কলকাতা, 23 নভেম্বর: উত্তরের বাতাস প্রবেশ বৃদ্ধি পেতেই বঙ্গে ঠান্ডা অনুভূতি শুরু হয়েছে। জেলার শহরগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে বেশ কিছুদিন ধরেই ঘোরাফেরা করছে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলেও সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে ৷
আলিপুর আবহাওয়া দফতর আগামী 5 দিনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা নেই । বলা যায় পাহাড় ও সমতল দুই এলাকায় শুষ্ক থাকবে ৷ কোনও ঝঞ্ঝা,ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপের ইঙ্গিত নেই । ফলে কোনও সতর্কবার্তাও নেই। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না ।
উত্তরে বাতাস প্রবেশের ফলে ইতিমধ্যেই রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে । ফলে ঠান্ডা পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 5 দিনের মধ্যে, প্রথম তিনদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি নামতে পারে । উত্তরবঙ্গেও একই ছবি ধরা পড়েছে । সেখানেও আগামী পাঁচদিনের প্রথম তিনদিন পারদ এক থেকে দুই ডিগ্রি নামার সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে ৷
এই প্রসঙ্গেই আবহাত্তয়াবিদ বলেন, " অন্যান্য বছরও এই সময়ে আবহাওয়া এমনই থাকে । শুষ্ক আবহাওয়া এবং বাতাসে ঠান্ডার শিরশিরানি শীত আসার ইঙ্গিত দেয় । এবছরও তার ব্যতিক্রম নয়। তাই শীত চলে এল বলার পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।" বুধবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89 শতাংশ । আজ দিনের বেলা আকাশ রৌদ্রজ্বল থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে থাকবে । অর্থাৎ এবার কলকাতাতেও ঠান্ডার শিরশিরানি অনুভূত হবে।
আরও পড়ুন: