কলকাতা, 6 জানুয়ারি: জোড়া পশ্চিমী ঝঞ্ঝা শীতের অবাধ গতিতে কাঁটা ছড়িয়েছে । তার জেরে কনকনে শীতের আমেজ থেকে বঞ্চিত বঙ্গ ৷ আপাতত 5-6 দিন বঙ্গে আবহওয়া এই রকমই থাকবে ৷ চলতি মাসের 10 তারিখের পরে পারদ নামতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
আলিপুর আবহাত্তয়া দফতরের আধিকারিক গণেশচন্দ্র দাস বলেন, "এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তুরে হাওয়া প্রবেশ করছে না। এর ফলে আজ এবং আগামিকাল মুর্শিদাবাদ, বীরভূম ও মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছড়াও দার্জিলিং এবং সিকিমে শনিবার, রবিবার ও সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু উত্তুরে হাওয়া ঢুকছে না তাই রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে । কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন 16 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে ৷ সেটা বেড়ে 17-18 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে ৷"
আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, জম্মু-কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। হরিয়ানার দিকেও পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে । এই দুই পশ্চিমী ঝঞ্ঝা সরতে আরও 5-6দিন সময় দিন লাগবে। ফল স্বরূপ কলকাতার তাপমাত্রা এখনই খুব একটা নীচে নামবে তা নয়। । 10 জানুয়ারির আগে পারদ পতনের সম্ভাবনা নেই । আগামী 5 -6 দিন কনকনে শীতের সম্ভাবনা নেই । সর্বনিম্ন তাপমাত্রা 17-18 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে ৷ ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনের বেলা আকাশ রৌদ্রজ্বল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.9 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ । আজ শনিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশে রোদ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: