্যান্ড লড়াই নিয়েও ভবিষ্য়দ্বাণীও করলেন সৌরভ ৷

ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের পাঁচনম্বর ম্যাচ খেলতে নেমেছে ভারত ৷ দুর্গাপুজোর আবহে যে ম্যাচ নিয়ে আগ্রহ ক্রিকেটপ্রেমী বাঙালিদের মধ্যে ৷ আর নিউজিল্যান্ডকে বিশ্বকাপে যে তিনটি ম্যাচে ভারত হারিয়েছে, তার একটি বাংলার প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে 2003 বিশ্বকাপে ৷ প্রাক্তন ভারত অধিনায়ককে তাই আজকের ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয় ৷ যা নিয়ে সৌরভের স্পষ্ট জবাব, ভারত এবারের ম্যাচ জিতবে ৷ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অতীত রেকর্ড ভারতের পক্ষে খুব একটা ভালো নেই ৷ তবে এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের দিকেই ভোট প্রাক্তন অধিনায়কের ৷

আরও পড়ুন: মহাষ্টমীতে কুমারী পুজোয় ভক্তদের ভিড় বেলুড় মঠে

এ দিন পাড়ার পুজোয় সৌরভকে পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল ৷ অষ্টমীর সকালে সাদা পাঞ্জাবিতে অঞ্জলি দিতে পুজো মণ্ডপে উপস্থিত হন সৌরভ ৷ সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশি-সহ পরিবারের সকলে ৷ অঞ্জলি দেওয়ার পর সকলের সঙ্গে আড্ডা দিলেন তিনি ৷ পাড়ার অন্যান্যদের সঙ্গেও গল্প করতে দেখা গেল মহারাজকে ৷ উল্লেখ্য, লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর পুজোর আগেই নতুন চাকরি পেয়েছেন মেয়ে সানা ৷ তাই পুজোর মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আনন্দটাও একটু বেশি ৷ আর ভারতীয় দল বারো বছর পর ফের ঘরের মাঠে বিশ্বকাপ জিতবে, বিশ্বাস সৌরভের ৷

Last Updated : Oct 22, 2023, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.