কলকাতা, 22 নভেম্বর: ভোরে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়লে তা কেটে যাচ্ছে ৷ মিঠে কড়া রোদে গরম লাগলেও তা অস্বস্তিকর মনে হচ্ছে না ৷ বরং এর সঙ্গে উত্তুরে ঠান্ডা হাওয়ার মিশেল শিরশিরানি বয়ে নিয়ে আসছে ৷ আপাতত এই পরিস্থিতি চলবে ৷ তবে আলিপুরের আবহাওয়া অফিস এই অবস্থাকে এখনই দুয়ারে শীত বলতে রাজি নয় ৷ বরং হেমন্তের এই সময়ে আবহাওয়ার এটাই স্বাভাবিক আচরণ বলে মনে করছে ৷
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ- দুই জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে ৷ এই মুহূর্তে উত্তরবঙ্গের উপরের দুটি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে এক বা দু'দিন হালকা বৃষ্টি হতে পারে ৷ বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ তবে দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই ৷
শুধুমাত্র উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হওয়া ঢুকতে থাকবে রাজ্যে ৷ ফলে শীতের আমেজ বেশ ভালো করে পাওয়া যাবে ৷ কলকাতায় এই আমেজ এখনও সেভাবে না পাওয়া গেলেও জেলায় তা মালুম হচ্ছে ৷
এর ফলে রাজ্যে তাপমাত্রা কমবে ৷ উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হওয়া প্রবেশের ফলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও কলকাতাতে আগামী 48 ঘণ্টার মধ্যে 2 ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হবে, এমনটা নয় ৷
আগেই বলা হয়েছিল, জগদ্ধাত্রী পুজোয় হুগলি-চন্দননগরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই ৷ অন্য জেলাগুলির মতো তাপমাত্রা 2 ডিগ্রি কমতে পারে ৷ যেহেতু শুষ্ক আবহাওয়া, তাই বৃষ্টিরও সম্ভাবনা নেই ৷ স্বাভাবিকভাবে, এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই ৷
মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ এবং সর্বনিম্ন 50 শতাংশ ৷ আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 21 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন: