ETV Bharat / state

West Bengal Weather Update: দুয়ারে নিম্নচাপ! সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ - IMD KOLKATA WEATHER

নিম্নচাপের ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস রাজ্যে প্রবেশ করবে (West Bengal Weather Update) । এর জেরে 10 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । উপকূলের জেলা দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হবে 10 তারিখ ৷

West Bengal Weather Update
সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ
author img

By

Published : Sep 9, 2022, 7:22 AM IST

Updated : Sep 9, 2022, 8:51 AM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: ভাদ্রের অস্বস্তিকর গরমের মধ্যে খানিকটা স্বস্তির খবর নিম্নচাপের সৃষ্টি (West Bengal Weather Update) । তার জেরে আগামী কয়েকটি দিন ভিজবে দক্ষিণবঙ্গ । আবহাওয়া দফতরের তরফে আগেই বলা হয়েছিল চলতি মাসের মাঝামাঝি সময় নিম্নচাপের সৌজন্যে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ । পুজোর আগে এই বৃষ্টিতে বিঘ্ন ঘটবে শারোদৎসবের প্রস্তুতিতে ।

আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন,"পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । আগামী 48 ঘণ্টায় এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে । এই নিম্নচাপটির অবস্থান উত্তর-অন্ধপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অঞ্চল । এই নিম্নচাপের ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আমাদের রাজ্যে প্রবেশ করবে । এর ফলে শনিবার 10 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । উপকূলের জেলা থেকে শুরু করে দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হবে 10 তারিখ ৷ বৃষ্টি বাড়বে 11 এবং 12 তারিখ । শুধু তাই নয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই 24 পরগনা ও দুই মেদনীপুরে।"

সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

আরও পড়ুন: আর্থিকভাবে কঠিন সময় কাদের ? জানুন ইটিভি ভারত রাশিফলে

তিনি আরও জানান, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে 11 ও 12 তারিখ ভারী বৃষ্টি হবে । 13 তারিখ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । যেহেতু এই নিম্নচাপটি তৈরি হয়েছে এবং আগামী 48 ঘণ্টায় আরও শক্তি বাড়াবে তাই সমুদ্রের আশেপাশে উপকূল জেলাগুলোতে হাওয়ার গতিবেগ থাকবে 45 কিলোমিটারের বেশি । তাই মৎস্যজীবীদের 10 থেকে 13 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যারা গভীর সমুদ্রে আছেন তাঁদেরকে বলা হচ্ছে 9 তারিখের মধ্যে ফিরে আসতে । পর্যটকদের জন্য আগামী 10 থেকে 13 তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল সর্বাধিক 89 শতাংশ । শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে । রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 9 সেপ্টেম্বর: ভাদ্রের অস্বস্তিকর গরমের মধ্যে খানিকটা স্বস্তির খবর নিম্নচাপের সৃষ্টি (West Bengal Weather Update) । তার জেরে আগামী কয়েকটি দিন ভিজবে দক্ষিণবঙ্গ । আবহাওয়া দফতরের তরফে আগেই বলা হয়েছিল চলতি মাসের মাঝামাঝি সময় নিম্নচাপের সৌজন্যে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ । পুজোর আগে এই বৃষ্টিতে বিঘ্ন ঘটবে শারোদৎসবের প্রস্তুতিতে ।

আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন,"পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । আগামী 48 ঘণ্টায় এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে । এই নিম্নচাপটির অবস্থান উত্তর-অন্ধপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অঞ্চল । এই নিম্নচাপের ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আমাদের রাজ্যে প্রবেশ করবে । এর ফলে শনিবার 10 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । উপকূলের জেলা থেকে শুরু করে দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হবে 10 তারিখ ৷ বৃষ্টি বাড়বে 11 এবং 12 তারিখ । শুধু তাই নয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই 24 পরগনা ও দুই মেদনীপুরে।"

সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

আরও পড়ুন: আর্থিকভাবে কঠিন সময় কাদের ? জানুন ইটিভি ভারত রাশিফলে

তিনি আরও জানান, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে 11 ও 12 তারিখ ভারী বৃষ্টি হবে । 13 তারিখ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । যেহেতু এই নিম্নচাপটি তৈরি হয়েছে এবং আগামী 48 ঘণ্টায় আরও শক্তি বাড়াবে তাই সমুদ্রের আশেপাশে উপকূল জেলাগুলোতে হাওয়ার গতিবেগ থাকবে 45 কিলোমিটারের বেশি । তাই মৎস্যজীবীদের 10 থেকে 13 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যারা গভীর সমুদ্রে আছেন তাঁদেরকে বলা হচ্ছে 9 তারিখের মধ্যে ফিরে আসতে । পর্যটকদের জন্য আগামী 10 থেকে 13 তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল সর্বাধিক 89 শতাংশ । শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে । রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে ।

Last Updated : Sep 9, 2022, 8:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.