কলকাতা, 7 অক্টোবর: দক্ষিণবঙ্গে এখন ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই । শুক্রবার দুপুর থেকে মেঘ সরে গিয়ে শরতের চেনা রোদের দেখা মিলেছে ৷ দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে অবশ্য ৷ তবে তা খুব কম সময়ের জন্য স্থায়ী হতে চলেছে। সাধারণত, 10 অক্টোবর বা তার কাছাকাছি সময়ে বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। দেশজুড়েই এবার বর্ষা ধীরগতিতে বিদায় নিচ্ছে। সবমিলিয়ে বাংলা থেকে বর্ষা বিদা নিতে আরও কয়েকদিন লাগবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর ৷
হাওয়া অফিস সূত্রে খবর, চলতি নিম্নচাপের সঙ্গে বর্ষা বিদায়ের কোনও যোগ নেই । ফের কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি না হলে পুজোর আগে দূর্যোগের শঙ্কা নেই। তবে দুর্গোপুজার সময়ে আকাশের হাল কেমন থাকবে তা 14 অক্টোবর মহালয়ার আগেই জানানো হবে হাওয়া অফিস সূত্রে ৷
আরও পড়ুন: সপ্তাহান্তে প্রিয়জনের সঙ্গে কেমন কাটবে, জেনে নিন রাশিফলে
বৃষ্টি কমে রোদের দেখা মিলেছে ৷ তাপমাত্রাও চড়তে শুরু করেছে। আগামী 2-3 দিন পারদ আরও চড়বে । উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলা দুই দিনাজপুর, মালদা, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পঙে 5 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মানে উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা।
কলকাতায় আকাশ আপাতত মেঘলাই থাকবে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 দশমিক ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ। শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।