কলকাতা, 31 মে: বাংলায় অস্বস্তিকর গরম ৷ কমছে ঝড়-বৃষ্টি ৷ মঙ্গলবার বিক্ষিপ্তভাবে পশ্চিমের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ৷ তবে তা ছিটেফোঁটাই ৷ আজও বেলা বাড়লে তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও চলবে ৷ রাজ্যের সর্বত্র আগামী ক'দিন গরম ও হাঁসফাঁস করা আবহাওয়া ৷ উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা সামান্যই ৷ তবে এপ্রিলের মতো তাপপ্রবাহের পরিস্থিতি হয়তো তৈরি হবে না ৷
কলকাতায় আজ এবং আগামিকাল অর্থাৎ বুধ-বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে ৷ পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে ৷ জুনের শুরুতেই আবহাওয়া গরম। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2-4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে । উত্তরবঙ্গে নীচের দিকের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে ৷ কলকাতায় পরিস্থিতিরও অবনতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
আরও পড়ুন: মরার আগে যেন বিচারটা দেখে যেতে পারি, কোর্টে আর্জি পার্থর
তাপমাত্রার পরিসংখ্যান বলছে, কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি 37.4 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84 শতাংশ এবং সর্বনিম্ন 45 শতাংশ ৷ আজ বুধবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 38 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে ৷ সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ৷ আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত ৷ বঙ্গে না-হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস এবং ঝোড়ো হাওয়া বইবে উত্তরপ্রদেশ ও রাজস্থানে ৷ শিলা বৃষ্টিও হবে রাজস্থানে ৷
আরও পড়ুন: আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরি তুলার, বাকিদের ভাগ্যে কি আছে জানুন রাশিফলে
এই অক্ষরেখার প্রভাবে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি হবে ৷ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা ও সমতলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত ৷ আগামী 24 ঘণ্টায় দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে ৷ পূর্ব ও পশ্চিম ও ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে । মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা 2-4 ডিগ্রি তাপমাত্রাতে বাড়বে ।