কলকাতা, 29 মার্চ: আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather News) । রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি হয়েছে । পশ্চিমের জেলাতেও ঝড় বৃষ্টি হয়েছে । কিন্তু ঝড়-বৃষ্টি হলেও তারমাত্রা খুব একটা কমেনি ৷
উপরন্তু উপকুলবর্তী জেলাগুলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিমের জেলাগুলোর মধ্যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলার কয়েকটি অঞ্চলে । কয়েকদিন আগেই পূর্বাভাসে বলা হয়েছিল বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি হবে । এখন সেই পূর্বাভাসের মেয়াদ আরও কয়েকদিন বাড়ানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে ৷ নতুন পূর্বাভাসে বলা হয়েছে 31 মার্চ শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিসের পূর্বাভাস উপরের পাঁচটি জেলাই নয় উত্তরবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই । তাপমাত্রার পারদ সেরকমভাবে না চড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । তবে কোনও সতর্কবার্তাও নেই দুই বঙ্গের জন্য।
আরও পড়ুন: বাসন্তী পুজোর অষ্টমীতে শুভ যোগ কোন রাশির জানুন রাশিফলে
কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 দশমিক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 84 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি সেভাবে হয়নি । আজ বুধবার দিনের বেলা আকাশ আংশিক মেঘলা । ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে । সবমিলিয়ে বলা যায় ঝড়বৃষ্টি চললেও গরমের অস্বস্তি দূর হচ্ছে না । তাপমাত্রার পারদ হালকাভাবে চড়ছে ।