ETV Bharat / state

CCTV on Elections Booths : উপনির্বাচনে 100 শতাংশ বুথেই থাকছে সিসিটিভি নিরাপত্তা - every booths to under CCTV surveillance

আগামিকাল উপনির্বাচনের জন্য খোলা হচ্ছে কন্ট্রোল রুম ৷ 24 ঘণ্টা খোলা থাকবে এই কন্ট্রোলরুম ৷ যদি কোথাও কোনওরকম অশান্তির সৃষ্টি হয় তাহলে ভোটার বা স্থানীয় মানুষ এই নম্বরে যোগাযোগ করতে পারেন । কন্ট্রোল রুম নম্বর (Control room no 033 24795726) ৷

election commission
election commission
author img

By

Published : Apr 11, 2022, 9:10 PM IST

কলকাতা, 11 এপ্রিল :আগামিকাল রাজ্যের দুটি কেন্দ্রে উপনির্বাচন । প্রথমে 133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল 138 কোম্পানি । বাড়তি কোম্পানি মোতায়ন করা হবে আসানসোলে ।

অবাধে নির্বাচন করার কোনওরকম ফাঁক রাখতে চায় না কমিশন । তাই একেবারে উপনির্বাচনের আগের দিন এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের । নির্বাচন কমিশন সূত্রে খবর, সবকটি বুথের ভেতরে ও বাইরে 200 মিটারের মধ্যে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী । প্রতি বুথে থাকবে দুই জন করে কেন্দ্রীয় বাহিনী । বুথের 200 মিটারের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ । সেখানে সব সেক্টর অফিসে থাকবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । কুইক রেসপন্স টিমে (QRT) থাকবে আট জন কেন্দ্রীয় বাহিনী ও একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার আর রাজ্য স্বশস্ত্র পুলিশ ।

আসানসোলের উপনির্বাচন বিশেষ নজর রয়েছে কমিশনের । তবে কেবলমাত্র আসানসোল নয় বালিগঞ্জের উপনির্বাচনকে ঘিরেও কড়াকড়ি থাকবে । 100 শতাংশ বুথেই থাকছে সিসিটিভির ব্যবস্থা (every booths to under CCTV surveillance) । কমিশন সূত্রের খবর, বালিগঞ্জের সব কটি বুথেই থাকবে সিসিটিভি । আগামিকাল কোনওরকম নিরাপত্তায় বিচ্যুতি মেনে নেওয়া হবে না । তাই স্পর্শকাতর দিন হিসেবে বাড়ানো হল বাহিনী ।

আগামিকাল উপনির্বাচনের জন্য খোলা হচ্ছে কন্ট্রোল রুম ৷ 24 ঘণ্টা খোলা থাকবে এই কন্ট্রোলরুম ৷ যদি কোথাও কোনওরকম অশান্তির সৃষ্টি হয় তাহলে ভোটার বা স্থানীয় মানুষ এই নম্বরে যোগাযোগ করতে পারেন । কন্ট্রোল রুম নম্বর (Control room no 033 24795726) ৷

আরও পড়ুন : Asansol-Ballygunge Bye Poll : উপনির্বাচনে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হল আসানসোলে

কলকাতা, 11 এপ্রিল :আগামিকাল রাজ্যের দুটি কেন্দ্রে উপনির্বাচন । প্রথমে 133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল 138 কোম্পানি । বাড়তি কোম্পানি মোতায়ন করা হবে আসানসোলে ।

অবাধে নির্বাচন করার কোনওরকম ফাঁক রাখতে চায় না কমিশন । তাই একেবারে উপনির্বাচনের আগের দিন এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের । নির্বাচন কমিশন সূত্রে খবর, সবকটি বুথের ভেতরে ও বাইরে 200 মিটারের মধ্যে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী । প্রতি বুথে থাকবে দুই জন করে কেন্দ্রীয় বাহিনী । বুথের 200 মিটারের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ । সেখানে সব সেক্টর অফিসে থাকবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । কুইক রেসপন্স টিমে (QRT) থাকবে আট জন কেন্দ্রীয় বাহিনী ও একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার আর রাজ্য স্বশস্ত্র পুলিশ ।

আসানসোলের উপনির্বাচন বিশেষ নজর রয়েছে কমিশনের । তবে কেবলমাত্র আসানসোল নয় বালিগঞ্জের উপনির্বাচনকে ঘিরেও কড়াকড়ি থাকবে । 100 শতাংশ বুথেই থাকছে সিসিটিভির ব্যবস্থা (every booths to under CCTV surveillance) । কমিশন সূত্রের খবর, বালিগঞ্জের সব কটি বুথেই থাকবে সিসিটিভি । আগামিকাল কোনওরকম নিরাপত্তায় বিচ্যুতি মেনে নেওয়া হবে না । তাই স্পর্শকাতর দিন হিসেবে বাড়ানো হল বাহিনী ।

আগামিকাল উপনির্বাচনের জন্য খোলা হচ্ছে কন্ট্রোল রুম ৷ 24 ঘণ্টা খোলা থাকবে এই কন্ট্রোলরুম ৷ যদি কোথাও কোনওরকম অশান্তির সৃষ্টি হয় তাহলে ভোটার বা স্থানীয় মানুষ এই নম্বরে যোগাযোগ করতে পারেন । কন্ট্রোল রুম নম্বর (Control room no 033 24795726) ৷

আরও পড়ুন : Asansol-Ballygunge Bye Poll : উপনির্বাচনে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হল আসানসোলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.