কলকাতা, 2 মে: সব কিছু ঠিকঠাক এগোলে চলতি সপ্তাহেই যাত্রী পরিষেবা শুরু হয়ে যেতে পারে হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসের । যদিও রেল বোর্ড কিংবা প্রধানমন্ত্রীর দফতর থেকে এই বিষয় এখনও কোনও চূড়ান্ত সম্মতি আসেনি বলে খবর । তবে সরকারিভাবে এখনও এই বিষয়টি জানানো না হলেও কিন্তু ট্রেনটি চালুর বিষয় যে ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা দেখে মনে করা হচ্ছে যে দ্রুতই চালু হয়ে যাবে পরিষেবা ।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু পোস্ট দেখা যাচ্ছে, সেখানে এই নয়া বন্দে ভারতের আনুমানিক ভাড়া থেকে খাদ্য তালিকা নিয়ে প্রবল চর্চা চলছে । এর মধ্যেই দু’দফায় হাওড়া থেকে পুরী এবং পুরী থেকে হাওড়ার মধ্যে সফলভাবে ট্রায়াল রানও করা হয়েছে । গত 28 ও 30 এপ্রিল দু’দিকের ট্রায়াল রান সুসম্পন্ন হয়েছে । হাওড়া থেকে পুরীগামী নয়া বন্দে ভারতের পরিচালনায় থাকবে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন কর্তৃপক্ষ ।
বাংলার জন্য দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস হলেও ওড়িশাবাসী এই ট্রেনটি নিয়ে অনেক বেশি উৎসুক কারণ ওড়িশা পাবে তার প্রথম সেমি বুলেট ট্রেন । তাই এখনও পর্যন্ত জানা গিয়েছে যে ওড়িশা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের উদ্বোধন করবেন ।
রেলের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ওইদিন বন্দে ভারতের পাশাপাশি নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো চলাচলেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । তবে তা ভার্চুয়ালি ওড়িশা থেকেই হবে । নিউ গড়িয়া ও রুবি মোড়ের মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকবার পরীক্ষামূলক দৌড় হয়েছে মেট্রোর । সোমবারও এক দফায় কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন পর্যন্ত ট্রায়াল রান করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে । এই রুটটি হল কলকাতা মেট্রো নেটওয়ার্কের অরেঞ্জ লাইন বা লাইন 6 ।
যেহেতু ইএম বাইপাসের দু'ধারেই রয়েছে ছোট বড় একাধিক হাসপাতাল, তাই এই রুটে যাত্রী পরিষেবা শুরু হলে শহরবাসীর অনেকটাই সুবিধা হবে । এই রুট চালু হলে শহরের মানুষের পাশাপাশি শহরতলীর মানুষজনও উপকৃত হবেন । কারণ, এই রুট একদিকে যেমন যুক্ত করবে ব্লু লাইন, অন্যদিকে কবি সুভাষের কাছে যেহেতু শিয়ালদা দক্ষিণ শাখার একটা অংশ রয়েছে, তাই বহু মানুষ খুব সহজেই হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা থেকে আসতে পারবেন ৷
অরেঞ্জ লাইনের এই 5.4 কিমি অংশ চালু হয়ে গেলে কবি সুভাষ মেট্রো স্টেশনে ব্লু লাইন বা নর্থ সাউথ লাইনটিও এসে যুক্ত হবে । এই ফলে একদিকে কবি সুভাষ থেকে সোজাসুজি রুবি পর্যন্ত যাওয়া যেমন সুবিধাজনক হবে, ঠিক তেমনভাবেই রুবি থেকে কেউ যদি মধ্য কলকাতা বা সোজা দক্ষিণেশ্বর যেতে চান, তাঁর পক্ষে হয়তো মেট্রোর থেকে নিরাপদ ও দ্রুত পৌঁছানোর কোনও বিকল্প হবে না । এই রুটে রয়েছে পাঁচটি স্টেশন৷ সেগুলি হল - কবি সুভাষ বা নিউ গড়িয়া, সত্যজিৎ রায় বা হাইল্যান্ড পার্ক, জ্যোতিরিন্দ্র নন্দী বা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ও অজয় নগর, কবি সুকান্ত বা অভিষিক্তা ক্রসিং এবং হেমন্ত মুখোপাধ্যায়ের বা রুবি মোড় ।
আরও পড়ুন: বাংলার জন্য দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের হাওড়া থেকে পুরীর মধ্যে ট্রায়াল রান