কলকাতা, 15 জুন: উত্তরবঙ্গের মালদায় মৌসুমী অক্ষরেখা থমকে আছে । তার জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গে একইসঙ্গে চলবে প্রাক বর্ষার বৃষ্টি এবং তাপপ্রবাহ। আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে। 17 জুন অর্থাৎ শনিবারের পর থেকে পরিবর্তন হবে আবহাওয়ার ৷ আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায় ।
জলপাইগুড়ি এবং তার আশপাশের এলাকায় বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন 7 জুন । বাংলায় এবার পাঁচ দিন দেরিতে বর্ষার আগমন ঘটছে । দক্ষিণবঙ্গে 17 জুন শনিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে । 18 থেকে 21 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতর সূত্রে । গত সোমবার থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা মালদার উপর অবস্থান করছে ।
তার জেরেই উত্তরবঙ্গে 17 জুন শনিবার পর্যন্ত ভারী বৃৃষ্টির সম্ভাবনা । শনিবার পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে । আগামী পাঁচ দিন দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ৷ এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধ্বসের আশংকা আছে ৷ অতি বৃষ্টিতে নিচু এলাকাগুলিও প্লাবিত হওয়ার আশঙ্কা ।
দক্ষিণবঙ্গে সপ্তাহভর চলবে তাপপ্রবাহ । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও অস্বস্তি থাকবে । শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে । বাকি জেলাগুলিতেও অস্বস্তিকর আবহাওয়া সঙ্গে গরম বাড়বে । শনিবার পর্যন্ত এই সমস্ত জেলাগুলিতে তাপপ্রবাহ বাড়বে । কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ কোথাও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শুক্রবার পর্যন্ত । কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে । আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে 2 ডিগ্রির মতো ।
শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে । কলকাতায় বেলা যত বাড়বে, অস্বস্তি ততই বাড়বে । শনিবার পর্যন্ত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে ৷ মূলত বাতাসে জলীয় বাষ্পের কারণেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে ।
আরও পড়ুন : শেয়ার বাজারে বিনিয়োগ শুভ কাদের জন্য, জানতে পড়ুন রাশিফল
বুধবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল আসানসোল ৷ এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 6.2 ডিগ্রি সেলসিয়াস বেশি । দ্বিতীয় স্থানে আছে পুরুলিয়া ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.3 ডিগ্রি সেলসিয়াস । কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 3.6 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83 শতাংশ । আজ বৃহস্পতিবার আদ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 39 ডিগ্রি এবং 30ডিগ্রির আশেপাশে থাকবে ।