ETV Bharat / state

বন্ধের মুখে BSNL, দেশজুড়ে 12 জন কর্মী আত্মঘাতী - BSNL-র কর্মচারী সংগঠনের সর্বভারতীয় সম্পাদক শিশির কুমার রায়

কাজ আছে, লাভের ঘরে ঢুকছে টাকাও ৷ কিন্তু BSNL কর্মচারীদের বেতনে গড়িমসি ৷ অবস্থা এতটাই শোচনীয় যে ইতিমধ্যেই 12 জন বিএসএনএল কর্মী আত্মহত্যা করেছেন ।

In the face of BSNL closure
বন্ধের মুখে BSNL
author img

By

Published : Jun 29, 2020, 4:04 AM IST

Updated : Jun 29, 2020, 7:02 AM IST

কলকাতা, 29 জুন : BSNL ধ্বংস হওয়ার মুখে । কলকাতার যোগাযোগভবনের দিকে তাকালে তা স্পষ্ট । দীর্ঘদিন বেতন না পেয়ে অফিসে এসে বিক্ষোভ ধর্নায়বসেন BSNL-রকর্মীরা । এটাই ছিল লকডাউনের আগে পর্যন্ত নিয়মিত কর্মসূচি BSNL কর্মচারীদের । টানা এক বছর দুই মাসবেতন না পেয়ে বারো জন BSNL-রকর্মচারী আত্মঘাতী হয়েছেন । লকডাউনের আগে পাঁচ জন আত্মহত্যা করেছেন । লকডাউনেরমধ্যে সাতজন ৷ এটাই হচ্ছে BSNL-রবর্তমান চিত্র।

স্থায়ীকর্মচারীদের বেতন নিয়েও সমস্যা শুরু হয়েছে চলতি মাস থেকে । এক মাসের বেতন বকেয়ারয়েছে বলে জানিয়েছেন BSNL-রকর্মচারী সংগঠনের সর্বভারতীয় সম্পাদক শিশিরকুমার রায় । নিয়মিত স্থায়ীকর্মচারীদের মে মাসের বেতন হয়েছে 25 দিন পরে । ঠিকা কর্মচারীরা 14 মাস ধরে বেতন পাচ্ছেন না ।

অথচকেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ী কর্মচারী নিয়োগ বন্ধ হয়েছে গতপাঁচ বছর ধরে । অস্থায়ী চুক্তির ভিত্তিতে BSNL-এ লোক নিয়োগ করা হচ্ছে । যাদেরকেনিয়োগ করা হয়েছে, বেতনপাচ্ছেন না তাঁরা । আর্থিক সংকটে জেরবার হয়ে আত্মঘাতী হয়েছেন । ঠিকা কর্মচারীদেরছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার । অথচ গত মে মাসে 1400 কোটি টাকা মুনাফা করেছে BSNL অথচ বেতন দিতে খরচ হয় মাত্র 350 কোটি টাকা । এই সময়ে রাজ্য জুড়ে 4200 জন কর্মচারী রয়েছে । রাজ্যেচুক্তিভিত্তিক কর্মী রয়েছে মোট 1200 জন । প্রায় 5500 জন কর্মী পশ্চিমবঙ্গে রয়েছে । তাঁদেরবেতন দেওয়া নিয়ে গড়িমসি করছে সরকার ।

শিশিরকুমার রায় বলেন," কলকাতাটেলিফোনসে এখন 2200 জন স্থায়ী কর্মচারী রয়েছেন। গোটা রাজ্যে রয়েছেন আরও 2000 জন স্থায়ী কর্মী। এখন আমাদের ঘাড়ে কোপ পড়তে চলেছে। এই প্রথম স্থায়ী কর্মচারীদেরও বেতন দিতে এক মাস দেরি করল সরকার । পৃথকভাবেদেখলে সমগ্র দেশে 70 হাজার কর্মচারী রয়েছে BSNL-র । অস্থায়ী কর্মী সংখ্যা প্রায় 40 হাজার । LIC প্রিমিয়ামের টাকা কর্মীদের কাছ থেকে নেওয়া হলেও গত 13 মাস সেই টাকা জমা পড়েনি । অবস্থা এতটাই শোচনীয় যেইতিমধ্যেই 12 জন বিএসএনএল কর্মী আত্মহত্যা করেছেন । কেবলমাত্র এই রাজ্যেই দশ জন কর্মচারীঅভাবের তাড়নায় আত্মঘাতী হয়েছেন । লকডাউনের আগে আত্মহত্যা করেছেন পাঁচ জন ।লকডাউনের মধ্যে আত্মঘাতী হয়েছেন সাতজন । এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ জানেনা ।"

কলকাতা, 29 জুন : BSNL ধ্বংস হওয়ার মুখে । কলকাতার যোগাযোগভবনের দিকে তাকালে তা স্পষ্ট । দীর্ঘদিন বেতন না পেয়ে অফিসে এসে বিক্ষোভ ধর্নায়বসেন BSNL-রকর্মীরা । এটাই ছিল লকডাউনের আগে পর্যন্ত নিয়মিত কর্মসূচি BSNL কর্মচারীদের । টানা এক বছর দুই মাসবেতন না পেয়ে বারো জন BSNL-রকর্মচারী আত্মঘাতী হয়েছেন । লকডাউনের আগে পাঁচ জন আত্মহত্যা করেছেন । লকডাউনেরমধ্যে সাতজন ৷ এটাই হচ্ছে BSNL-রবর্তমান চিত্র।

স্থায়ীকর্মচারীদের বেতন নিয়েও সমস্যা শুরু হয়েছে চলতি মাস থেকে । এক মাসের বেতন বকেয়ারয়েছে বলে জানিয়েছেন BSNL-রকর্মচারী সংগঠনের সর্বভারতীয় সম্পাদক শিশিরকুমার রায় । নিয়মিত স্থায়ীকর্মচারীদের মে মাসের বেতন হয়েছে 25 দিন পরে । ঠিকা কর্মচারীরা 14 মাস ধরে বেতন পাচ্ছেন না ।

অথচকেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ী কর্মচারী নিয়োগ বন্ধ হয়েছে গতপাঁচ বছর ধরে । অস্থায়ী চুক্তির ভিত্তিতে BSNL-এ লোক নিয়োগ করা হচ্ছে । যাদেরকেনিয়োগ করা হয়েছে, বেতনপাচ্ছেন না তাঁরা । আর্থিক সংকটে জেরবার হয়ে আত্মঘাতী হয়েছেন । ঠিকা কর্মচারীদেরছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার । অথচ গত মে মাসে 1400 কোটি টাকা মুনাফা করেছে BSNL অথচ বেতন দিতে খরচ হয় মাত্র 350 কোটি টাকা । এই সময়ে রাজ্য জুড়ে 4200 জন কর্মচারী রয়েছে । রাজ্যেচুক্তিভিত্তিক কর্মী রয়েছে মোট 1200 জন । প্রায় 5500 জন কর্মী পশ্চিমবঙ্গে রয়েছে । তাঁদেরবেতন দেওয়া নিয়ে গড়িমসি করছে সরকার ।

শিশিরকুমার রায় বলেন," কলকাতাটেলিফোনসে এখন 2200 জন স্থায়ী কর্মচারী রয়েছেন। গোটা রাজ্যে রয়েছেন আরও 2000 জন স্থায়ী কর্মী। এখন আমাদের ঘাড়ে কোপ পড়তে চলেছে। এই প্রথম স্থায়ী কর্মচারীদেরও বেতন দিতে এক মাস দেরি করল সরকার । পৃথকভাবেদেখলে সমগ্র দেশে 70 হাজার কর্মচারী রয়েছে BSNL-র । অস্থায়ী কর্মী সংখ্যা প্রায় 40 হাজার । LIC প্রিমিয়ামের টাকা কর্মীদের কাছ থেকে নেওয়া হলেও গত 13 মাস সেই টাকা জমা পড়েনি । অবস্থা এতটাই শোচনীয় যেইতিমধ্যেই 12 জন বিএসএনএল কর্মী আত্মহত্যা করেছেন । কেবলমাত্র এই রাজ্যেই দশ জন কর্মচারীঅভাবের তাড়নায় আত্মঘাতী হয়েছেন । লকডাউনের আগে আত্মহত্যা করেছেন পাঁচ জন ।লকডাউনের মধ্যে আত্মঘাতী হয়েছেন সাতজন । এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ জানেনা ।"
Last Updated : Jun 29, 2020, 7:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.