কলকাতা, 19 অগস্ট: আপাতত একটানা বৃষ্টির সম্ভাবনা নেই ৷ আষাঢ়-শ্রাবণ পেরিয়ে ক্যালেন্ডারে এখন ভাদ্র ৷ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র-আশ্বিন মাস নিয়ে শরৎকাল। সেই হিসেবে বর্ষার বিদায় নিতে খুব বেশি দেরি হওয়ার কথা নয়। তবে গত কয়েক বছরের অভিজ্ঞতা অনেকটাই আলাদা। দেখা গিয়েছে, রাজ্যে বর্ষা বিদায় নিতে নিতে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ পেরিয়ে যায। এবার কী হয় সেটাই এখন দেখার। এবারও বর্ষা বিদায় নিতে এতটা দেরি হলে দুর্গাপুজোয় বৃষ্টি হতে পারে। পাশাপাশি, ভারতীয় উপমহাদেশে আয়োজিত হতে চলা ক্রিকেট বিশ্বকাপও প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা।
এদিকে, মৌসুমী অক্ষরেখা থাকায় আপাতত উত্তর এবং দক্ষিণ বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে ৷ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের থেকে উত্তরবঙ্গেই বেশি। তার ফলে উত্তরবঙ্গের নদীতেও জলস্তর বাড়বে। নিচু এলাকা জলবন্দি হবে । চাষাবাদের ক্ষতি হবে । তবে তার মানে এই নয় যে দক্ষিণবঙ্গ থেকে মুখ ফেরাবে বৃষ্টি । একটানা বৃষ্টি না হলেও কমবেশি বৃষ্টি হবে দক্ষিণে ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "মৌসুমী অক্ষরেখা আবারও উত্তরের দিকে সরে গিয়েছে । এর ফলে আগামী সোমবার 21 অগস্ট থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । 26 তারিখ পর্যন্ত তা চলবে। উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে উপরের পাঁচটি জেলা তথা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 24,25,26 অগস্ট এই তিনদিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরফলে নদীর জলস্তর আবার বাড়বে । দার্জিলিং এবং কালিম্পং এ ভূমিধ্বসের শঙ্কা রয়েছে ।"
উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গ ভিজবে ৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে 19 অগস্ট থেকে বৃষ্টি বাড়বে ৷ তবে সোমবার কম হলেও, আগামী 22,23,24 বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ বাতাসে জলীয় বাষ্প বেশই থাকায় আর্দ্রতাজনিত গরমের অস্বস্তি বজায় থাকবে । সতর্কতা বলতে শুধুমাত্র উত্তরবঙ্গবাসীর জন্য ৷ 25 ও 26 অগস্ট এই সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে ৷
আরও পড়ুন: ভালোবাসার মানুষের সঙ্গে মতবিরোধ কোন রাশির ? জেনে নিন
শুক্রবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস । দুটি ক্ষেত্রেই যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 97 শতাংশ । শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । দুই এক পশলা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং সর্বোনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।