কলকাতা, 24 মে: সারা দিন ভ্যাপসা গরম ৷ বিকেলে কালবৈশাখীর হাত ধরে কিছুটা স্বস্তি ফিরছে ৷ মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ কলকাতায় উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা দমকা হাওয়ার বেগ ছিল ঘণ্টায় প্রায় 78 কিলোমিটার ৷ প্রায় একই সময়ে দমদমে ঘণ্টায় 72 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায় ৷ এক মিনিটের জোড়া কালবৈশাখী ঝড়ে একটু আরামের নিঃশ্বাস ফেলে মানুষ ৷ সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ৷ দিনভর বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয় ৷
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "মঙ্গলবার 23 মে থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল ৷ সেই অনুযায়ী তা বাড়তে শুরু করেছে ৷ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর- এই সব জেলাগুলিতে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ।" তিনি জানিয়েছেন, বাকি জেলাগুলি- বর্ধমান, হাওড়া, হুগলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ 23-27 মে পর্যন্ত এই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি বজায় থাকবে । তবে একই জেলায় প্রতিদিন বৃষ্টি নাও হতে পারে ৷
আবহবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ উত্তরবঙ্গে আগামিকাল 25 মে উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ প্রথম দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে । তাপমাত্রা প্রথম তিনদিনে একটু কমবে ৷
মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 91 শতাংশ ও 51 শতাংশ ৷ মঙ্গলবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস ৷ এরপর কলাইকুণ্ডায় 41.2 ডিগ্রি, ঝাড়গ্রামে 41 ডিগ্রি ৷ আজ বুধবার দিনে ঘর্মাক্ত অস্বস্তিকর গরম থাকবে ৷ বিকেলে ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 24 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন: সময়ের আগেই পড়ে যেতে পারে কেন্দ্রের বিজেপি সরকার, দাবি মমতার