কলকাতা, 2 ডিসেম্বর: শীতের পথে বাধা নিম্নচাপ, তেমনটাই জানিয়েছে হাওয়া অফিস ৷ বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ তার অবস্থান দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ৷ এই নিম্নচাপটি আজ 2 ডিসেম্বর গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ এরপর 3 ডিসেম্বর রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷
ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে থাকবে ৷ পরে এই ঘূর্ণিঝড়টি ধীর গতিতে সমান্তরাল ভাবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে ৷ 4 ডিসেম্বর দুপুরে এবং 5 ডিসেম্বর মঙ্গলবার সকালে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে নেল্লোর এবং মচ্ছিলিপট্টনমে আছড়ে পড়বে ৷ ওই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 80-90 কিলোমিটার ৷ দমকা হাওয়ার গতিবেগ হবে ঘণ্টায় 100 কিলোমিটার ৷ যেহেতু এই সিস্টেমটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে, তাই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দক্ষিণভাগের উপকূলে এর প্রভাব পড়বে ৷
পশ্চিমবঙ্গের উপকূলে এর কোনও প্রভাব নেই ৷ প্রত্যক্ষ প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরে এই রাজ্যের উপকূলের আকাশে মেঘের সঞ্চার হবে ৷ 6-7 ডিসেম্বর অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টি হতে পারে ৷ কলকাতাতে 6 কিংবা 7 তারিখের যে কোনও একদিন হালকা বৃষ্টি হতে পারে ৷ তবে এক্ষেত্রে হাওয়ার গতিবেগ নিয়ে কোনও সতর্কতা জারি করেনি আলিপুর ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরেও কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি ৷ তাহলে কি শীতের আগমনীতে বাধার সৃষ্টি হতে চলেছে ?
কলকাতায় হাওয়া অফিসের আবহাওয়াবিদ গণেশচন্দ্র দাস সরাসরি এর কোনও উত্তর না-দিলেও তিনি বলেন, "আমাদের স্থলভাগে উত্তর দিক থেকে ধেয়ে আসা বাতাস সিকিম উত্তরবঙ্গ হয়ে আসছে ৷ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার দিনটি যত এগিয়ে আসবে, ততই এই হাওয়া উত্তর-পূর্ব দিক ছুঁয়ে আসবে ৷ বাংলাদেশ হয়ে আসবে ৷ এর ফলে আকাশে মেঘের সঞ্চার হবে ৷ আজ এবং আগামিকাল আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 20-21 ডিগ্রির মধ্যে থাকবে ৷ এর নীচে নামবে না ৷ এই পরিস্থিতি 7 তারিখ পর্যন্ত চলবে ৷ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে তাপমাত্রার পতন 7 তারিখের পরে হবে, তার আগে নয় ৷"
শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93 শতাংশ ৷ আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 21 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন: