কলকাতা, 13 নভেম্বর: আগামী কয়েকদিন পাহাড়ে বৃষ্টি হলেও তা ঠান্ডার পথে বাধা সৃষ্টি করবে না (IMD weather forecast)৷ শুষ্ক আবাহাওয়া এবং উত্তর-পশ্চিম দিক থেকে প্রবেশ করা ঠান্ডা বাতাসের পরিমাণ বাড়বে ৷ এইভাবেই চলতি মাসের বাকি কয়েকটি দিন সর্বনিম্ন তাপমাত্রার ধীরে ধীরে পতন হবে এবং শীত পড়বে। ঠান্ডা বাতাস প্রবেশের ফলে আগামী 4-5দিন দক্ষিণবঙ্গে ঠান্ডা বাড়বে ৷
আলিপুর আবহাওয়া দপ্তরের ডিউটি অফিসার দেবব্রত মণ্ডল বলেন, “আগামী পাঁচ দিন গাঙ্গেয় দক্ষিনবঙ্গে কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্জার কিছুটা প্রভাব থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আগামী দু'দিন হালকা বৃষ্টি হতে পারে (IMD weather forecast Possebility of Rain In North Bengal )। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আগামী 3 দিন শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী দু’- তিনদিন রাতের দিকে তাপমাত্রা 2থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা আছে। কলকাতার ক্ষেত্রে আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি আশেপাশ থাকবে। চলতি বছরের নভেম্বর মাসে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে থাকবে ৷ কলকাতার ক্ষেত্রে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়ায়ের কাছাকাছি থাকবে। পারদ পতনের এই গ্রাফটা ধীর গতিতে হচ্ছে। এই ভাবেই ডিসেম্বর পর্যন্ত ধীরগতিতে কমতে থাকবে পারদ পতন। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। তা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করবে। চলতি মাসের বাকি কদিন এইভাবে চলতে চলতে ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা 16থেকে15 ডিগ্রিতে অবস্থান করবে। তারপর ডিসেম্বরের শেষ সপ্তাহে তা 14 থেকে 13 ডিগ্রিতে এসে দাঁড়াবে।”
আরও পড়ুন: বদলেছে চরিত্র থেকে বাহক, শীতেও থাকবে ডেঙ্গি; বলছে গবেষণা
শনিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 92 শতাংশ। রবিবার আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।