কলকাতা, 19 ডিসেম্বর: জাঁকিয়ে ঠান্ডার অনুভূতিতে শীতের উপস্থিতি জানান দিচ্ছে বঙ্গে ৷ চলতি সপ্তাহে এই অনুভূতি আরও বেশি অনুভূত হবে ৷ তবে পারদ পতন সেভাবে হবে না ৷ পৌষ মাসের প্রথম সপ্তাহে শীত যেভাবে তার ইনিংস শুরু করেছে, তাতে শীত বিলাসীদের কাছে আশার আলো ৷ শুক্রবার পর্যন্ত এই ঠান্ডার স্পেল চলবে ৷ তারপর ঠান্ডার গতিপ্রকৃতি কোন পথে তা বুঝতে আবহাওয়াবিদরা অপেক্ষা করতে চান ৷
ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে বরফ পড়তে শুরু করেছে ৷ সেখানকার শীতল শুষ্ক বাতাস অবাধে বাংলার আকাশে ঢুকছে ৷ এই মুহূর্তে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ তবে উত্তর-পশ্চিম দিক থেকে যে হাওয়া প্রবেশ করছে, তা প্রধানত শুষ্ক এবং ঠান্ডা প্রকৃতির ৷
ফলে আমাদের রাজ্যের জেলাগুলির তাপমাত্রা যথেষ্ট নীচের দিকে ৷ আবহাওয়া অফিস আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি নীচে থাকার কথা বলা হয়েছে ৷ এই পরিস্থিতি আগামী 22 তারিখ পর্যন্ত চলবে ৷
কলকাতার ক্ষেত্রে রাতের তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা থাকবে ৷ পাশাপাশি দার্জিলিংয়ের ক্ষেত্রে এই মুহূর্তে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রির নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ এবং সর্বনিম্ন 46 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ রোদ ঝলমলে থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রি এবং 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন: