কলকাতা, 10 অক্টোবর: বর্ষা বিদায়ের ইঙ্গিত মিলছে আবহাওয়ার খামখেয়ালিপনায় ৷ আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ গত কয়েকদিন বৃষ্টি চললেও হঠাৎ তা থেমে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম বেড়েছে ৷ আপাতত এই অবস্থা বজায় থাকবে ৷ আগামী 24 ঘণ্টায় শুধুমাত্র উপকূলের জেলায় হালকা বৃষ্টি হতে পারে ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সেভাবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই ৷
উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 24 থেকে 48 ঘণ্টায় উপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 48 ঘণ্টা পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে ৷ নীচের তিনটি জেলাতেও বৃষ্টি কমবে ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের তাপমাত্রা খানিকটা বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ৷
তবে দু-তিন দিন পর থেকে এই অস্বস্তি আর থাকবে না ৷ আবহাওয়া শুষ্ক হবে ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দিয়েছেন, তাতে বাংলা থেকে বর্ষা বিদায়ের জোরালো ইঙ্গিত রয়েছে ৷ ইতিমধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বর্ষা পাততাড়ি গোটাতে শুরু করেছে ৷
নিম্নচাপের ভ্রূকুটি কমতেই বঙ্গের আকাশেও সোনা রোদ উঁকি মারছে ৷ আকাশের গায়ে পেঁজা তুলো উড়ছে ৷ বাতাসে পুজোর গন্ধ ৷ চলতি সপ্তাহের শেষভাগে দেবীপক্ষের সূচনা ৷ তার আগে বৃষ্টি কার্যত বিদায়ের পথ ধরায় স্বস্তিতে পুজো উদ্যোক্তারা ৷ হাসি ফিরেছে প্রতিমা শিল্পীদের মুখেও ৷ যেভাবে বৃষ্টি বিদায় নিতে চলেছে, তাতে পুজোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাত্তয়াবিদরা ৷
সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন: 128 বছর পর অলিম্পিকসে ফের বাইশ গজের লড়াই! জোরালো হচ্ছে সম্ভাবনা