ETV Bharat / state

West Bengal Weather: বৃষ্টি চলবে আরও পাঁচদিন! মহালয়ার পর বর্ষা বিদায়ের সম্ভাবনা - ভারী বৃষ্টি

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়ার নিম্নচাপটি বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থান করেছে । এর প্রভাবে রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী 4 থেকে 5 দিন আকাশ মেঘলা থাকবে ৷ মাঝারি বৃষ্টিপাত চলবে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 7:21 AM IST

Updated : Oct 2, 2023, 8:25 AM IST

বৃষ্টি চলবে আরও কয়েকদিন জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 2 অক্টোবর: উৎসবের মেজাজে বাঙালি ৷ কেনাকেটা থেকে ঘর সাজানো সব কিছু চলছে জোর কদমে ৷ তার মধ্যে বৃষ্টির আশঙ্কা যেন বার বার তাড়া করে বেড়াচ্ছে ৷ উৎসবের বৃষ্টি কাঁটা হবে কি না তা নিয়ে অবশ্য আলিপুর আবহাওয়া দফতর এখনই কিছু জানাতে পারছে না ৷ তবে বর্ষার গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে । যদিও দেশের উত্তর-পশ্চিম প্রান্ত থেকে ধীরে হলেও বর্ষা পাততাড়ি গোটানো শুরু করেছে। বঙ্গেও বর্ষা বিদায়ের গতি শ্লথ । ফলে নিশ্চিতভাবে না হলেও, 15 অক্টোবরের আশেপাশে বঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর ।

আলিপুরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়ার নিম্নচাপটি বর্তমানে ঝাড়খণ্ডের উপর অবস্থান করেছে । এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 4 থেকে 5 দিন মেঘলা আকাশ এবং মাঝারি বৃষ্টিপাত চলবে । কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার বেশি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে । বুধ এবং বৃহস্পতিবার পর্যন্ত উপকূলের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে ।"

তিনি আরও জানান, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 1 থেকে 4 তারিখ অর্থাৎ রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে । দমকা হাওয়া বেশি থাকায় 1 থেকে 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । এদিকে, রবিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে সামান্য কম । আজ সোমবার দিনের আকাশ মেঘলা থাকবে । দু-এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্র্রি আশেপাশে থাকতে পারে ।

আরও পড়ুন: অর্থভাগ্য ভালো সিংহের, বাকিদের কেমন কাটবে জানুন রাশিফলে

বৃষ্টি চলবে আরও কয়েকদিন জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 2 অক্টোবর: উৎসবের মেজাজে বাঙালি ৷ কেনাকেটা থেকে ঘর সাজানো সব কিছু চলছে জোর কদমে ৷ তার মধ্যে বৃষ্টির আশঙ্কা যেন বার বার তাড়া করে বেড়াচ্ছে ৷ উৎসবের বৃষ্টি কাঁটা হবে কি না তা নিয়ে অবশ্য আলিপুর আবহাওয়া দফতর এখনই কিছু জানাতে পারছে না ৷ তবে বর্ষার গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে । যদিও দেশের উত্তর-পশ্চিম প্রান্ত থেকে ধীরে হলেও বর্ষা পাততাড়ি গোটানো শুরু করেছে। বঙ্গেও বর্ষা বিদায়ের গতি শ্লথ । ফলে নিশ্চিতভাবে না হলেও, 15 অক্টোবরের আশেপাশে বঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর ।

আলিপুরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়ার নিম্নচাপটি বর্তমানে ঝাড়খণ্ডের উপর অবস্থান করেছে । এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 4 থেকে 5 দিন মেঘলা আকাশ এবং মাঝারি বৃষ্টিপাত চলবে । কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার বেশি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে । বুধ এবং বৃহস্পতিবার পর্যন্ত উপকূলের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে ।"

তিনি আরও জানান, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 1 থেকে 4 তারিখ অর্থাৎ রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে । দমকা হাওয়া বেশি থাকায় 1 থেকে 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । এদিকে, রবিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে সামান্য কম । আজ সোমবার দিনের আকাশ মেঘলা থাকবে । দু-এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্র্রি আশেপাশে থাকতে পারে ।

আরও পড়ুন: অর্থভাগ্য ভালো সিংহের, বাকিদের কেমন কাটবে জানুন রাশিফলে

Last Updated : Oct 2, 2023, 8:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.