ETV Bharat / state

West Bengal Weather Update: বঙ্গজুড়ে ফিরছে হিমের পরশ, নিম্নগামী হবে সর্বনিম্ন তাপমাত্রা - ঠান্ডার অনুভূতি

বর্ষা বিদায় নিয়েছে আগেই ৷ কলকাতা শহরে হেমন্তের প্রভাব তেমন একটা অনুভব করা না-গেলেও হিমের পরশের ছোঁয়া লেগেছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা কমবে, পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের ৷

Winter
বাংলায় শীত
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 7:33 AM IST

কলকাতা, 7 নভেম্বর: হেমন্তের হিমের পরশ জাঁকিয়ে বসতে চলেছে ৷ বঙ্গের আকাশে বাতাসে গরমের থেকে এবার ঠান্ডার অনুভূতি বেশি করেই অনুভূত হচ্ছে ৷ সূর্য ডুবলেই ঝুপ করে একটা শীতল অনুভূতি ফিরতে শুরু করছে ৷ কোথাও কুয়াশা, কোথাও বা ধোঁয়াশা জড়িয়ে ধরছে বঙ্গের আবহে ৷ সব মিলিয়ে আর বৃষ্টি নয়, রাজ্যজুড়ে শীতল মনোরম আবহ নামতে চলেছে ৷

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিনে রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি কমবে ৷ আগামী 5 দিন বাংলায় মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22-23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে ৷ তবে পশ্চিমের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা 18-19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে ৷

অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন নেই ৷ বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়া সেখানেও ৷ অর্থাৎ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে শীতের অনুভূতি এখনও মালুম না হলেও, জেলা শহরে শীতের আগমনী বাজতে শুরু করেছে ৷ তাই গ্রীষ্ম, বর্ষা পেরিয়ে কার্তিক, অগ্রহায়ণ মাস টপকে দুয়ারে শীত, তার জল্পনা শুরু হয়েছে ৷ যদিও হাওয়া অফিসের পূর্বাভাসে শীতের কোনও উল্লেখ নেই ৷ আপাতত শুষ্ক আবহাওয়া চলবে বলেই জানানো গিয়েছে ৷

কলকাতায় এখন বিশ্বকাপের আরও দুটো ম্যাচ হওয়ার কথা রয়েছে ৷ পাশাপাশি সামনেই দীপাবলি উৎসব ৷ এই উৎসবের মেজাজ যে বৃষ্টিতে পণ্ড হবে না, তার ইঙ্গিত অবশ্য আলিপুর দিয়েছে ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85 শতাংশ এবং সর্বনিম্ন 37 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 21 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: 'নিজের নামে স্টেডিয়াম করিনি', বিজয়া সম্মিলনী থেকে মোদিকে তোপ মমতার

কলকাতা, 7 নভেম্বর: হেমন্তের হিমের পরশ জাঁকিয়ে বসতে চলেছে ৷ বঙ্গের আকাশে বাতাসে গরমের থেকে এবার ঠান্ডার অনুভূতি বেশি করেই অনুভূত হচ্ছে ৷ সূর্য ডুবলেই ঝুপ করে একটা শীতল অনুভূতি ফিরতে শুরু করছে ৷ কোথাও কুয়াশা, কোথাও বা ধোঁয়াশা জড়িয়ে ধরছে বঙ্গের আবহে ৷ সব মিলিয়ে আর বৃষ্টি নয়, রাজ্যজুড়ে শীতল মনোরম আবহ নামতে চলেছে ৷

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিনে রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি কমবে ৷ আগামী 5 দিন বাংলায় মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22-23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে ৷ তবে পশ্চিমের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা 18-19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে ৷

অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন নেই ৷ বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়া সেখানেও ৷ অর্থাৎ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে শীতের অনুভূতি এখনও মালুম না হলেও, জেলা শহরে শীতের আগমনী বাজতে শুরু করেছে ৷ তাই গ্রীষ্ম, বর্ষা পেরিয়ে কার্তিক, অগ্রহায়ণ মাস টপকে দুয়ারে শীত, তার জল্পনা শুরু হয়েছে ৷ যদিও হাওয়া অফিসের পূর্বাভাসে শীতের কোনও উল্লেখ নেই ৷ আপাতত শুষ্ক আবহাওয়া চলবে বলেই জানানো গিয়েছে ৷

কলকাতায় এখন বিশ্বকাপের আরও দুটো ম্যাচ হওয়ার কথা রয়েছে ৷ পাশাপাশি সামনেই দীপাবলি উৎসব ৷ এই উৎসবের মেজাজ যে বৃষ্টিতে পণ্ড হবে না, তার ইঙ্গিত অবশ্য আলিপুর দিয়েছে ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85 শতাংশ এবং সর্বনিম্ন 37 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 21 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: 'নিজের নামে স্টেডিয়াম করিনি', বিজয়া সম্মিলনী থেকে মোদিকে তোপ মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.