ETV Bharat / state

Cyber Crime Case: সাইবার ক্রাইমের সমাধানে রাজ্য পুলিশের তুলনায় এগিয়ে কলকাতা পুলিশ - in cyber crime case solving state police is lagging behind of kolkata police

সাইবার ক্রাইম হল এমন এক অপরাধ যেখানে অপরাধীরা তদন্তকারীদের থেকে কয়েক কদম এগিয়ে থাকে প্রযুক্তিগত দিক দিয়ে ৷ দেখা গিয়েছে, কলকাতা পুলিশের যেকোনও থানায় সাইবার অপরাধের সমাধানের (Cyber Crime Case) সংখ্যা রাজ্য পুলিশের থেকে বেশি ৷ দ্রুত সমাধান না হলেও এই ধরণের অপরাধের সামগ্রীক সমাধানে বেশ অনেকটাই এগিয়েছে কলকাতা পুলিশ ৷

Cyber Crime
সাইবার ক্রাইমের সমাধানে রাজ্য পুলিশের তুলনায় এগিয়ে কলকাতা পুলিশ
author img

By

Published : Dec 5, 2021, 10:57 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর : কথায় আছে বিশ্বের অন্য যেকোনও অপরাধের তুলনায় সাইবার ক্রাইম হল এমন এক অপরাধ, যেখানে অপরাধীরা তদন্তকারীদের থেকে কয়েক কদম এগিয়ে থাকে প্রযুক্তিগত দিক দিয়ে ৷ বিশ্বের অপরাধ দুনিয়ায় এটি এমন একটি অপরাধ, যেখানে তদন্তকারীরা নিজেদের সব সময় প্রযুক্তিগত দিক থেকে আপডেট রাখার চেষ্টা করেন। দেখা গিয়েছে কলকাতা পুলিশের যেকোনও থানায় সাইবার অপরাধের সমাধানের (Cyber Crime Case) সংখ্যা রাজ্য পুলিশের থেকে বেশি ৷ দ্রুত সমাধান না হলেও এই ধরণের অপরাধের সামগ্রীক সমাধানে বেশ অনেকটাই এগিয়েছে কলকাতা পুলিশ ৷

কিন্তু সাইবার ক্রাইমের তদন্ত চালাতে গিয়ে কার্যত নাকানি-চোবানি খেতে হচ্ছে রাজ্য পুলিশের গোয়েন্দাদের। কিন্তু কেন এমন হাল? এই প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের একজন ডিআইজি পদমর্যাদার আধিকারিক জানিয়েছেন, কলকাতা পুলিশের সঙ্গে সাইবার অপরাধের নিরিখে রাজ্য পুলিশের সঙ্গে তুলনা করলে অত্যন্ত ভুল হবে। কারণ, কলকাতা পুলিশের একজন এসআই বা সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক চাকরি পেয়ে যদি তিনি কলকাতা পুলিশের সাইবার সেলের পোস্টিং পান তাহলে তিনি তাঁর চাকরি জীবনের বেশিরভাগ সময়ই গোয়েন্দা দফতরের সাইবার সেলের অধীনেই কাটিয়ে দিতে পারেন। ফলে সে ক্ষেত্রে তাঁর হাতে কলমে কাজ শেখার অনুভূতি এবং কাজ শিখতে শিখতে অপরাধের তদন্ত করা এবং বা সেই বিষয়ে জানা তাঁদের পক্ষে অনেকটাই সহজ ৷

আরও পড়ুন : Sandhayak Launched in Kolkata : হুগলি নদীতে পথচলা শুরু হল নৌবাহিনীর নয়া সার্ভে জাহাজ সন্ধ্যায়কের

উল্টোদিকে রাজ্য পুলিশের চিত্রটা অনেক আলাদা। এক্ষেত্রে সাইবার ক্রাইম তদন্তে একজন অফিসার ইনচার্জ পদমর্যাদার অধিকারকে সবসময় গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সাইবার ক্রাইম বিষয়ে জানা অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর ইনচার্জ বা আইসি পদমর্যাদার পুলিশ আধিকারিক রাজ্য পুলিশে নিতান্তই কম৷ যাঁরা আছেন তারা থানা সামলাতেই ব্যস্ত। ফলে সাইবার ক্রাইমের তদন্তে সেভাবে পর্যাপ্ত দক্ষ পুলিশ আধিকারিক পাওয়া যায় না রাজ্য পুলিশে ৷ এছাড়াও পুলিশে লোকবলের অভাব, বদলির বিষয়গুলিও রয়েছে ৷

সাইবার বিশেষজ্ঞ মোহাম্মদ রেজা আহমেদ জানিয়েছেন, সাইবার অপরাধের ক্ষেত্রে তদন্তকারীদের নিজেদের আপডেট রাখা অত্যন্ত প্রয়োজনীয় ৷ সেক্ষেত্রে যদি একজন পুলিশ আধিকারিক কিছুদিন সাইবারের কাজ করার পর যদি অন্য জায়গায় বদলি হন এবং তাঁর পরিবর্তে একটি থানা থেকে আসা পুলিশ আধিকারিক সেই তদন্তের দায়িত্বে আসেন সেক্ষেত্রে জমে থাকা অপরাধগুলির ফাইল ধীরে ধীরে বাড়তে থাকে।

কলকাতা, 5 ডিসেম্বর : কথায় আছে বিশ্বের অন্য যেকোনও অপরাধের তুলনায় সাইবার ক্রাইম হল এমন এক অপরাধ, যেখানে অপরাধীরা তদন্তকারীদের থেকে কয়েক কদম এগিয়ে থাকে প্রযুক্তিগত দিক দিয়ে ৷ বিশ্বের অপরাধ দুনিয়ায় এটি এমন একটি অপরাধ, যেখানে তদন্তকারীরা নিজেদের সব সময় প্রযুক্তিগত দিক থেকে আপডেট রাখার চেষ্টা করেন। দেখা গিয়েছে কলকাতা পুলিশের যেকোনও থানায় সাইবার অপরাধের সমাধানের (Cyber Crime Case) সংখ্যা রাজ্য পুলিশের থেকে বেশি ৷ দ্রুত সমাধান না হলেও এই ধরণের অপরাধের সামগ্রীক সমাধানে বেশ অনেকটাই এগিয়েছে কলকাতা পুলিশ ৷

কিন্তু সাইবার ক্রাইমের তদন্ত চালাতে গিয়ে কার্যত নাকানি-চোবানি খেতে হচ্ছে রাজ্য পুলিশের গোয়েন্দাদের। কিন্তু কেন এমন হাল? এই প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের একজন ডিআইজি পদমর্যাদার আধিকারিক জানিয়েছেন, কলকাতা পুলিশের সঙ্গে সাইবার অপরাধের নিরিখে রাজ্য পুলিশের সঙ্গে তুলনা করলে অত্যন্ত ভুল হবে। কারণ, কলকাতা পুলিশের একজন এসআই বা সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক চাকরি পেয়ে যদি তিনি কলকাতা পুলিশের সাইবার সেলের পোস্টিং পান তাহলে তিনি তাঁর চাকরি জীবনের বেশিরভাগ সময়ই গোয়েন্দা দফতরের সাইবার সেলের অধীনেই কাটিয়ে দিতে পারেন। ফলে সে ক্ষেত্রে তাঁর হাতে কলমে কাজ শেখার অনুভূতি এবং কাজ শিখতে শিখতে অপরাধের তদন্ত করা এবং বা সেই বিষয়ে জানা তাঁদের পক্ষে অনেকটাই সহজ ৷

আরও পড়ুন : Sandhayak Launched in Kolkata : হুগলি নদীতে পথচলা শুরু হল নৌবাহিনীর নয়া সার্ভে জাহাজ সন্ধ্যায়কের

উল্টোদিকে রাজ্য পুলিশের চিত্রটা অনেক আলাদা। এক্ষেত্রে সাইবার ক্রাইম তদন্তে একজন অফিসার ইনচার্জ পদমর্যাদার অধিকারকে সবসময় গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সাইবার ক্রাইম বিষয়ে জানা অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর ইনচার্জ বা আইসি পদমর্যাদার পুলিশ আধিকারিক রাজ্য পুলিশে নিতান্তই কম৷ যাঁরা আছেন তারা থানা সামলাতেই ব্যস্ত। ফলে সাইবার ক্রাইমের তদন্তে সেভাবে পর্যাপ্ত দক্ষ পুলিশ আধিকারিক পাওয়া যায় না রাজ্য পুলিশে ৷ এছাড়াও পুলিশে লোকবলের অভাব, বদলির বিষয়গুলিও রয়েছে ৷

সাইবার বিশেষজ্ঞ মোহাম্মদ রেজা আহমেদ জানিয়েছেন, সাইবার অপরাধের ক্ষেত্রে তদন্তকারীদের নিজেদের আপডেট রাখা অত্যন্ত প্রয়োজনীয় ৷ সেক্ষেত্রে যদি একজন পুলিশ আধিকারিক কিছুদিন সাইবারের কাজ করার পর যদি অন্য জায়গায় বদলি হন এবং তাঁর পরিবর্তে একটি থানা থেকে আসা পুলিশ আধিকারিক সেই তদন্তের দায়িত্বে আসেন সেক্ষেত্রে জমে থাকা অপরাধগুলির ফাইল ধীরে ধীরে বাড়তে থাকে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.