ETV Bharat / state

যদুবাবুর বাজারে বসল ডিসইনফেকশন টানেল, উদ্বোধনে মেয়র - ডিসইনফেকশন টানেল

কলকাতার ভবানীপুর এলাকায় যদুবাবুর বাজারে বসল স্যানিটারি টানেল । তবে টানেল বসলেও মানুষকে মাস্ক, গ্লাভস পরে থাকতে হবে বলে জানান মেয়র । বাজার করতে আসা মানুষদের এই টানেলে প্রবেশ করে স্যানিটাইজ়ড হতে হবে ।

mayor
মেয়র
author img

By

Published : Apr 19, 2020, 1:45 PM IST

কলকাতা, 19 এপ্রিল : যদুবাবুর বাজারে বসানো হয়েছে ডিসইনফেকশন টানেল গেট । আজ মেয়র ফিরহাদ হাকিম ও পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় টানেল গেটের উদ্বোধন করেন । বাজারগুলিতে উপচে পড়া ভিড়ে কোরোনা সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে । বিভিন্ন পদক্ষেপ করা হলেও বাজারগুলিতে ভিড় হচ্ছে । তাই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই টানেলের মধ্যে দিয়ে বাজারে প্রবেশ করতে হবে । টানেলের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জীবাণুনাশক স্প্রে হবে । জীবাণুমুক্ত হওয়ার পরই বাজারে ঢোকা যাবে ।

কোনও ব্যক্তি এই টানেলের মধ্যে প্রবেশ করার পর তাঁর উপর জীবাণুনাশক স্প্রে হবে । স্যানিটাইজ়ড হবেন ওই ব্যক্তি । বাজারের বাকি সবক'টি গেট বন্ধ করে দেওয়া হয়েছে । শুধুমাত্র এক নম্বর গেট খোলা থাকবে । সেখানে টানেলটি বসানো হয়েছে । এই টানেলের মধ্যে দিয়েই সকলকে যাতায়াত করতে হবে । এই পদক্ষেপের জন্য স্থানীয় কাউন্সিলর অসীম বসুর প্রশংসা করেছেন মেয়র । তিনি বলেন, "এটি একটি ভালো পদক্ষেপ ।"

কোরোনা সংক্রমণ রোধে বাজারগুলিতে নিয়মিতভাবে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । পাশাপাশি বাজারে প্রবেশ করা প্রত্যেককে স্যানিটাইজ়ড করতে এই টানেল বসানো হয়েছে । টানেলে যে জীবাণুনাশক স্প্রে করা হবে তা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক নয় বলে জানিয়েছেন মেয়র । এই টানেলের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে তৈরি জীবাণুনাশক স্প্রে করা হবে মানুষের শরীরের । মেয়র জানান, "যে জীবাণুনাশক রাস্তা-ঘাটে স্প্রে করা হচ্ছে তা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক । কিন্তু যেটা এই টানেলের মধ্যে স্প্রে হিসেবে বেরোবে তা শরীরের জন্য ক্ষতিকারক না । অনেকটা স্যানিটাইজ়ারের মতো ।" তাঁর আবেদন, কোরোনা সংক্রমণ রোধে এটি অন্য একটি পদক্ষেপ মাত্র । কিন্তু মানুষকে নিয়মিতভাবে মুখে মাস্ক, হাতে গ্লাভস পরতেই হবে । এই টানেল বসানো হয়েছে বলেই মানুষ ভিড় করবেন বাজারগুলিতে তা কখনওই নয় । কোরোনা প্রতিরোধ করতে ভিড় এড়িয়ে চলা বাধ্যতামূলক বলেও জানিয়েছেন তিনি । তাই কলকাতা পৌরনিগমের তরফে জীবাণুনাশক স্প্রে করার কাজ যেভাবে শহরজুড়ে চলছিল আগামী দিনেও সেই কাজ চলবে বলে জানান মেয়র ।

কলকাতা, 19 এপ্রিল : যদুবাবুর বাজারে বসানো হয়েছে ডিসইনফেকশন টানেল গেট । আজ মেয়র ফিরহাদ হাকিম ও পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় টানেল গেটের উদ্বোধন করেন । বাজারগুলিতে উপচে পড়া ভিড়ে কোরোনা সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে । বিভিন্ন পদক্ষেপ করা হলেও বাজারগুলিতে ভিড় হচ্ছে । তাই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই টানেলের মধ্যে দিয়ে বাজারে প্রবেশ করতে হবে । টানেলের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জীবাণুনাশক স্প্রে হবে । জীবাণুমুক্ত হওয়ার পরই বাজারে ঢোকা যাবে ।

কোনও ব্যক্তি এই টানেলের মধ্যে প্রবেশ করার পর তাঁর উপর জীবাণুনাশক স্প্রে হবে । স্যানিটাইজ়ড হবেন ওই ব্যক্তি । বাজারের বাকি সবক'টি গেট বন্ধ করে দেওয়া হয়েছে । শুধুমাত্র এক নম্বর গেট খোলা থাকবে । সেখানে টানেলটি বসানো হয়েছে । এই টানেলের মধ্যে দিয়েই সকলকে যাতায়াত করতে হবে । এই পদক্ষেপের জন্য স্থানীয় কাউন্সিলর অসীম বসুর প্রশংসা করেছেন মেয়র । তিনি বলেন, "এটি একটি ভালো পদক্ষেপ ।"

কোরোনা সংক্রমণ রোধে বাজারগুলিতে নিয়মিতভাবে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । পাশাপাশি বাজারে প্রবেশ করা প্রত্যেককে স্যানিটাইজ়ড করতে এই টানেল বসানো হয়েছে । টানেলে যে জীবাণুনাশক স্প্রে করা হবে তা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক নয় বলে জানিয়েছেন মেয়র । এই টানেলের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে তৈরি জীবাণুনাশক স্প্রে করা হবে মানুষের শরীরের । মেয়র জানান, "যে জীবাণুনাশক রাস্তা-ঘাটে স্প্রে করা হচ্ছে তা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক । কিন্তু যেটা এই টানেলের মধ্যে স্প্রে হিসেবে বেরোবে তা শরীরের জন্য ক্ষতিকারক না । অনেকটা স্যানিটাইজ়ারের মতো ।" তাঁর আবেদন, কোরোনা সংক্রমণ রোধে এটি অন্য একটি পদক্ষেপ মাত্র । কিন্তু মানুষকে নিয়মিতভাবে মুখে মাস্ক, হাতে গ্লাভস পরতেই হবে । এই টানেল বসানো হয়েছে বলেই মানুষ ভিড় করবেন বাজারগুলিতে তা কখনওই নয় । কোরোনা প্রতিরোধ করতে ভিড় এড়িয়ে চলা বাধ্যতামূলক বলেও জানিয়েছেন তিনি । তাই কলকাতা পৌরনিগমের তরফে জীবাণুনাশক স্প্রে করার কাজ যেভাবে শহরজুড়ে চলছিল আগামী দিনেও সেই কাজ চলবে বলে জানান মেয়র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.