কলকাতা, 16 মার্চ: সপ্তাহান্তে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানাল আলিপুর হাওয়া অফিস ৷ চৈত্র মাসের প্রথম দিন থেকে বোধহয় বরুণ দেবতা অকৃপণ হবেন বলেই ঠিক করেছেন ৷ ফলে বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টি, আবার কখনও শিলাবৃষ্টি হচ্ছে ৷ যার জেরে পারদের ঊর্ধ্বমুখী গ্রাফে রাশ পড়েছে (West Bengal Weather Forecast) ৷ তবে সবজি এবং আমের ফলনের ক্ষেত্র ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস ৷ প্রয়োজনে চাষিদের সবজি তুলে আনার কথা জানিয়েছেন আলিপুরের উপ-অধিকর্তা ৷
আলিপুর হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, " বুধবার সিকিম এবং দার্জিলিংয়ে শিলা বৃষ্টি হয়েছে ৷ আজ, 15 মার্চ দার্জিলিং, কালিম্পং কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শিলা বৃষ্টি হতে পারে ৷ সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা আছে ৷ মালদা ও দুই দিনাজপুরে শুধু বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে ৷ 17 মার্চ অর্থাৎ আগামিকাল উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ 18 ও 19 মার্চ অর্থাৎ শনি ও রবিবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে ৷ কোনও একটি নির্দিষ্ট জায়গায় প্রতিদিন ঝড়-বৃষ্টি হবে না ৷ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হবে ৷"
উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও সপ্তাহের বাকি ক'দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে ৷ এই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের ৷ উপ-অধিকর্তা বলেন, "বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের সুন্দরবনে উপকূলীয় অঞ্চলে শুধু ঝড়-বৃষ্টি হয়েছে ৷ আজ, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি এবং সঙ্গে 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ আগামিকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা ৷ এর সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে । প্রতি ঘণ্টায় 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ 18-19 মার্চ অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ৷ তবে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় 30-40 কিলোমিটার হতে পারে ৷ 20 মার্চ সোমবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এর সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া ৷ বিক্ষিপ্তভাবে এই ঝড়-বৃষ্টি হবে ৷" তবে এই সময় বজ্রপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ ঝড়-বৃষ্টি হলে সাধারণ মানুষকে খোলা জায়গায় না-থাকার পরামর্শ দিয়েছেন উপ-অধিকর্তা ৷ আবহাওয়া দফতরের মোবাইল অ্যাপ দামিনীতে নিয়মিত ব্যবধানে কোথায় কখন ঝড়-বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত হতে পারে, তা জানা যাবে ৷
আরও পড়ুন: সম্পত্তি, গাড়ি কেনার জন্য শুভ দিন কুম্ভের, আপনার রাশি কী বলছে জানুন রাশিফলে
বুধবার কলকাতা ও তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78 শতাংশ ও সর্বনিম্ন 35 শতাংশ ৷ আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 24 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷