ETV Bharat / state

নেই ছাউনি ও শৌচালয়, অনশনকারী SSC প্রার্থীদের আরও অনেকে অসুস্থ - illness ssc candidates

অনশনকারী SSC চাকরিপ্রার্থীদের আরও কয়েকজন আজ অসুস্থ হয়েছেন। আজ আরও ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন।

অনশনকারী SSC প্রার্থী
author img

By

Published : Mar 3, 2019, 11:46 PM IST

কলকাতা, ৩ মার্চ: অনশনকারী SSC চাকরিপ্রার্থীদের আরও কয়েকজন আজ অসুস্থ হয়েছেন। আজ আরও ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে একজন চারমাসের অন্তঃসত্ত্বা। একজন অনশনকারী মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পান। তাঁদের দু'জনকেই চিকিৎসার পর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অনশনকারীদের অভিযোগ, মাথার উপর পুলিশ কোনও ছাউনি টাঙাতে দিচ্ছে না। কাছের একমাত্র শৌচালয়টি রাত ৯টায় বন্ধ হয়ে যায়। পুরুষ শৌচালয়ের একটি বাথরুম ১২টা পর্যন্ত খোলা থাকায় সেটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন মেয়েরা। তার উপর শৌচালয়ের জানলা দিয়ে উঁকি মারার উৎপাত। সবমিলিয়ে বিপাকে অনশনকারী SSC চাকরিপ্রার্থীরা।

২৮ ফেব্রুয়ারি থেকে কলকাতা প্রেসক্লাবের সামনে SSC চাকরিপ্রার্থীরা অনশনে বসেছেন। দাবি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও অনুমোদিত বিদ্যালয়গুলিতে নবম ও দশম শ্রেণির শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে।

আজকের পরিস্থিতি কী?

আন্দোলনকারী অর্পিতা দাস বলেন, "আজ আমাদের অনশনের চতুর্থ দিন। আমাদের মধ্যে অনেক প্রার্থী আজ অসুস্থ হয়েছেন। মোট ১৮ জন অসুস্থ। তার মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ ছিল। তাঁর মাথায় আঘাত লেগেছে। তাঁকে সিটি স্ক্যান করানো হয়েছে। আমরা তাঁকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। কিন্তু, তবু আমরা আমাদের দাবির জায়গা থেকে সরে যাব না। পরিস্থিতি যতই কঠিন হোক আমরা আমাদের দাবিদাওয়া থেকে সরে দাঁড়াব না। আমরা যাঁরা অনশন করছি তাঁদের চাকরি চাই।"

undefined

ছাউনি ও শৌচালয়ের সমস্যা নিয়ে আন্দোলনকারী তানিয়া শেঠ বলেন, "আমাদের মাথার উপর ছাউনিটা হলে ভালো হয়। আর একটা টয়লেটের ব্যবস্থা করা খুব দরকার। ছাউনির ব্যাপারে দু'বার পুলিশকে বলা হয়েছে। দু'বারই ওনারা নিষেধ করেছেন। আমরা এখুনি একটা ত্রিপলটা টাঙাতে চাইছি। তারথেকেও বড় দরকারটা হচ্ছে লেডিস টয়লেট। মেয়েদের খুব সমস্যা হয়ে যাচ্ছে। ৯টার সময় পে অ্যান্ড ইউজটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপর ১২টা পর্যন্ত জেন্টস খোলা থাকছে। তার মধ্যে একটা টয়লেট দিয়েছে মেয়েদের জন্য। সেটাও সিকিউর নয়।"

কলকাতা, ৩ মার্চ: অনশনকারী SSC চাকরিপ্রার্থীদের আরও কয়েকজন আজ অসুস্থ হয়েছেন। আজ আরও ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে একজন চারমাসের অন্তঃসত্ত্বা। একজন অনশনকারী মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পান। তাঁদের দু'জনকেই চিকিৎসার পর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অনশনকারীদের অভিযোগ, মাথার উপর পুলিশ কোনও ছাউনি টাঙাতে দিচ্ছে না। কাছের একমাত্র শৌচালয়টি রাত ৯টায় বন্ধ হয়ে যায়। পুরুষ শৌচালয়ের একটি বাথরুম ১২টা পর্যন্ত খোলা থাকায় সেটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন মেয়েরা। তার উপর শৌচালয়ের জানলা দিয়ে উঁকি মারার উৎপাত। সবমিলিয়ে বিপাকে অনশনকারী SSC চাকরিপ্রার্থীরা।

২৮ ফেব্রুয়ারি থেকে কলকাতা প্রেসক্লাবের সামনে SSC চাকরিপ্রার্থীরা অনশনে বসেছেন। দাবি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও অনুমোদিত বিদ্যালয়গুলিতে নবম ও দশম শ্রেণির শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে।

আজকের পরিস্থিতি কী?

আন্দোলনকারী অর্পিতা দাস বলেন, "আজ আমাদের অনশনের চতুর্থ দিন। আমাদের মধ্যে অনেক প্রার্থী আজ অসুস্থ হয়েছেন। মোট ১৮ জন অসুস্থ। তার মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ ছিল। তাঁর মাথায় আঘাত লেগেছে। তাঁকে সিটি স্ক্যান করানো হয়েছে। আমরা তাঁকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। কিন্তু, তবু আমরা আমাদের দাবির জায়গা থেকে সরে যাব না। পরিস্থিতি যতই কঠিন হোক আমরা আমাদের দাবিদাওয়া থেকে সরে দাঁড়াব না। আমরা যাঁরা অনশন করছি তাঁদের চাকরি চাই।"

undefined

ছাউনি ও শৌচালয়ের সমস্যা নিয়ে আন্দোলনকারী তানিয়া শেঠ বলেন, "আমাদের মাথার উপর ছাউনিটা হলে ভালো হয়। আর একটা টয়লেটের ব্যবস্থা করা খুব দরকার। ছাউনির ব্যাপারে দু'বার পুলিশকে বলা হয়েছে। দু'বারই ওনারা নিষেধ করেছেন। আমরা এখুনি একটা ত্রিপলটা টাঙাতে চাইছি। তারথেকেও বড় দরকারটা হচ্ছে লেডিস টয়লেট। মেয়েদের খুব সমস্যা হয়ে যাচ্ছে। ৯টার সময় পে অ্যান্ড ইউজটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপর ১২টা পর্যন্ত জেন্টস খোলা থাকছে। তার মধ্যে একটা টয়লেট দিয়েছে মেয়েদের জন্য। সেটাও সিকিউর নয়।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.