ETV Bharat / state

পুজোর আগে রেস্তরাঁর খাবারের মান পরীক্ষায় অভিযান - কলকাতা

পুজোর আগে কলকাতার বিভিন্ন রেস্তরাঁয় অভিযান চালিয়ে খাবারের মান যাচাই করল পৌরনিগম । এই অভিযান আগামীতেও চলবে বলে জানিয়েছে পৌরনিগম ।

Food
author img

By

Published : Sep 26, 2019, 7:58 PM IST

Updated : Sep 26, 2019, 8:57 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : অপেক্ষার আর 10 দিন ৷ শহর জুড়ে এখন খুশির হাওয়া ৷ বাঙালির পুজোর আনন্দের রুটিনে খাওয়া-দাওয়ার একটি বিশেষ জায়গা রয়েছে ৷ তাই উৎসবের মরশুম শুরু হওয়ার মুখে কলকাতার একাধিক রেস্তরাঁয় আজ অভিযান চালিয়ে খাবারের মান যাচাই করল পৌরনিগম ।

আজ সকালে মেয়র পারিষদ অতীন ঘোষ প্রথমে চিৎপুরের কাছে একটি নামী রেস্তোরাঁ সহ এলাকার অন্যান্য রেস্তরাঁয় যান । তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য ও পৌর দপ্তরের আধিকারিকরা । নিউমার্কেট এলাকাতেও একটি নামী রেস্তোরাঁ সহ ছোট-বড় একাধিক খাবারের দোকানে অভিযান চালানো হয় । একাধিক রেস্তোরাঁ থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয় । কয়েকটি দোকানে খাবারের মান সেখানেই পরীক্ষা করা হয় ।

Atin Ghosh
মেয়র পারিষদ অতীন ঘোষ আজ খাবারের মান পরীক্ষা করতে যান...


বাণিজ্যিক বরফ ব্যবহারের ক্ষেত্রেও পৌরনিগমের তরফে সর্তকতা জারি করা হয়েছে । লিফলেটও বিলি করা হয়েছে । অতীন ঘোষ বলেন, "আগের থেকে মানুষ অনেক বেশি সচেতন । তাও আমরা নিয়মিত খাদ্য সুরক্ষা অভিযান চালিয়ে যাব । পুজোর আগে ধারাবাহিক ভাবে শহরের সমস্ত বড় রেস্তরাঁ ও ফুটপাতের খাবারের স্টলগুলিতে অভিযান চালিয়ে খাদ্যের মান যাচাই করা হবে ৷ প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে ৷ "

কলকাতা, 26 সেপ্টেম্বর : অপেক্ষার আর 10 দিন ৷ শহর জুড়ে এখন খুশির হাওয়া ৷ বাঙালির পুজোর আনন্দের রুটিনে খাওয়া-দাওয়ার একটি বিশেষ জায়গা রয়েছে ৷ তাই উৎসবের মরশুম শুরু হওয়ার মুখে কলকাতার একাধিক রেস্তরাঁয় আজ অভিযান চালিয়ে খাবারের মান যাচাই করল পৌরনিগম ।

আজ সকালে মেয়র পারিষদ অতীন ঘোষ প্রথমে চিৎপুরের কাছে একটি নামী রেস্তোরাঁ সহ এলাকার অন্যান্য রেস্তরাঁয় যান । তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য ও পৌর দপ্তরের আধিকারিকরা । নিউমার্কেট এলাকাতেও একটি নামী রেস্তোরাঁ সহ ছোট-বড় একাধিক খাবারের দোকানে অভিযান চালানো হয় । একাধিক রেস্তোরাঁ থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয় । কয়েকটি দোকানে খাবারের মান সেখানেই পরীক্ষা করা হয় ।

Atin Ghosh
মেয়র পারিষদ অতীন ঘোষ আজ খাবারের মান পরীক্ষা করতে যান...


বাণিজ্যিক বরফ ব্যবহারের ক্ষেত্রেও পৌরনিগমের তরফে সর্তকতা জারি করা হয়েছে । লিফলেটও বিলি করা হয়েছে । অতীন ঘোষ বলেন, "আগের থেকে মানুষ অনেক বেশি সচেতন । তাও আমরা নিয়মিত খাদ্য সুরক্ষা অভিযান চালিয়ে যাব । পুজোর আগে ধারাবাহিক ভাবে শহরের সমস্ত বড় রেস্তরাঁ ও ফুটপাতের খাবারের স্টলগুলিতে অভিযান চালিয়ে খাদ্যের মান যাচাই করা হবে ৷ প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে ৷ "

Intro:উৎসবের মৌসুম শুরু হওয়ার আগেই তত্পর হয়ে উঠেছে স্বাস্থ্য দপ্তর ।পুজোর আগেই কলকাতার বহু হোটেল-রেস্তোরাঁয় হানা দিল কলকাতা পৌরনিগম। নামিদামি দোকানগুলি সঙ্গে রাস্তার ঘাড়ের ছোট-বড় দোকানগুলিতে খাদ্য সুরক্ষা অভিযান চালালো কলকাতা পৌর নিগমের স্বাস্থ্য দপ্তর। নিউমার্কেটে এই সময় প্রচুর মানুষ ভিড় করেন। পূজোর কেনাকাটা করার জন্যই মানুষের বেশি সংখ্যায় সমাগম হয় ধর্মতলা ও নিউ মার্কেট চত্বরে। পুজোর কেনাকাটা করতে আসা মানুষ জন নিউমার্কেটে রাস্তার দোকানে খাওয়া দাওয়া করে। তাই এই খাবারগুলি গুণগত মান যাচাই করার জন্যই কলকাতা পৌরনিগম আজ খাদ্য সুরক্ষা অভিযান করে।


Body:আজ সকালে প্রথমে ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ প্রথমে চিতপুর এর কাছে একটি বিখ্যাত মোগলাই খানা রেস্তোরা( রয়েল)অভিযান চালান। সেই সঙ্গে ওই এলাকায় রাস্তায় যত ছোট বড় খাবারের দোকানে গুলি আছে সেগুলোতে অভিযান চালায় স্বাস্থ্য পুর আধিকারিকরা। এরপর নিউমার্কেটের একটি নামকরা রেস্তোরাঁ( বাদশাহ) সহ ছোট-বড় বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালায়। একাধিক রেস্তোরাঁগুলোতে খাবারের নমুনা সংগ্রহ করা হয়। খাবারে ব্যবহৃত খাওয়া টমেটো সস চিলি সস গুলির নমুনা নেতাকর্মীরা । বেশ কয় একটি দোকানে খাবারের মান গুণগত স্পটে দাঁড়িয়ে পরীক্ষা করা হয়।


Conclusion:বাণিজ্যিক বরফ ব্যবহার করছেন তাদেরকে পুরনিগমের তরফ থেকে সর্তক করা হয়। এবং নিম্নমানের উপাদান রান্নায় ব্যবহার না করার জন্য বলা হয় হোটেল রেস্তোরা থেকে খাবারের দোকানগুলোদের। লিফলেট বিলি করা হয়।ও আই এস আই চিহ্নি দেখে খাবারের উপদান কেনার কথাও বলা হয় । যেহুতু গতবছর থেকে এই অভিযান শুরু হয়েছে ,এবং সারা বছর ধরে পুরনিগম অভিযান চালান হচছে তাই মানুষ এখন অনেক বেশি সচেতন।অতীন ঘোষ জানিয়েছেন আগের থেকে মানুষ অনেক বেশি সচেতন। তাও আমরা নিয়মিতভাবে খাদ্য সুরক্ষা অভিযান চালিয়ে যাব। আজকের অভিযানে কয়েকজন
কে আমরা সতর্ক করেছি। সতর্ক না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুজোর আগে ধারাবাহিক ভাবে সমস্ত বড় বড় হোটেল থেকে ছোট ফুটপাতের দোকানগুলো অভিযান চালানো হবে বলে জানিয়েছেন অতীন ঘোষ।
Last Updated : Sep 26, 2019, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.