কলকাতা, 10 জানুয়ারি: জোড়া পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতিতে উধাও পৌষের হাড় কাঁপানো শীত ৷ হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় ঠান্ডার অনুভূতির জন্য সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের বেশ খানিকটা নীচে থাকা দরকার। সেটা নিয়ম করে হচ্ছে না। উপরন্তু দিনের বেলা রোদের তাপ আরাম দেওয়ার পরিবর্তে দিচ্ছে অস্বস্তি। গায়ের শীতবস্ত্র খুলে রাখতে হচ্ছে ৷ সূর্য ডুবলেও হালকা শীতের আমেজ ছাড়া আর কিছুই মিলছে না। পৌষ মাসে শীতের এই চরিত্র বেমানান। কনকনে ঠাণ্ডা পাওয়াই দস্তুর। তবে আজ থেকে সরে যাবে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ৷ সংক্রন্তির সময়েই ফিরবে শীত ৷ এমনটাই জানাল হাওয়া অফিস ।
পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে উত্তুরে হাওয়া ফের ঢুকতে শুরু করবে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী 18 জানুয়ারি পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে । উত্তুরে হাওয়ার উপস্থিতিতে মকর সংক্রান্তিতে ফিরবে চেনা শীত ৷ মরশুমের শুরুর দিকে শীত ভালো ব্যাটিং করলেও সেভাবে স্থায়ী হতে পারেনি । যদিও ভৌগলিক অবস্থানের কারণেই বঙ্গে টানা শীত কখনই পড়ে না । তার মধ্যেও অন্য বছর যেটুকু ঠান্ডা পড়ে এই বছর সেটাও পড়েনি ৷ মাঘ মাস অবশ্য এখনও বাকি ৷ তার আগে পৌষ সংক্রান্তি ৷ তাই এখনই হতাশ হওয়ার প্রয়োজন নেই ৷ তর উপর হাওয়া অফিস জানিয়েছে, পৌষ সংক্রান্তিতে ফিরতে পারে শীতের চেনা পরিবেশ ৷
মঙ্গলবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে সামান্য কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ। গত কয়েকদিন ধরেই ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। কম থাকছে দৃশ্যমানতাও ৷ তার জেরে সড়কপথ এবং রেলপথে যান চলাচলে অসুবিধেও হচ্ছে। আরও বেশ কয়েকদিন এমনই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস । আজ বুধবারও ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন। বেলায় আকাশে রোদের দেখা মিলবে। সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ।
আরও পড়ুন: