ETV Bharat / state

বই বিক্রির পথ আরও চওড়া, কলকাতা বইমেলায় বাড়ছে স্টলের সংখ্যা - কলকাতা বইমেলা

Kolkata Book Fair: আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাড়ল স্টলের সংখ্যা ৷ গত বছর 900টি স্টল ছিল ৷ স্টলের সংখ্যা 100টি বাড়ানো হয়ছে ৷ গত বছরের তুলনায় আরও বেশি বই বিক্রি হবে এই বছর বলেই আশা রাখছেন গিল্ড কর্তৃপক্ষ ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 9:54 AM IST

Updated : Jan 9, 2024, 10:17 AM IST

কলকাতা, 9 জানুয়ারি: স্টলের সংখ্যা বাড়ল আন্তর্জাতিক কলকাতা বই মেলায় ৷ আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে 47তম কলকাতা বই মেলা ৷ গত বছরের তুলনায় এবারে প্রায় 100টি স্টল বাড়ল । গত বছর অনুষ্ঠিত হওয়া 46তম বইমেলায় লিটল ম্যাগাজিন-সহ ছোট, মাঝারি ও বড় প্রকাশক মিলিয়ে স্টলের সংখ্যা ছিল 900টি । তবে এই বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়াল 1000টি । আন্তর্জাতিক বইমেলায় এই বছর অংশ নিচ্ছে প্রায় 20টি দেশ । গত বছরের তুলনায় আরও বেশি বই বিক্রি হবে এই বছর বলেই আশা রাখছেন গিল্ড কর্তৃপক্ষ ।

বইমেলার প্রবেশের জন্য আছে ন'টি গেট। যার মধ্যে একটি সাজানো হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে । একটি গেট থাকবে বিশ্ববাংলার আদলে। আর একটি থাকবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও ফেদেরিকো গার্সিয়া লোরকার 125 তম জন্মবর্ষ উদযাপনে তাঁদের স্মরণ করে । আরও একটি গেট থাকবে বেথুন স্কুলের 175 বছর উপলক্ষে। গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়ের কথায়, "এর আগে আমরা শ্রীরামপুর কলেজের ক্ষেত্রে সম্মান জানিয়েছি। কলকাতায় বেথুন স্কুল একটি ঐতিহ্য। তাই সম্মান জানাতে এই উদ্যোগ।"

এছাড়াও 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় থাকছে আরও বেশ কিছু বিশেষত্ব । 24 জানুয়ারি পালিত হবে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক দিবস । ওইদিন লেখক প্রকাশক এবং পাঠকদের নিয়েও একটি আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া বইমেলায় যেতে যাতে নাগরিকদের কোনও সমস্যা না হয় তার জন্য পরিবহণ দফতরের সঙ্গে আলোচনা করেছে গিলড কর্তৃপক্ষ ৷ যাতে বইমেলা উপলক্ষ্যে অতিরিক্ত বাস পরিষেবা দেওয়া যায় ৷ এছাড়াও শিয়ালদা স্টেশন থেকে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা ৷ সেইসঙ্গে বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনা করে নির্ধারিত করা হয়েছে অটো ভাড়াও ।
এছাড়াও লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন তৈরি হচ্ছে সন্দীপ দত্তের নামে। ছোটদের প্যাভিলিয়ন হবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পান্ডব গোয়েন্দাকে স্মরণ করে । সমরেশ মজুমদার ও এএস বায়োটির নামে তৈরি হয়েছে বইমেলা দু’টি হল। তার সঙ্গে নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সমরেশ বসুর জন্মশতবর্ষ স্মরণে থাকছে দু’টি মুক্তমঞ্চ ।

কলকাতা, 9 জানুয়ারি: স্টলের সংখ্যা বাড়ল আন্তর্জাতিক কলকাতা বই মেলায় ৷ আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে 47তম কলকাতা বই মেলা ৷ গত বছরের তুলনায় এবারে প্রায় 100টি স্টল বাড়ল । গত বছর অনুষ্ঠিত হওয়া 46তম বইমেলায় লিটল ম্যাগাজিন-সহ ছোট, মাঝারি ও বড় প্রকাশক মিলিয়ে স্টলের সংখ্যা ছিল 900টি । তবে এই বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়াল 1000টি । আন্তর্জাতিক বইমেলায় এই বছর অংশ নিচ্ছে প্রায় 20টি দেশ । গত বছরের তুলনায় আরও বেশি বই বিক্রি হবে এই বছর বলেই আশা রাখছেন গিল্ড কর্তৃপক্ষ ।

বইমেলার প্রবেশের জন্য আছে ন'টি গেট। যার মধ্যে একটি সাজানো হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে । একটি গেট থাকবে বিশ্ববাংলার আদলে। আর একটি থাকবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও ফেদেরিকো গার্সিয়া লোরকার 125 তম জন্মবর্ষ উদযাপনে তাঁদের স্মরণ করে । আরও একটি গেট থাকবে বেথুন স্কুলের 175 বছর উপলক্ষে। গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়ের কথায়, "এর আগে আমরা শ্রীরামপুর কলেজের ক্ষেত্রে সম্মান জানিয়েছি। কলকাতায় বেথুন স্কুল একটি ঐতিহ্য। তাই সম্মান জানাতে এই উদ্যোগ।"

এছাড়াও 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় থাকছে আরও বেশ কিছু বিশেষত্ব । 24 জানুয়ারি পালিত হবে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক দিবস । ওইদিন লেখক প্রকাশক এবং পাঠকদের নিয়েও একটি আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া বইমেলায় যেতে যাতে নাগরিকদের কোনও সমস্যা না হয় তার জন্য পরিবহণ দফতরের সঙ্গে আলোচনা করেছে গিলড কর্তৃপক্ষ ৷ যাতে বইমেলা উপলক্ষ্যে অতিরিক্ত বাস পরিষেবা দেওয়া যায় ৷ এছাড়াও শিয়ালদা স্টেশন থেকে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা ৷ সেইসঙ্গে বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনা করে নির্ধারিত করা হয়েছে অটো ভাড়াও ।
এছাড়াও লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন তৈরি হচ্ছে সন্দীপ দত্তের নামে। ছোটদের প্যাভিলিয়ন হবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পান্ডব গোয়েন্দাকে স্মরণ করে । সমরেশ মজুমদার ও এএস বায়োটির নামে তৈরি হয়েছে বইমেলা দু’টি হল। তার সঙ্গে নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সমরেশ বসুর জন্মশতবর্ষ স্মরণে থাকছে দু’টি মুক্তমঞ্চ ।

আরও পড়ুন:

  1. বোর্ডের পরীক্ষার জন্য এগিয়ে আনা হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা, কবে শুরু ?
  2. 12 বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে জার্মানি, থিম কান্ট্রি যুক্তরাজ্য
  3. ওপার বাংলায় এবার কলকাতা বইমেলা, ঢাকার মাটিতে কবে শুরু এপারের 'উৎসব'; জেনে নিন
Last Updated : Jan 9, 2024, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.