কলকাতা, 1 মে : বেশ কয়েকদিন ধরেই রেশন বণ্টন ঘিরে রাজ্য়ের একাধিক এলাকা থেকে বিক্ষোভের খবর আসছিল । নবান্ন সূত্রে খবর, এবার এই সমস্যার সমাধান করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। যেখানে বিক্ষোভ বা অশান্তির পরিবেশ তৈরি হবে সেখানে বন্ধ থাকবে রেশন ব্যবস্থা। পরিস্থিতি শান্ত হলে তারপরই শুরু হবে রেশন বণ্টন প্রক্রিয়া।
রেশন বণ্টন নিয়ে কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জেলা থেকে বিক্ষোভের খবর আসছে। এনিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিষয়টি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ও মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন। এর জেরে চরম অস্বস্তিতে পড়েছিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ্যের রেশন বণ্টনের সমস্যার কথা জানার পর থেকেই ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এনিয়ে দীর্ঘ আলোচনাও করেন তিনি । এর মাঝেই খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে সরিয়ে দেওয়া হয় ।
রেশন ব্যবস্থা নিয়ে আর কোনও বিক্ষোভ হোক বা অভিযোগ আসুক তা চাইছে না রাজ্য সরকার। তাই এবার রেশন ব্যবস্থা নিয়ে কড়া পদক্ষেপ করা হচ্ছে । যেখানে বিক্ষোভ হবে সেখানকার পরিস্থিতির উপর নজর রাখবে রাজ্য প্রশাসন। যতক্ষণ না পর্যন্ত সমস্যা মিটছে, ততক্ষণ সেখানে রেশন বণ্টন প্রক্রিয়া বন্ধ থাকবে । পরিস্থিতি শান্ত হওয়ার পরই ফের রেশন সামগ্রী দেওয়া শুরু হবে ।