ETV Bharat / state

Warmest February Recorded: 122 বছরে সবথেকে উষ্ণ ফেব্রুয়ারি দেখল দেশ, মার্চেই তাপপ্রবাহের আশঙ্কা - were above the normal level

আবহাওয়া পরিবর্তন নিয়ে এমনিতেই চর্চার শেষ নেই। এর মধ্যে প্রকাশ্যে এল ভয়াবহ তথ্য । মৌসম ভবনের তরফে বলা হল, এই ফেব্রুয়ারি ছিল গত 122 বছরের মধ্যে উষ্ণতম (This February was warmest in last 122 Years )

Warmest Feb in 122 Years
122 বছরে সবথেকে উষ্ণ ফেব্রুয়ারি
author img

By

Published : Mar 1, 2023, 7:19 AM IST

নয়াদিল্লি, 1 মার্চ: 122 বছরের উষ্ণতম ফেব্রুয়ারি দেখল দেশ। মৌসম ভবনের দেওয়া তথ্য বলছে 1901 সালের পর ফেব্রুয়ারি মাসে এত গরম কখনও পড়েনি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে গড়ে 1.73 এবং 0.81 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে মঙ্গলবার জানা গিয়েছে (Both maximum and minimum temperature were above the normal level)। আরও বলা হয়েছে, উত্তর এবং মধ্য ভারতের বেশিরভাগ এলাকার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল এ মাসে। উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব ভারতেও পরিস্থিতি প্রায় একইরকম ছিল । শুধু দক্ষিণ ভারতের কয়েকটি অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল।

পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দফতর থেকে গরমকাল নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে । তাতে বলা হয়েছে মার্চ থেকে শুরু করে মে মাসের মধ্যে উত্তর থেকে শুরু করে উত্তর-পূর্ব, মধ্য এবং উত্তর-মধ্য ভারতের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে । একইসঙ্গে মার্চ মাসে সেভাবে বসন্ত উপভোগেরও সুযোগ থাকবে না। এই মাসে দেশের প্রায় সব অংশেরই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে চলেছে । শুধু তাই নয়, দেশের মধ্য ভাগে মার্চ মাসেই তাপপ্রবাহের আশঙ্কাও থাকছে ।

বৃষ্টিপাত নিয়েও বিশেষ আশার খবর শোনাতে পারেনি হাওয়া অফিস। বলা হয়েছে মার্চ মাসে দেশে স্বাভাবিকের 83 থেকে 117 শতাংশ বৃষ্টি হবে । দেশের পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্বের কয়েকটি অংশ ছাড়া কোথাও স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টি হবে না । বরং বেশ কয়েকটি জায়গায় মার্চ মাস থেকেই বৃষ্টি ঘাটতির পরিমাণ বাড়তে শুরু করবে ।

আবহাওয়ার পরিবর্তনের ফলে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে থাকে । মাঝে মধ্যেই এই ধরনের অস্বস্তিকর তথ্য প্রকাশ্যে আসে । আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পরিবেশ ছাড়াও সরাসরি অর্থনীতি উপরেও পড়ে। মার্চ মাস থেকে শুরু হয় প্রাক বর্ষার মরশুম । সেখানেই বৃষ্টি ঘাটতি দেখা দিলে কৃষিকাজের ক্ষতি হয়। তারও প্রভাব পড়ে অর্থনীতির উপর ।

আরও পড়ুন: ছত্তিশগড়ের কুনওয়ারপুর জঙ্গল এলাকায় দেখা মিলল হানি ব্যাজারের

নয়াদিল্লি, 1 মার্চ: 122 বছরের উষ্ণতম ফেব্রুয়ারি দেখল দেশ। মৌসম ভবনের দেওয়া তথ্য বলছে 1901 সালের পর ফেব্রুয়ারি মাসে এত গরম কখনও পড়েনি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে গড়ে 1.73 এবং 0.81 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে মঙ্গলবার জানা গিয়েছে (Both maximum and minimum temperature were above the normal level)। আরও বলা হয়েছে, উত্তর এবং মধ্য ভারতের বেশিরভাগ এলাকার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল এ মাসে। উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব ভারতেও পরিস্থিতি প্রায় একইরকম ছিল । শুধু দক্ষিণ ভারতের কয়েকটি অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল।

পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দফতর থেকে গরমকাল নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে । তাতে বলা হয়েছে মার্চ থেকে শুরু করে মে মাসের মধ্যে উত্তর থেকে শুরু করে উত্তর-পূর্ব, মধ্য এবং উত্তর-মধ্য ভারতের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে । একইসঙ্গে মার্চ মাসে সেভাবে বসন্ত উপভোগেরও সুযোগ থাকবে না। এই মাসে দেশের প্রায় সব অংশেরই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে চলেছে । শুধু তাই নয়, দেশের মধ্য ভাগে মার্চ মাসেই তাপপ্রবাহের আশঙ্কাও থাকছে ।

বৃষ্টিপাত নিয়েও বিশেষ আশার খবর শোনাতে পারেনি হাওয়া অফিস। বলা হয়েছে মার্চ মাসে দেশে স্বাভাবিকের 83 থেকে 117 শতাংশ বৃষ্টি হবে । দেশের পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্বের কয়েকটি অংশ ছাড়া কোথাও স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টি হবে না । বরং বেশ কয়েকটি জায়গায় মার্চ মাস থেকেই বৃষ্টি ঘাটতির পরিমাণ বাড়তে শুরু করবে ।

আবহাওয়ার পরিবর্তনের ফলে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে থাকে । মাঝে মধ্যেই এই ধরনের অস্বস্তিকর তথ্য প্রকাশ্যে আসে । আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পরিবেশ ছাড়াও সরাসরি অর্থনীতি উপরেও পড়ে। মার্চ মাস থেকে শুরু হয় প্রাক বর্ষার মরশুম । সেখানেই বৃষ্টি ঘাটতি দেখা দিলে কৃষিকাজের ক্ষতি হয়। তারও প্রভাব পড়ে অর্থনীতির উপর ।

আরও পড়ুন: ছত্তিশগড়ের কুনওয়ারপুর জঙ্গল এলাকায় দেখা মিলল হানি ব্যাজারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.