নয়াদিল্লি, 29 মার্চ: দেশে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী ৷ বুধবার সকাল 8টায় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 151 জন ৷ মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে সংখ্যাটা ছিল 1 হাজার 805 ৷ এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হলেন 4 কোটি 47 লক্ষেরও বেশি মানুষ (India reports 2151 corona cases in last 24 hours) ৷ করোনা সংক্রমণের দৈনিক হার (Daily positivity rate) 1.51 শতাংশ ৷
এর সঙ্গে বেড়েছে সক্রিয় রোগীর (Active caseload) সংখ্যাও ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে সক্রিয় রোগীর সংখ্যা 11 হাজার 903 জন, যা মোট সংক্রমণের 0.03 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 1 হাজার 222 জন করোনা থেকে সেরে উঠেছেন ৷ এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন 4 কোটি 41 লক্ষ 66 হাজার 925 জন ৷ সুস্থতার হার 98.78 শতাংশ ৷
-
#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) March 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/Th2FANiUDT pic.twitter.com/W2FBZOubI8
">#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) March 29, 2023
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/Th2FANiUDT pic.twitter.com/W2FBZOubI8#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) March 29, 2023
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/Th2FANiUDT pic.twitter.com/W2FBZOubI8
সকাল 8টায় প্রকাশিত রিপোর্টে 4 জন করোনা রোগীর মৃত্যুর কথা হয়েছে ৷ কিন্তু এই খবর প্রকাশের সময় মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 7 জন করোনায় মারা গিয়েছেন ৷ এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্র ও কেরলে 3 জন করে ৷ কর্ণাটকে 1 জন ৷ এখনও পর্যন্ত দেশে 5 লক্ষ 30 হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন ৷ মৃত্যুর হার 1.19 শতাংশ ৷
দেশে করোনা আছড়ে পড়ার প্রথম দিকে মহারাষ্ট্রে হু হু করে সংক্রমণ বাড়ছিল ৷ দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিতও মিলেছিল মহারাষ্ট্র থেকে । এবারেও সেই ট্রেন্ডই দেখা যাচ্ছে ৷ গত কয়েকদিন ধরে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যায় প্রথম মহারাষ্ট্র ৷ এই রাজ্যে আক্রান্তের সংখ্যা 450 ৷ এরপর দ্বিতীয় স্থানে কেরলে 332 জন করোনা সংক্রমিত হয়েছেন ৷ আর কর্ণাটক ও তামিলনাড়ুতে যথাক্রমে 135 ও 105 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে ৷ দেশের বাকি রাজ্যগুলিতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের সংখ্যা একশোর কম ৷ দেশে চলছে করোনা টিকাকরণ প্রকল্প ৷ দেশে কোভিড-19 ভ্যাকসিনেশন ড্রাইভে (Nationwide Vaccination Drive) 220 কোটি 65 লক্ষ 76 হাজার 697 সংখ্যক ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: রাজ্যে ফের করোনার হদিশ ! কলকাতা থেকে ফিরতেই 'পজিটিভ' মালদা মেডিক্যালের ছাত্র