কলকাতা, 16 সেপ্টেম্বর: ভাদ্র মাস পেরিয়ে বাংলা ক্যালেন্ডার আশ্বিনের পাতায় চোখ রাখার অপেক্ষায় ৷ এখনও রাজ্য থেকে বর্ষা বিদায় নেয়নি। বরং বেলাশেষে বৃষ্টি কিছুটা হলেও চালিয়ে খেলার চেষ্টা করছে । দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম বৃষ্টি হয়েছে। বর্ষার বিদায় নেওয়ার আগে সেই ঘাটতি মিটে যাবে এমন সম্ভাবনা বেশ কম। তবে আপাতত বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে ছবিটা উলটো। সেখানে আবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে।
আবহওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "দিন কয়েক আগে তৈরি হওয়া নিম্নচাপ এখন অনেকটাই দূরে সরে গিয়েছে। বর্তমানে সেটি মধ্যপ্রদেশের পূর্ব দিকে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়েই গিয়েছে। তার জেরে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।18 থেকে 20 তারিখের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।" তিনি আরও জানান, উত্তরবঙ্গের জেলাগুলিতে 15 থেকে 18 তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে ৷ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 19 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ৷
আরও পড়ুন: কর্মক্ষেত্রে উন্নতি কোন রাশির, জানুন রাশিফলে
শুক্রবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 39.4 মিলিমিটার। আজ শনিবার দিনের আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: চাঁদনি চকের একটি অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন