কলকাতা, 16 অক্টোবর: আশ্বিন পেরিয়ে পুজো এবার কার্তিক মাসে ৷ হেমন্তকাল শুরু হয়ে গিয়েছে বলে অস্বস্তিকর গরমে প্যান্ডেল হপিং করতে হবে না। মনোরম আবহাওয়ায় ঠাকুর দেখবেন রাজ্যবাসী ৷ এই বছর বর্ষা দেরিতে আসায়, বিদায় পক্রিয়াও দেরিতে হওয়ার সম্ভাবনা ছিল ৷ তাই পুজোয় বৃষ্টির আশঙ্কা ছিল পুরোমাত্রায় ৷ কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি খানিকটা হলেও আলাদা দিকে যাচ্ছে বলে মনে করছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই ৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী দু'দিন আকাশে মেঘ জমতে পারে। তবে 17 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলায় বৃষ্টির তোমন কোনও সম্ভাবনা নেই । এটি কার্যত বর্ষা বিদায়েরই ইঙ্গিত ৷
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ রৌদ্রজ্বল আবহাওয়া থাকবে। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী দু’দিন আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিসের আগের পূর্বাভাস অনুযায়ী, বর্ষা বিদায়ের বার্তা দেওয়া হয়েছিল। পাশাপাশি পুজোয় বৃষ্টি বাধা হবে না সে কথাও ঘোষণা করা হয়েছিল ৷
দ্বিতীয়ায় এখন প্যান্ডেলে প্রতিমা চলে আসে । কোথাও কোথাও উদ্বোধন হয়ে যায়। ফলে দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন । তার উপর রবিবার হওয়ায় শহরবাসীও ছিল ছুটির মেজাজে ৷ উপরি পাওনা মনোরম আবহাওয়া ৷ তাই শেষ মুহূর্তের কেনাকাটা আর সঙ্গে ঠকুর দেখায় জমজমাটি পুজো শুরু তিলোত্তমাবাসীর ৷
আরও পড়ুন: সপ্তাহের প্রথম কাজের দিন বসের সঙ্গে তর্ক-বিতর্কে জড়াতে পারেন কোন রাশি ?
রবিবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ৷
আরও পড়ুন: পুরনোকে ভুলে নতুন নয়! নাড়ির টানে সেতুবন্ধন হাতিবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে