ETV Bharat / state

IMD Weather Forecast: আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তর ও দক্ষিণবঙ্গে গরম বাড়বে

WB Weather Update: আজ থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে ৷ ভারী বৃষ্টিরও পূর্বাভাস নেই ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 10:09 AM IST

Etv Bharat
আবহাওয়ার খবর

কলকাতা, 28 অগস্ট: বৃষ্টি ভেজা দিনে আপাতত ইতি । রোদ এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম সোমবার থেকে ফিরেছে। আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা ৷ আগামী কয়েকদিন ভারী বৃষ্টির আশঙ্কা নেই । হাওয়া অফিসের তথ্য বলছে, মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের গোরখপুর, বিহারের পটনা হয়ে রাজ্যের শান্তিনিকেতন ও কাঁথির উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । সেই কারণে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে ৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে । যার ফলে ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে । তবে এবার তা কমবে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় আপাতত ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই ৷ তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে প্রায় সব জেলায় হবে । দিনের তাপমাত্রা বাড়তে পারে। ফলে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি।

আরও পড়ুন: সপ্তাহের প্রথমদিন কেমন কাটবে, দেখে নিন রাশিফল

উত্তরবঙ্গের মতো না-হলেও দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে । দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 31-অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে চড়বে পারদ । দিনেরবেলা তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে । তবে, কোথাও কোথাও দুই থেকে এক পশলা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে । আগামী 2-3 দিনের মধ্যে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী কয়েকদিন কলকাতা ও আশেপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে । কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ।

আরও পডু়ন: সস্তার চাইনিজ মশলা ও তা ব্যবহারে অজ্ঞতার কারণেই হচ্ছে বিস্ফোরণ, মত গোয়েন্দাদের

কলকাতা, 28 অগস্ট: বৃষ্টি ভেজা দিনে আপাতত ইতি । রোদ এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম সোমবার থেকে ফিরেছে। আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা ৷ আগামী কয়েকদিন ভারী বৃষ্টির আশঙ্কা নেই । হাওয়া অফিসের তথ্য বলছে, মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের গোরখপুর, বিহারের পটনা হয়ে রাজ্যের শান্তিনিকেতন ও কাঁথির উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । সেই কারণে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে ৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে । যার ফলে ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে । তবে এবার তা কমবে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় আপাতত ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই ৷ তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে প্রায় সব জেলায় হবে । দিনের তাপমাত্রা বাড়তে পারে। ফলে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি।

আরও পড়ুন: সপ্তাহের প্রথমদিন কেমন কাটবে, দেখে নিন রাশিফল

উত্তরবঙ্গের মতো না-হলেও দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে । দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 31-অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে চড়বে পারদ । দিনেরবেলা তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে । তবে, কোথাও কোথাও দুই থেকে এক পশলা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে । আগামী 2-3 দিনের মধ্যে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী কয়েকদিন কলকাতা ও আশেপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে । কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ।

আরও পডু়ন: সস্তার চাইনিজ মশলা ও তা ব্যবহারে অজ্ঞতার কারণেই হচ্ছে বিস্ফোরণ, মত গোয়েন্দাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.