ETV Bharat / state

সংগীত মেলা মঞ্চ থেকে জাতি, ধর্ম নির্বিশেষে সংহতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

8 দিন ব্যাপী বাংলা সংগীত মেলা ও বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসবের সূচনা হল গতকাল । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে যার শুরুটা করলেন সন্ধ্যা মুখোপাধ্যায় । আর নজরুল মঞ্চে সংগীত মেলার ঝা চকচকে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছিল চাঁদের হাট । সংগীত মেলার মঞ্চ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একতার বার্তা দিলেন তিনি ।

ছবি সৌজন্যে : টুইটার @AITC
ছবি সৌজন্যে : টুইটার @AITC
author img

By

Published : Dec 5, 2019, 5:39 AM IST

Updated : Dec 8, 2019, 12:33 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর : বাংলায় চলছে উৎসবের মরশুম । কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আহারে বাংলার পর এবার সংগীত মেলা । 8 দিন ব্যাপী বাংলা সংগীত মেলা ও বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসবের সূচনা হল গতকাল । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে যার শুরুটা করলেন সন্ধ্যা মুখোপাধ্যায় । আর নজরুল মঞ্চে সংগীত মেলার ঝা চকচকে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছিল চাঁদের হাট । বাংলা সংগীত জগতের প্রায় সকলকেই দেখা গেছে এই মঞ্চে । কুমার শানু, অভিজিত, উষা উত্থুপ সহ একাধিক নামী শিল্পীকে সংগীত সম্মান ও মহাসম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

গতকালের অনুষ্ঠানের বাড়তি পাওনা ছিল বাদ প্রতিম শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান । মুখ্যমন্ত্রীর অনুরোধে গেয়ে শোনান তিনি । চারিদিক তখন স্তব্ধ । তিনি শেষ করতেই পণ্ডিত অজয় চক্রবর্তী ও উস্তাদ রশিদ খানের সঙ্গে গলা মেলান কৌশিকি চক্রবর্তী । মঞ্চ মাতান অভিজিত, শানু, জিত গাঙ্গুলিরাও । রাজ্য সরকারের তরফ থেকে সংগীত মহাসম্মান দেওয়া হয় শিল্পী গৌতম ঘোষ, পরীক্ষাত বালা, জয়া বিশ্বাস এবং কৌশিকি চক্রবর্তীকে । বিশেষ সংগীত মহাসম্মান পান জিৎ গাঙ্গুলি, অভিজিত ভট্টাচার্য, কুমার শানু এবং উষা উত্থুপ । একই সঙ্গে সংগীত সম্মান পান ওস্তাদ রসিদ খান, শ্রীকুমার চট্টোপাধ্যায়, মিতা চ্যাটার্জি, মধুরিমা দত্তচৌধুরি সহ মোট ১৮ জন সংগীত শিল্পী । প্রত্যেকের গলায় উত্তরীয় পরিয়ে বরণ করে হাতে মেমেন্টো তুলে দেন মুখ্যমন্ত্রী ।


মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "তবলা, সেতার, হারমোনিয়াম, শরদ সহ সব বাদ্যযন্ত্র নিয়ে সংহতি রয়েছে । এ সংগীতের সংহতি । মানুষে মানুষে যেমন বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ একসঙ্গে একতা সংহতি তৈরি হয় । তেমন সমস্ত সংগীতকে নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, আমাদের চিন্তা ভাবনা নিয়ে সংহতি তৈরি হয় । আজকের এই সংগীতের মঞ্চ মহামঞ্চ হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ।"

কলকাতা, 5 ডিসেম্বর : বাংলায় চলছে উৎসবের মরশুম । কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আহারে বাংলার পর এবার সংগীত মেলা । 8 দিন ব্যাপী বাংলা সংগীত মেলা ও বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসবের সূচনা হল গতকাল । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে যার শুরুটা করলেন সন্ধ্যা মুখোপাধ্যায় । আর নজরুল মঞ্চে সংগীত মেলার ঝা চকচকে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছিল চাঁদের হাট । বাংলা সংগীত জগতের প্রায় সকলকেই দেখা গেছে এই মঞ্চে । কুমার শানু, অভিজিত, উষা উত্থুপ সহ একাধিক নামী শিল্পীকে সংগীত সম্মান ও মহাসম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

গতকালের অনুষ্ঠানের বাড়তি পাওনা ছিল বাদ প্রতিম শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান । মুখ্যমন্ত্রীর অনুরোধে গেয়ে শোনান তিনি । চারিদিক তখন স্তব্ধ । তিনি শেষ করতেই পণ্ডিত অজয় চক্রবর্তী ও উস্তাদ রশিদ খানের সঙ্গে গলা মেলান কৌশিকি চক্রবর্তী । মঞ্চ মাতান অভিজিত, শানু, জিত গাঙ্গুলিরাও । রাজ্য সরকারের তরফ থেকে সংগীত মহাসম্মান দেওয়া হয় শিল্পী গৌতম ঘোষ, পরীক্ষাত বালা, জয়া বিশ্বাস এবং কৌশিকি চক্রবর্তীকে । বিশেষ সংগীত মহাসম্মান পান জিৎ গাঙ্গুলি, অভিজিত ভট্টাচার্য, কুমার শানু এবং উষা উত্থুপ । একই সঙ্গে সংগীত সম্মান পান ওস্তাদ রসিদ খান, শ্রীকুমার চট্টোপাধ্যায়, মিতা চ্যাটার্জি, মধুরিমা দত্তচৌধুরি সহ মোট ১৮ জন সংগীত শিল্পী । প্রত্যেকের গলায় উত্তরীয় পরিয়ে বরণ করে হাতে মেমেন্টো তুলে দেন মুখ্যমন্ত্রী ।


মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "তবলা, সেতার, হারমোনিয়াম, শরদ সহ সব বাদ্যযন্ত্র নিয়ে সংহতি রয়েছে । এ সংগীতের সংহতি । মানুষে মানুষে যেমন বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ একসঙ্গে একতা সংহতি তৈরি হয় । তেমন সমস্ত সংগীতকে নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, আমাদের চিন্তা ভাবনা নিয়ে সংহতি তৈরি হয় । আজকের এই সংগীতের মঞ্চ মহামঞ্চ হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ।"

Intro:কলকাতা, ৪ ডিসেম্বর: আজ নজরুল মঞ্চে 'সঙ্গীত মেলার' ঝা চকচকে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছিল চাঁদের হাট। বাংলার একঝাঁক তাবড় তাবড় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে আলোকিত হয়েছিল গোটা নজরুল মঞ্চ। কুমার শানু, অভিজিত, ঊষা উত্থুপ সহ একাধিক নামী শিল্পীকে সঙ্গীত সম্মান, মহাসম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানে গানে মঞ্চ মাতান বাংলা তথা দেশের দিকপাল সমস্ত শিল্পীরা।


Body:রাজ্য সরকারের দেওয়া সঙ্গীত মহাসম্মান ভূষিত হলেন গৌতম ঘোষ, পরীক্ষাত বালা, জয়া বিশ্বাস এবং কৌশিকি চক্রবর্তী । বিশেষ সঙ্গীত মহাসম্মান পেলেন জিৎ গাঙ্গুলী, অভিজিত ভট্টাচার্য, কুমার শানু এবং ঊষা উত্থুপ। সঙ্গীত সম্মান পেলেন ওস্তাদ রসিদ খান, শ্রীকুমার চট্টোপাধ্যায়, মিতা চ্যাটার্জি, মধুরিমা দত্ত চৌধুরি সহ মোট ১৮ জন সঙ্গীত শিল্পী। প্রত্যেকের গলায় উত্তরীয় পরিয়ে বরণ করে হাতে মেমোন্টো তুলে দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে দেন সাম্মানিক চেক। রাজ্য সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ এই সম্মান পেয়ে আপ্লুত শিল্পীরা। মঞ্চ মাতিয়ে গান করেন অভিজিত, শানু, জিত গাঙ্গুলীরা। বাড়তি পাওনা প্রবাদ প্রতিম শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুরেলা কণ্ঠ। মুখ্যমন্ত্রীর অনুরোধে গান ধরেন তিনিও। এছাড়াও এই প্রথমবার বাবা অজয় চক্রবর্তী ও সঙ্গীত গুরু ওস্তাদ রশিদ খানের সঙ্গে একই মঞ্চে দাড়িয়ে গলা মেলালেন কৌশিকি চক্রবর্তী । গোটা অনুষ্ঠানটিকে মন্ত্র মুগ্ধ হয়ে উপভোগ করলেন সঙ্গীত প্রেমী মানুষেরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তবলা, সেতার, হারমোনিয়াম, শরদ সহ সব বাদ্যযন্ত্র নিয়ে সংহতি রয়েছে । সঙ্গীতের সংহতি । মানুষে মানুষে যেমন বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, একসঙ্গে একতা সংহতি তৈরি হয়। তেমন সমস্ত সঙ্গীতকে নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, আমাদের চিন্তা ভাবনা নিয়ে সংহতি তৈরি হয়। আজকের এই সঙ্গীতের মঞ্চ মহামঞ্চ হিসেবে চিরকাল স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে।"


Conclusion:নজরুল মঞ্চের ঝা চকচকে সঙ্গীত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দিকপাল সঙ্গীত শিল্পীদের সম্মান প্রদান করে কার্যত একতা সংহতির বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
Last Updated : Dec 8, 2019, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.