কলকাতা, 8 সেপ্টেম্বর: রাজ্যে পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা ৷ বাধা আসতে পারে দুর্গা পুজোর প্রস্তুতিতে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস মিললে, বাধা আসতে পারে প্রতিমা তৈরি থেকে সাজসজ্জা, বাজার থেকে আয়োজন- সবকিছুতে । আলিপুর আবহাত্তয়া অফিসের (IMD Kolkata) উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় একটি নিম্নচাপের কথা জানিয়েছেন (West Bengal Weather Forecast) ৷
সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । আশা করা হচ্ছে আগামী 24 ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপে পরিণত হবে । অর্থাৎ পূর্ব-মধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘনাচ্ছে । এর ফলে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির হতে পারে । 10-11 সেপ্টেম্বর অর্থাৎ সপ্তাহান্তে শনি-রবিবার থেকে বৃষ্টি বাড়বে । আরও এক থেকে দু'দিন দীর্ঘায়িত হবে তা ৷ অর্থাৎ 12-13 তারিখ পর্যন্ত চলবে ।"
আরও পড়ুন: প্রেমের সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আসক্তি ও আবেগ জাগিয়ে তুলতে হবে কাদের ?
সপ্তাহের শেষ দু'দিন দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম- এই জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি এখন কমেছে । উত্তরে বৃষ্টি কমবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে আগামী তিন দিন, জানিয়েছেন সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় (partly cloudy sky with rain likely to occur)।
বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ ৷ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা । কয়েক পশলা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷