কলকাতা, 21 মার্চ: দিনভর মেঘলা আকাশ ৷ রাতে হঠাৎ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৷ এমন ছিল না চৈত্র শেষের বেলা ৷ তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল ৷ ঘর্মাক্ত দিনে জনজীবন ছিল হাঁসফাঁস করছিল ৷ কিন্তু ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের জন্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যের বাতাসে ৷ তার ফলে এই ঝড়-বৃষ্টি (West Bengal Weather) ৷
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে এই বৃষ্টি আর ঝড়ের দাপট চলবে ৷ একে কালবৈশাখী বলেই মনে করছে আবহাওয়াবিদরা ৷ দক্ষিণ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হবে ৷ বৃহস্পতিবার 23 মার্চ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে ৷ দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, হুগলিতে বৃষ্টি হতে পারে, তবে তা হালকা বৃষ্টি ৷ উত্তরবঙ্গের সব জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সেখানে আগামীকাল 22 মার্চ থেকে আবহাওয়া বদলাবে ৷ ঝড়-বৃষ্টির দাপট কমার সঙ্গে সঙ্গেই দিনের তাপমাত্রাও চড়তে শুরু করবে ৷
গত ক'দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আট ডিগ্রির নীচে নেমে গিয়েছে ৷ চৈত্র শেষের বেলায় এতটা পারদ পতন গ্রীষ্মে বৃষ্টি ভেজা ঠান্ডার আমেজ নিয়ে এসেছে ৷ ঝড়-বৃষ্টি কমে গেলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি বাড়বে ৷ হাওয়া অফিস বলছে, চৈত্র মাসের এই সময়টা কালবৈশাখী হয় ৷ গত বছর 30 এপ্রিলের আগে কালবৈশাখীর দেখা মেলেনি ৷
এবছর বিক্ষিপ্তভাবে চলতি মাসের 15 তারিখের আগে থেকে কালবৈশাখী হচ্ছে । পাঁচ মাস পর বৃষ্টি হচ্ছে ৷ হাওয়া অফিসের মতে, বর্তমান আবহে বৃষ্টি দীর্ঘসময় ধরে হবে না ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া কিংবা বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 8 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ ৷ গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টির পরিমান 1.8 দশমিক মিলিমিটার ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দমকা হাওয়া বইবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি এবং 21 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন: গ্রহের শুভ অবস্থানের কারণে আর্থিক পরিস্থিতি ভালো হবে কোন রাশির, জেনে নিন