ETV Bharat / state

বিপ্লবীদের অনুশীলন সমিতি এখন ব্যাডমিন্টন ক্লাব, আগামীতে সংগঠনের ব্যাটন কে ধরবে তা নিয়ে প্রশ্ন - Gobor Goho

মহান বিপ্লবীদের হাতে গড়া পূণ্য ভূমি রক্ষার তাগিদে সদস্যরা অনুশীলন সমিতিকে ব্যাডমিন্টন কোচিং ক্যাম্প তৈরির পরামর্শ দেন । এগিয়ে আসেন প্রাক্তন খেলোয়াড় সুব্রত ব্যানার্জি । সেদিন থেকে অগ্নিযুগের বিপ্লবীদের আখড়া ব্যাডমিন্টন ক্লাবের রূপ নেয় ।

ব্যাডমিন্টন ক্লাব
author img

By

Published : Aug 15, 2019, 7:00 AM IST

Updated : Aug 15, 2019, 9:10 AM IST

কলকাতা, 15 অগাস্ট : স্বাধীনতা আন্দোলনের সাক্ষী হয়েছে বর্তমান ভারতের ছোট-বড় অনেক রাজ্য ও শহর ৷ সেই তালিকায় রয়েছে কলকাতাও ৷ সেরকম সময়েরই একটি চরিত্র সতীশ বসু ৷ যার নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত হয়েছিল যুবসমাজ ৷ পরাধীন ভারতে মধ্য ও উত্তর কলকাতার পাড়ায় পাড়ায় গড়ে উঠেছিল শরীর চর্চার আখড়া ৷ গোবর গোহ আখড়া ও পঞ্চান্ন ব্যায়াম সমিতি বাঙালিকে শরীর চর্চা ও কুস্তিতে অনুশীলন দিচ্ছে সেই সময় ৷ বাবু সংস্কৃতির মায়াজাল সরিয়ে ব্রিটিশের বিরুদ্ধে গলা চড়াতে শুরু করেছে বাঙালি ৷ প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় কংগ্রেস ৷ বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে তারা ৷ এরইমধ্যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ব্রিটিশ সরকার ঘোষণা করতেই আন্দোলনের লেলিহান শিখা দাবানলের মতো ছড়িয়ে পড়ে ৷

সেই সময় বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দু -মুসলিম নির্বিশেষে প্রতিবাদ সংঘটিত করছে । সেই আন্দোলনে বাড়তি মাত্রা যোগ করে রবি ঠাকুরের রাখি বন্ধন কর্মসূচি । এমন এক সময়ে গোয়া বাগানোর গোবর গোহর আখড়া থেকে কুস্তি করে বাড়ি ফিরছিলেন সতীশ বসু ৷ বর্তমান উত্তর কলকাতার বিডন স্ট্রিটের চার মাথার মোড়ে দেখেন এক ভারতীয়কে ইংরেজরা পেটাচ্ছেন ৷ স্বাভাবিকভাবে রক্ত গরম হয়ে ওঠে সতীশের ৷ ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করতে উদ্যত হন তিনি ৷ কিন্তু একা প্রতিবাদ করলে হেনস্থা হতে হবে, এই আশঙ্কায় তাঁকে বাধা দেয় বন্ধুরা ৷ বিষয়টি সেদিনের মতো মেনে নেন সতীশ ৷ মনে মনে ইংরেজদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করতে যুবকদের তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি । সেই ভাবনা থেকেই 1902 সালে জন্ম অনুশীলন সমিতির ।

উত্তর কলকাতার মদন মিত্র লেনে শুরু হয় অনুশীলন সমিতির যাবতীয় কর্মকাণ্ড । মূলত লাঠি খেলা, তলোয়ার চালানো ও কুস্তির মাধ্যমে যুবকদের শারীরিক ভাবে সক্ষম করার প্রস্তুতি নেওয়া হয়েছিল । যা আদতে ছিল ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা । এই কাজে হাত বাড়ান স্বামী বিবেকানন্দের সিমলার বাড়ির পড়শি ব্যারিস্টার পি মিত্র । সমাজে নিজের প্রভাব থাকায় এই ধরনে সংগঠনের প্রাথমিক ভিত তৈরি করতে সাহায্য করেছিলেন পি মিত্র । গ্রহণ করেছিলেন সভাপতির দায়িত্বভার । অনুশীলন সমিতির ভাবনায় রসদ পেয়ে যুক্ত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সিস্টার নিবেদিতা, অমরেন্দ্রনাথ বসু ও যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা ।

1908 সালে ইংরেজ সরকার অনুশীলন সমিতির গোপন উদ্দেশ্যের আঁচ পেয়ে নিষেধাজ্ঞা জারি করে । শুরু হয় ধরপাকড় । সেইসময় অনুশীলন সমিতিকে টিকিয়ে রাখতে সংগঠনকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন সমিতির বিশিষ্টরা । ফলস্বরূপ সারা রাজ্যে প্রায় 100 টি অনুশীলন সমিতি গড়ে ওঠে । দর্জিপাড়ার অনুশীলন সমিতির জন্ম তারই ফল । বাংলাদেশের ঢাকায় এই আদর্শেই গড়ে তোলা হয়েছিল যুগান্তর । এই দুই সংস্থা সিদ্ধান্ত নেয় একযোগে স্বাধীনতা আন্দোলনে অংশ নেবে ৷ খবর পাওয়ায় শুরু হয় পুলিশি অত্যাচার । কিন্তু দমে থাকেনি অনুশীলন সমিতি ও যুগান্তর ৷ এই দুই সংগঠনের সদস্যরা পালিয়ে ইংরেজদের বিরুদ্ধে নিজেদের সংগঠিত করার কাজ করতে থাকে ।

1947 সালের 15 অগাস্ট ভারত স্বাধীন হয় । তারপর অনুশীলন সমিতি কোন লক্ষ্যে এগোবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় । বিপ্লবীদের ব্যবহৃত তলোয়ার ও লাঠি কোথায় থাকবে তা নিয়ে শুরু হয় মত পার্থক্য । পরে পুলিশ সেগুলো নিয়ে যায় ৷ কিন্তু ব্যায়ামের জন্য ব্যবহৃত ডাম্বেলগুলো দিয়ে যায় ক্লাবকে । মহান বিপ্লবীদের হাতে গড়া পূণ্য ভূমি রক্ষার তাগিদে সদস্যরা সমিতিতে ব্যাডমিন্টন কোচিং ক্যাম্প তৈরির পরামর্শ দেন । উত্তর কলকাতায় ফুটবল ও ক্রিকেট প্রশিক্ষণের অনেক জায়গা আছে । কিন্তু ব্যাডমিন্টন শেখানোর ক্লাব নেই । তাই ব্যাডমিন্টন কোচিং ক্যাম্প তৈরির বিষয়ে এগিয়ে আসেন প্রাক্তন খেলোয়াড় সুব্রত ব্যানার্জি । তারপর থেকেই অগ্নিযুগের বিপ্লবীদের আখড়া ব্যাডমিন্টন ক্লাবের রূপ নেয় ।

বর্তমানে অনুশীলন সমিতির অন্যতম কর্ণধার চন্দন ভট্টাচার্য বলেন, "যুব সমাজ এখন এই পূণ্যভূমি রক্ষার ব্যাপারে সেভাবে আগ্রহী নয় । তাদের এই অনাগ্রহে তৈরি হচ্ছে সমস্যা । বিশেষ করে প্রশাসনিক কর্মসূচি চালানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ এই ঐতিহাসিক ক্লাব আপাতত সংসদ তহবিল থেকে আর্থিক সাহায্য পেলেও পরবর্তীতে এই ক্লাবের ব্যাটন ধরবে কে তা বড় প্রশ্ন ।"

কলকাতা, 15 অগাস্ট : স্বাধীনতা আন্দোলনের সাক্ষী হয়েছে বর্তমান ভারতের ছোট-বড় অনেক রাজ্য ও শহর ৷ সেই তালিকায় রয়েছে কলকাতাও ৷ সেরকম সময়েরই একটি চরিত্র সতীশ বসু ৷ যার নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত হয়েছিল যুবসমাজ ৷ পরাধীন ভারতে মধ্য ও উত্তর কলকাতার পাড়ায় পাড়ায় গড়ে উঠেছিল শরীর চর্চার আখড়া ৷ গোবর গোহ আখড়া ও পঞ্চান্ন ব্যায়াম সমিতি বাঙালিকে শরীর চর্চা ও কুস্তিতে অনুশীলন দিচ্ছে সেই সময় ৷ বাবু সংস্কৃতির মায়াজাল সরিয়ে ব্রিটিশের বিরুদ্ধে গলা চড়াতে শুরু করেছে বাঙালি ৷ প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় কংগ্রেস ৷ বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে তারা ৷ এরইমধ্যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ব্রিটিশ সরকার ঘোষণা করতেই আন্দোলনের লেলিহান শিখা দাবানলের মতো ছড়িয়ে পড়ে ৷

সেই সময় বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দু -মুসলিম নির্বিশেষে প্রতিবাদ সংঘটিত করছে । সেই আন্দোলনে বাড়তি মাত্রা যোগ করে রবি ঠাকুরের রাখি বন্ধন কর্মসূচি । এমন এক সময়ে গোয়া বাগানোর গোবর গোহর আখড়া থেকে কুস্তি করে বাড়ি ফিরছিলেন সতীশ বসু ৷ বর্তমান উত্তর কলকাতার বিডন স্ট্রিটের চার মাথার মোড়ে দেখেন এক ভারতীয়কে ইংরেজরা পেটাচ্ছেন ৷ স্বাভাবিকভাবে রক্ত গরম হয়ে ওঠে সতীশের ৷ ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করতে উদ্যত হন তিনি ৷ কিন্তু একা প্রতিবাদ করলে হেনস্থা হতে হবে, এই আশঙ্কায় তাঁকে বাধা দেয় বন্ধুরা ৷ বিষয়টি সেদিনের মতো মেনে নেন সতীশ ৷ মনে মনে ইংরেজদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করতে যুবকদের তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি । সেই ভাবনা থেকেই 1902 সালে জন্ম অনুশীলন সমিতির ।

উত্তর কলকাতার মদন মিত্র লেনে শুরু হয় অনুশীলন সমিতির যাবতীয় কর্মকাণ্ড । মূলত লাঠি খেলা, তলোয়ার চালানো ও কুস্তির মাধ্যমে যুবকদের শারীরিক ভাবে সক্ষম করার প্রস্তুতি নেওয়া হয়েছিল । যা আদতে ছিল ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা । এই কাজে হাত বাড়ান স্বামী বিবেকানন্দের সিমলার বাড়ির পড়শি ব্যারিস্টার পি মিত্র । সমাজে নিজের প্রভাব থাকায় এই ধরনে সংগঠনের প্রাথমিক ভিত তৈরি করতে সাহায্য করেছিলেন পি মিত্র । গ্রহণ করেছিলেন সভাপতির দায়িত্বভার । অনুশীলন সমিতির ভাবনায় রসদ পেয়ে যুক্ত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সিস্টার নিবেদিতা, অমরেন্দ্রনাথ বসু ও যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা ।

1908 সালে ইংরেজ সরকার অনুশীলন সমিতির গোপন উদ্দেশ্যের আঁচ পেয়ে নিষেধাজ্ঞা জারি করে । শুরু হয় ধরপাকড় । সেইসময় অনুশীলন সমিতিকে টিকিয়ে রাখতে সংগঠনকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন সমিতির বিশিষ্টরা । ফলস্বরূপ সারা রাজ্যে প্রায় 100 টি অনুশীলন সমিতি গড়ে ওঠে । দর্জিপাড়ার অনুশীলন সমিতির জন্ম তারই ফল । বাংলাদেশের ঢাকায় এই আদর্শেই গড়ে তোলা হয়েছিল যুগান্তর । এই দুই সংস্থা সিদ্ধান্ত নেয় একযোগে স্বাধীনতা আন্দোলনে অংশ নেবে ৷ খবর পাওয়ায় শুরু হয় পুলিশি অত্যাচার । কিন্তু দমে থাকেনি অনুশীলন সমিতি ও যুগান্তর ৷ এই দুই সংগঠনের সদস্যরা পালিয়ে ইংরেজদের বিরুদ্ধে নিজেদের সংগঠিত করার কাজ করতে থাকে ।

1947 সালের 15 অগাস্ট ভারত স্বাধীন হয় । তারপর অনুশীলন সমিতি কোন লক্ষ্যে এগোবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় । বিপ্লবীদের ব্যবহৃত তলোয়ার ও লাঠি কোথায় থাকবে তা নিয়ে শুরু হয় মত পার্থক্য । পরে পুলিশ সেগুলো নিয়ে যায় ৷ কিন্তু ব্যায়ামের জন্য ব্যবহৃত ডাম্বেলগুলো দিয়ে যায় ক্লাবকে । মহান বিপ্লবীদের হাতে গড়া পূণ্য ভূমি রক্ষার তাগিদে সদস্যরা সমিতিতে ব্যাডমিন্টন কোচিং ক্যাম্প তৈরির পরামর্শ দেন । উত্তর কলকাতায় ফুটবল ও ক্রিকেট প্রশিক্ষণের অনেক জায়গা আছে । কিন্তু ব্যাডমিন্টন শেখানোর ক্লাব নেই । তাই ব্যাডমিন্টন কোচিং ক্যাম্প তৈরির বিষয়ে এগিয়ে আসেন প্রাক্তন খেলোয়াড় সুব্রত ব্যানার্জি । তারপর থেকেই অগ্নিযুগের বিপ্লবীদের আখড়া ব্যাডমিন্টন ক্লাবের রূপ নেয় ।

বর্তমানে অনুশীলন সমিতির অন্যতম কর্ণধার চন্দন ভট্টাচার্য বলেন, "যুব সমাজ এখন এই পূণ্যভূমি রক্ষার ব্যাপারে সেভাবে আগ্রহী নয় । তাদের এই অনাগ্রহে তৈরি হচ্ছে সমস্যা । বিশেষ করে প্রশাসনিক কর্মসূচি চালানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ এই ঐতিহাসিক ক্লাব আপাতত সংসদ তহবিল থেকে আর্থিক সাহায্য পেলেও পরবর্তীতে এই ক্লাবের ব্যাটন ধরবে কে তা বড় প্রশ্ন ।"

Intro:অগ্নিযুগের বিপ্লবীদের আখড়া এখন ব্যাডমিন্টন ক্লাব

কলকাতা,১৪অগস্টঃস্বাধীনতা আন্দোলনে উত্তর কলকাতার একটা বিরাট ভূমিকা রয়েছে। মধ্য এবং উত্তর কলকাতার পাড়ায় পাড়ায় শরীর চর্চার আখড়া। গোবর গোহ আখড়া,পঞ্চান্ন ব্যায়াম সমিতি বাঙালির শরীর চর্চা, কুস্তির অনুশীলনে নেতৃত্ব দিচ্ছে। সিমলের বিবেকানন্দ ততদিনে ধরাধাম ত্যাগ করেছেন। বাবু সংষ্কৃতির মায়াজাল সরিয়ে বাংলার মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে গলা চড়াতে শুরু করেছে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে। তারাও ভারতীয় দাবিদাওয়া নিয়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। এরই মধ্যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ব্রিটিশ সরকার ঘোষনা করতেই আন্দোলনের লেলিহান শিখা দাবানলের মত ছড়িয়ে পড়েছে। হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলা ভাগের বিরুদ্ধে প্রতিবাদ সংঘটিত করছে। সেই আন্দোলনে বাড়তি মাত্রা যোগ করেছে রবি ঠাকুরের রাখী বন্ধন কর্মসূচী। এমনই এক দিনে সতীশ বসু গোয়া বাগানের গোবর গোহর আখড়া থেকে কুস্তি করে বাড়ি ফিরছিলেন। বর্তমান সেন্ট্রাল ক্যালকাটা রোডের বিডন স্ট্রীটের চার মাথার মোড়ে তিনি দেখলেন কয়েকজন ইংরেজ পুলিশ এক ভারতীয়কে পেটাচ্ছে। স্বাভাবিকভাবে যুবা সতীশ মিত্র ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করবেন বলে উদ্যত হবেন বলে ঠিক করলেন। কিন্তু তার সঙ্গের বন্ধুরা নিরস্ত করেন। একাকী প্রতিবাদ করলে হেনস্থার আশঙ্কা রয়েছে বলে নিরস্ত করা হল। কিন্তু বিষয়টি সেদিনের মত মেনে নিলেও শেষ হল না। সতীশ বসু ঠিক করলেন ইংরেজদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করতে যুবকদের তৈরি করতে হবে। সেই ভাবনা থেকেই ১৯০২ সালে অনুশীলন সমিতির জন্ম। কাছেই মদন মিত্র লেনে শুরু হয়েছিল অনুশীলন সমিতির যাবতীয় কর্মকাণ্ড । মুলত লাঠি খেলা তলোয়ার চালানো, কুস্তির মাধ্যমে শরীর গড়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। যা আদতে ছিল ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা। স্বামী বিবেকানন্দের সিমলের বাড়ির পড়শি ব্যারিস্টার পি মিত্র সাহায্যের হাত বাড়িয়েছিলেন। সমাজে প্রভাব থাকায় এই ধরনে সংগঠন তৈরির প্রাথমিক ভিতটা তিনি তৈরি করতে সাহায্য করেছিল। সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন। অনুশীলন সমিতির ভাবনায় রসদ পেয়ে যুক্ত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ভগীনি নিবেদিতা,অমরেন্দ্রনাথ বসু,যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের মত বিশিষ্ট ব্যক্তিরা।১৯০৮ সালে ইংরেজ সরকার অনুশীলন সমিতির গোপন উদ্দেশ্যের আচ পেয়ে নিষেধাজ্ঞা জারি করে। ফলসরূপ শুরু হল ধরপাকড়। এসময় অনুশীলন সমিতিকে টিকিয়ে রাখতে ছড়িয়ে পড়ার পরামর্শ দিয়েছিলেন সেদিনের বিশিষ্ট মানুষেরা। ফলসরূপ সারা রাজ্যে প্রায় একশোটি অনুশীলন সমিতি গড়ে ওঠে। দরজি পাড়ার অনুশীলন সমিতি সেই ছড়িয়ে পড়া ফল। বাংলাদেশের ঢাকায় এরই আদর্শে গড়ে তোলা হয়েছিল যুগান্তর। এই দুই সংস্থা একযোগে স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া র সিদ্ধান্ত নেয়। ফলে পুলিশি অত্যাচারও চলতে থাকে। সংগঠনের সদস্যরা পালিয়ে বেড়িয়ে ইংরেজদের বিরুদ্ধে নিজেদের সংগঠিত করার কাজ করতে থাকে।
১৯৪৭সালের ১৫অগস্ট ভারত স্বাধীন হয়। তারপর অনুশীলন সমিতি কোন লক্ষ্যে এগোবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। বিপ্লবীদের ব্যবহৃত তরবারি ,লাঠি কোথায় থাকবে তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। পুলিশ সেগুলো নিয়ে গেলেও ব্যায়ামের জন্য ব্যবহৃত ডাম্বেল গুলো দিয়ে যায় ক্লাবকে। মহান বিপ্লবীদের হাতে গড়া পূন্য ভূমি রক্ষার তাগিদে সদস্যরা ব্যাডমিন্টন কোচিং ক্যাম্প তৈরির পরামর্শ দেন। এব্যাপারে অগ্রনী ভূমিকা নেন প্রাক্তন খেলোয়াড় সুব্রত ব্যানার্জী। তার যুক্তি ছিল উত্তর কলকাতায় ফুটবল ক্রিকেট শিক্ষার জায়গা অনেক। কিন্তু ব্যাডমিন্টন শেখানোর ক্লাব নেই। ফলে সেদিন থেকে অগ্নিযুগের বিপ্লবীদের আখড়া ব্যাডমিন্টন ক্লাবে পরিনত।
অনুশীলন সমিতির অন্যতম কর্ণধার চন্দন ভট্টাচার্য বলছেন সময় যত এগোচ্ছে যুব সমাজ এই পূন্যভূমি রক্ষার ব্যাপারে সেভাবে আগ্রহী নয়। তাদের অনাগ্রহে তৈরি হচ্ছে সমস্যা। বিশেষ করে প্রশাসনিক কর্মসূচি চালানোতে সমস্যা তৈরি হচ্ছে ঐতিহাসিক ক্লাবের আর্থিকভাবে সাহায্য সংসদ তহবিল থেকে মিটলেও পরবর্তী সময়ে ব্যাটন ধরবে কে তা প্লাটিনাম জুবিলির বছরে বড় প্রশ্ন।Body:AnuConclusion:
Last Updated : Aug 15, 2019, 9:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.