ETV Bharat / state

TMC MLA Madan Mitra: গুরুত্ব বাড়ছে দলে ! সিবিআই তল্লাশি থেকে ছাড়া পেয়ে সোজা ধরনা মঞ্চে মদন - মদন মিত্র

এদিন ধরনা মঞ্চ থেকে কী বলেছেন কামারহাটির বিধায়ক ? এদিন মদন মিত্রকে সক্রিয় ভূমিকায় দেখা যায় ৷ কখনও তাঁর গলায় উঠে এসেছে 'দে দে পাল তুলে দে', আবার কখনও সোলের ডায়লগ 'এ হাত মুঝে দে দে ঠাকুর', তারিফ কুড়িয়েছে ধরনা মঞ্চে উপস্থিত জনতার। এদিন ধরনা মঞ্চ থেকে মদন মিত্রের বক্তব্যে একদিকে যেমন ছিল শ্লেষ, অন্যদিকে ছিল কেন্দ্রের বিরুদ্ধে কড়া আক্রমণ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 9:18 PM IST

কলকাতা, 8 অক্টোবর: বিগত সময়ে বারংবার আলটপকা মন্তব্যের জন্য দলের কাছে সমালোচিত হয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কিন্তু নয় ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর সেই মদন মিত্রই বক্তা হিসাবে ধরনা মঞ্চে বাড়তি গুরুত্ব পেলেন। রবিবার হিসাব করলে চারদিন ধরে চলছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে ধরনা-অবস্থান। কিন্তু এই চারদিনের ধরনা কর্মসূচিতে বক্তা হিসাবে আগে দেখা যায়নি মদন মিত্রকে।

কিন্তু এদিন জিজ্ঞাসাবাদ এবং তারপর সিবিআইকে কড়া আক্রমণের পর সরাসরি ধরনা মঞ্চে উপস্থিত হলেন মদন মিত্র। এদিন ধরনা মঞ্চে বক্তব্য রাখতে উঠে মদন মিত্র সোজা সাপটা ভাষায় আক্রমণ করেন বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে ৷ স্পষ্ট ভাষায় বারবার বুঝিয়ে দিয়েছেন, কেন্দ্রের অঙ্গুলি হিলনে চলছে তদন্তকারী সংস্থাগুলি। বাংলার রাজনীতিতে সরাসরি পেরে উঠতে না-পেরে সিবিআইকেই ঢাল করছে বিজেপি।

এদিন ধরনা মঞ্চ থেকে কী বলেছেন কামারহাটির বিধায়ক ? এদিন মদন মিত্রকে সক্রিয় ভূমিকায় দেখা যায় ৷ কখনও তাঁর গলায় উঠে এসেছে 'দে দে পাল তুলে দে', আবার কখনও সোলের ডায়লগ 'এ হাত মুঝে দে দে ঠাকুর', তারিফ কুড়িয়েছে ধরনা মঞ্চে উপস্থিত জনতার। মদন বলেন, "টাইগার আভি জিন্দা হ্যায়। আপনাদের অভিষেকের আন্দেলনে ভরসা রাখতে হবে। আমাদের লড়াই চলবে। বিজেপিকে আমরা চিতায় তুলবই।" তিনি আরও বলেন, "কে কী বলল, কান দেবেন না। যতক্ষণ না রাজভবনে আমরা প্রবেশ না করতে পারি, ততক্ষণ এই আন্দোলন চলবে। কোনওভাবেই তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না।"

এদিন এই মঞ্চ থেকেই মদন মিত্র জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাঁর বাড়ি থেকে কিছু পায়নি। কিছু যে মেলেনি, তদন্তে সহযোগিতা পেয়েছেন, তা লিখেও দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অতএব সিবিআই বিগ জিরো। এদিন মদন আরও জানান, তদন্তকারী সংস্থা প্রচার পছন্দ করে। তাই তাঁকে নিশানা করেছে। তিনি বলেন, "সিবিআই আমাকে ভালোবাসে। জানে এখানে আসলে অনেক ক্যামেরা আসবে। তাই এসব তল্লাশি।"

আরও পড়ুন: 'দুর্নীতি প্রমাণ হলে গঙ্গায় ঝাঁপ দেব', সিবিআই যেতেই চ্যালেঞ্জ ছুঁড়লেন মদন

মদন বলেন, "মোদি যাচ্ছে, ইন্ডিয়া আসছে ৷ যতবার আসবে ততবার উত্তর দেব। সহযোগিতা করব। তবে তারপর তাদেরও উত্তর দিতে হবে, মদন মিত্রের মতো সাচ্ছা নেতা আর নেই।" এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও মদন মিত্রের প্রশংসা শোনা যায়। তিনি বলেন, "বিজেপি আসলে ভয় পেয়েছে তাই বেছে বেছে আমাদের নেতাদের বাড়ি তদন্তকারী সংস্থাকে পাঠাচ্ছে। আজ মদন মিত্রের বাড়ি গিয়েছিলেন। কী পেয়েছেন সে কথা তো মদন মিত্র নিজের মুখেই বললেন। আজ মদন মিত্র এসেছে আগামিকাল ফিরহাদ হাকিম আসবেন। তিনিও তাঁর অভিজ্ঞতার কথা বলবেন।" অভিষেকের বক্তব্য থেকেই স্পষ্ট দলে গুরুত্ব বেড়েছে মদনের। তাই ধরনা মঞ্চে অভিষেকের মুখে মদনের নাম ফিরহাদের সঙ্গে একই সারণিতে উচ্চারিত হচ্ছে।

কলকাতা, 8 অক্টোবর: বিগত সময়ে বারংবার আলটপকা মন্তব্যের জন্য দলের কাছে সমালোচিত হয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কিন্তু নয় ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর সেই মদন মিত্রই বক্তা হিসাবে ধরনা মঞ্চে বাড়তি গুরুত্ব পেলেন। রবিবার হিসাব করলে চারদিন ধরে চলছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে ধরনা-অবস্থান। কিন্তু এই চারদিনের ধরনা কর্মসূচিতে বক্তা হিসাবে আগে দেখা যায়নি মদন মিত্রকে।

কিন্তু এদিন জিজ্ঞাসাবাদ এবং তারপর সিবিআইকে কড়া আক্রমণের পর সরাসরি ধরনা মঞ্চে উপস্থিত হলেন মদন মিত্র। এদিন ধরনা মঞ্চে বক্তব্য রাখতে উঠে মদন মিত্র সোজা সাপটা ভাষায় আক্রমণ করেন বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে ৷ স্পষ্ট ভাষায় বারবার বুঝিয়ে দিয়েছেন, কেন্দ্রের অঙ্গুলি হিলনে চলছে তদন্তকারী সংস্থাগুলি। বাংলার রাজনীতিতে সরাসরি পেরে উঠতে না-পেরে সিবিআইকেই ঢাল করছে বিজেপি।

এদিন ধরনা মঞ্চ থেকে কী বলেছেন কামারহাটির বিধায়ক ? এদিন মদন মিত্রকে সক্রিয় ভূমিকায় দেখা যায় ৷ কখনও তাঁর গলায় উঠে এসেছে 'দে দে পাল তুলে দে', আবার কখনও সোলের ডায়লগ 'এ হাত মুঝে দে দে ঠাকুর', তারিফ কুড়িয়েছে ধরনা মঞ্চে উপস্থিত জনতার। মদন বলেন, "টাইগার আভি জিন্দা হ্যায়। আপনাদের অভিষেকের আন্দেলনে ভরসা রাখতে হবে। আমাদের লড়াই চলবে। বিজেপিকে আমরা চিতায় তুলবই।" তিনি আরও বলেন, "কে কী বলল, কান দেবেন না। যতক্ষণ না রাজভবনে আমরা প্রবেশ না করতে পারি, ততক্ষণ এই আন্দোলন চলবে। কোনওভাবেই তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না।"

এদিন এই মঞ্চ থেকেই মদন মিত্র জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাঁর বাড়ি থেকে কিছু পায়নি। কিছু যে মেলেনি, তদন্তে সহযোগিতা পেয়েছেন, তা লিখেও দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অতএব সিবিআই বিগ জিরো। এদিন মদন আরও জানান, তদন্তকারী সংস্থা প্রচার পছন্দ করে। তাই তাঁকে নিশানা করেছে। তিনি বলেন, "সিবিআই আমাকে ভালোবাসে। জানে এখানে আসলে অনেক ক্যামেরা আসবে। তাই এসব তল্লাশি।"

আরও পড়ুন: 'দুর্নীতি প্রমাণ হলে গঙ্গায় ঝাঁপ দেব', সিবিআই যেতেই চ্যালেঞ্জ ছুঁড়লেন মদন

মদন বলেন, "মোদি যাচ্ছে, ইন্ডিয়া আসছে ৷ যতবার আসবে ততবার উত্তর দেব। সহযোগিতা করব। তবে তারপর তাদেরও উত্তর দিতে হবে, মদন মিত্রের মতো সাচ্ছা নেতা আর নেই।" এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও মদন মিত্রের প্রশংসা শোনা যায়। তিনি বলেন, "বিজেপি আসলে ভয় পেয়েছে তাই বেছে বেছে আমাদের নেতাদের বাড়ি তদন্তকারী সংস্থাকে পাঠাচ্ছে। আজ মদন মিত্রের বাড়ি গিয়েছিলেন। কী পেয়েছেন সে কথা তো মদন মিত্র নিজের মুখেই বললেন। আজ মদন মিত্র এসেছে আগামিকাল ফিরহাদ হাকিম আসবেন। তিনিও তাঁর অভিজ্ঞতার কথা বলবেন।" অভিষেকের বক্তব্য থেকেই স্পষ্ট দলে গুরুত্ব বেড়েছে মদনের। তাই ধরনা মঞ্চে অভিষেকের মুখে মদনের নাম ফিরহাদের সঙ্গে একই সারণিতে উচ্চারিত হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.