ETV Bharat / state

West Bengal Weather Update : তাপমাত্রা বাড়লেও কয়েক পশলা বৃষ্টি ভরসা, মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি

রোদ আর মেঘের লুকোচুরি খেলা চলছে ৷ এর মধ্যে গরম বাড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে ৷ কিছুটা স্বস্তি দিচ্ছে বিকেলের ঝড়-বৃষ্টি ৷ তবে তাপমাত্রা বাড়বে, জানিয়েছে হাওয়া অফিস ৷ মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে (West Bengal Weather Update) ৷

West Bengal Temperature
রাজ্যে গরম বাড়বে
author img

By

Published : May 31, 2022, 6:58 AM IST

Updated : May 31, 2022, 9:46 AM IST

কলকাতা, 31 মে : রোদ ঝলমলে আবহাওয়ায় গরমের দাপট । বিকেল হলেই আকাশের মুখভার, সন্ধেয় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি । ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি কয়েক পশলার বৃষ্টিতে গরম থেকে কিছুটা রেহাই মিলতে পারে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের ঊর্ধ্বমুখী গতিতে রাশ পরানো যাচ্ছে না । বরং আগামী দু-তিনদিন তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে (IMD Weather Forecast partly cloudy sky with Rain likely to occur) ।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ডক্টর গণেশচন্দ্র দাস বললেন, "একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের উপরে । এছাড়া আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত । আমাদের রাজ্যে আগামী দু'দিনে তাপমাত্রা আরও 2 ডিগ্রি বাড়বে । কলকাতায় 1-2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে । আগামী 48 ঘণ্টায় কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিকেলের দিকে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে ।"

রাজ্যে তাপমাত্রা বাড়বে, কেমন কাটবে আগামী ক'দিন ? জানালেন অধিকর্তা গণেশচন্দ্র দাস

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 31th May : কেমন যাবে আজকের দিন ? জেনে নিন রাশিফলে

হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু তামিলনাড়ু, কর্নাটক ও উত্তর-পূর্ব ভারতের জেলাগুলোতে প্রবেশ করবে । এর প্রভাবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী দু'দিন চলবে । তৃতীয় দিন থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়বে । আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ।

এর কারণ আগামী 3-4 দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু ঢুকবে । সোমবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক 27.1 ডিগ্রি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86 শতাংশ । মঙ্গলবার দিনের আকাশ অংশত মেঘলা থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ।

কলকাতা, 31 মে : রোদ ঝলমলে আবহাওয়ায় গরমের দাপট । বিকেল হলেই আকাশের মুখভার, সন্ধেয় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি । ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি কয়েক পশলার বৃষ্টিতে গরম থেকে কিছুটা রেহাই মিলতে পারে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের ঊর্ধ্বমুখী গতিতে রাশ পরানো যাচ্ছে না । বরং আগামী দু-তিনদিন তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে (IMD Weather Forecast partly cloudy sky with Rain likely to occur) ।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ডক্টর গণেশচন্দ্র দাস বললেন, "একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের উপরে । এছাড়া আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত । আমাদের রাজ্যে আগামী দু'দিনে তাপমাত্রা আরও 2 ডিগ্রি বাড়বে । কলকাতায় 1-2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে । আগামী 48 ঘণ্টায় কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিকেলের দিকে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে ।"

রাজ্যে তাপমাত্রা বাড়বে, কেমন কাটবে আগামী ক'দিন ? জানালেন অধিকর্তা গণেশচন্দ্র দাস

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 31th May : কেমন যাবে আজকের দিন ? জেনে নিন রাশিফলে

হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু তামিলনাড়ু, কর্নাটক ও উত্তর-পূর্ব ভারতের জেলাগুলোতে প্রবেশ করবে । এর প্রভাবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী দু'দিন চলবে । তৃতীয় দিন থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়বে । আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ।

এর কারণ আগামী 3-4 দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু ঢুকবে । সোমবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক 27.1 ডিগ্রি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86 শতাংশ । মঙ্গলবার দিনের আকাশ অংশত মেঘলা থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ।

Last Updated : May 31, 2022, 9:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.