ETV Bharat / state

West Bengal Weather Update: আজ তাপপ্রবাহের আশঙ্কা, আগামিকাল থেকে রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা - আবহাওয়ার খবর

ঘূর্ণিঝড় মোকার পরবর্তী সময় থেকেই রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়েছে ৷ তবে কোনও কোনও দিন অস্বস্তিকর গরমে নাজেহালও হতে হয়েছে রাজ্যবাসীকে ৷ এরইমধ্যে মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷

Etv Bharat
তাপপ্রবাহের আশঙ্কা
author img

By

Published : May 22, 2023, 9:28 AM IST

Updated : May 22, 2023, 10:42 AM IST

মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস, মিলবে কি স্বস্তি ?

কলকাতা, 22 মে: ফের পুড়ছে বাংলা । তবে অশান্তি নয়, বলা হচ্ছে সূর্যের তাপের কথা । ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে । ঘূর্ণিঝড় মোকার পর থেকেই রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হচ্ছে । তার জেরে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা সাময়িক ভাবে কমলেও, আবারও আগের অবস্থা ফিরে আসতে বেশি সময় লাগছে না ৷

বৃষ্টি কমার পরেই অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসী ৷ বঙ্গে ফের তাপপ্রাবহের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে ৷ তবে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে পরিস্থিতি খানিকটা বদালাতে পারে । রাজ্যে বাড়বে ঝড়-বৃষ্টির দাপট বলে মনে করছে আবহাওয়া দফতর ৷ পাশাপাশি গরমও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবাহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় ৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো আগামিকাল থেকে মাঝারি মাপের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় । মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে । এই দু’দিন 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে । শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । পাশাপাশি মালদা এবং দুই দিনাজপুরেও মঙ্গলবার ও বুধবার বৃষ্টি হতে পারে ৷ এছাড়াও উত্তরবঙ্গের উপরের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। শিলাবৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷

সোমবার পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বাড়বে । বিক্ষিপ্তভাবে এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে । মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমতে পারে । রবিবার পুরুলিয়া ছিল বাজ্যের উষ্ণতম জেলা । এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ দ্বিতীয় স্থানে ছিল আসানসোল । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি ৷ বাঁকুড়ার তাপমাত্রা ছিল 41.4 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরের 40 ডিগ্রি ও পানাগড়ে 40.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল পারদ ৷ আজও পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে ।

আরও পড়ুন : লোকের উপর কর্তৃত্ব না-করাই ভালো সিংহ রাশির জাতক-জাতিকাদের

তবে পশ্চিমের জেলাবাসী গরমে পুড়লেও রবিবার কলকাতার তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল ৷ এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে সামান্য কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 88 শতাংশ । আজ সোমবার দিনে অস্বস্তিকর গরম থাকবে । বিকেল এবং সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস, মিলবে কি স্বস্তি ?

কলকাতা, 22 মে: ফের পুড়ছে বাংলা । তবে অশান্তি নয়, বলা হচ্ছে সূর্যের তাপের কথা । ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে । ঘূর্ণিঝড় মোকার পর থেকেই রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হচ্ছে । তার জেরে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা সাময়িক ভাবে কমলেও, আবারও আগের অবস্থা ফিরে আসতে বেশি সময় লাগছে না ৷

বৃষ্টি কমার পরেই অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসী ৷ বঙ্গে ফের তাপপ্রাবহের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে ৷ তবে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে পরিস্থিতি খানিকটা বদালাতে পারে । রাজ্যে বাড়বে ঝড়-বৃষ্টির দাপট বলে মনে করছে আবহাওয়া দফতর ৷ পাশাপাশি গরমও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবাহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় ৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো আগামিকাল থেকে মাঝারি মাপের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় । মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে । এই দু’দিন 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে । শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । পাশাপাশি মালদা এবং দুই দিনাজপুরেও মঙ্গলবার ও বুধবার বৃষ্টি হতে পারে ৷ এছাড়াও উত্তরবঙ্গের উপরের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। শিলাবৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷

সোমবার পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বাড়বে । বিক্ষিপ্তভাবে এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে । মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমতে পারে । রবিবার পুরুলিয়া ছিল বাজ্যের উষ্ণতম জেলা । এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ দ্বিতীয় স্থানে ছিল আসানসোল । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি ৷ বাঁকুড়ার তাপমাত্রা ছিল 41.4 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরের 40 ডিগ্রি ও পানাগড়ে 40.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল পারদ ৷ আজও পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে ।

আরও পড়ুন : লোকের উপর কর্তৃত্ব না-করাই ভালো সিংহ রাশির জাতক-জাতিকাদের

তবে পশ্চিমের জেলাবাসী গরমে পুড়লেও রবিবার কলকাতার তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল ৷ এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে সামান্য কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 88 শতাংশ । আজ সোমবার দিনে অস্বস্তিকর গরম থাকবে । বিকেল এবং সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

Last Updated : May 22, 2023, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.