ETV Bharat / state

Possibility of Rain in Durga Puja: উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, পুজোয় বৃষ্টির আশঙ্কা আরও বাড়ল

author img

By

Published : Sep 28, 2022, 6:55 AM IST

আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়ছে 1 অক্টোবরের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে ৷ তবে বৃষ্টি হলেও বঙ্গের তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update
পুজোয় হতে পারে বৃষ্টি

কলকাতা, 28 সেপ্টেম্বর: পুজোর আবহে কাটা ছড়াচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি । আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে পয়লা অক্টোবর পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা বলেছে এবং 2 অক্টোবর থেকে তা বৃদ্ধি পাওয়ার শঙ্কার কথা শুনিয়েছে । আজ বিকেলে পুজোয় বৃষ্টির গতিপ্রকৃতি কোন পথে তার বিস্তারিত পূর্বাভাস জানাবে হাওয়া অফিস (West Bengal Weather Update) ।

আবহাওয়াবিদদের চিন্তা বাড়াচ্ছে পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গপোসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত । এটি কীধরনের আচরণ করে তার উপরই নির্ভর করবে পুজোয় ঠিক কতটা বৃষ্টি হবে ? বঙ্গে পুজোয় বৃষ্টি নতুন নয় । বর্ষা বিদায় নেওয়ার আগে বা একেবারে মাথায় মাথায় পুজো পড়লে বৃষ্টি হয় । গত কয়েক বছর বারবার এই ঘটনা ঘটতে দেখা গিয়েছে । এবারও পরিস্থিতি খানিকটা সেরকম । বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে । কিন্তু শেষ হতে আরও খানিকটা সময় লাগবে । আর তারই মধ্যে থাকছে বৃষ্টির সম্ভবনা । এখন বৃষ্টির কামড় কখনও হালকা, কখনও মাঝারি আর কখনও আবার কিছুটা ভারী । তবে বৃষ্টি হলেও বঙ্গের তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে । শরতে হিমের পরশ এখনও সেভাবে মিলছে না । উলটে গরমের অস্বস্তি রয়েছে পুরোমাত্রায় । হাওয়া অফিসের পূর্বাভাস মিললে 4 ও 5 অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীতে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । তাছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাতেও বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে । সেটাও অস্বস্তি বাড়বে ।

আরও পড়ুন: আজ তৃতীয়া, কেমন যাবে দিন জানুন রাশিফলে

আজ তৃতীয়ায় রাজ্যের কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । মঙ্গলবারও বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলেই কলকাতার একাধিক বড় বাজেটের পুজোর উদ্বোধনের হল । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আদ্রতা 91 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি সেভাবে হয়নি । বুধবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে । কয়েক পশলা বৃষ্টিও হতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 28 সেপ্টেম্বর: পুজোর আবহে কাটা ছড়াচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি । আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে পয়লা অক্টোবর পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা বলেছে এবং 2 অক্টোবর থেকে তা বৃদ্ধি পাওয়ার শঙ্কার কথা শুনিয়েছে । আজ বিকেলে পুজোয় বৃষ্টির গতিপ্রকৃতি কোন পথে তার বিস্তারিত পূর্বাভাস জানাবে হাওয়া অফিস (West Bengal Weather Update) ।

আবহাওয়াবিদদের চিন্তা বাড়াচ্ছে পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গপোসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত । এটি কীধরনের আচরণ করে তার উপরই নির্ভর করবে পুজোয় ঠিক কতটা বৃষ্টি হবে ? বঙ্গে পুজোয় বৃষ্টি নতুন নয় । বর্ষা বিদায় নেওয়ার আগে বা একেবারে মাথায় মাথায় পুজো পড়লে বৃষ্টি হয় । গত কয়েক বছর বারবার এই ঘটনা ঘটতে দেখা গিয়েছে । এবারও পরিস্থিতি খানিকটা সেরকম । বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে । কিন্তু শেষ হতে আরও খানিকটা সময় লাগবে । আর তারই মধ্যে থাকছে বৃষ্টির সম্ভবনা । এখন বৃষ্টির কামড় কখনও হালকা, কখনও মাঝারি আর কখনও আবার কিছুটা ভারী । তবে বৃষ্টি হলেও বঙ্গের তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে । শরতে হিমের পরশ এখনও সেভাবে মিলছে না । উলটে গরমের অস্বস্তি রয়েছে পুরোমাত্রায় । হাওয়া অফিসের পূর্বাভাস মিললে 4 ও 5 অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীতে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । তাছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাতেও বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে । সেটাও অস্বস্তি বাড়বে ।

আরও পড়ুন: আজ তৃতীয়া, কেমন যাবে দিন জানুন রাশিফলে

আজ তৃতীয়ায় রাজ্যের কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । মঙ্গলবারও বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলেই কলকাতার একাধিক বড় বাজেটের পুজোর উদ্বোধনের হল । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আদ্রতা 91 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি সেভাবে হয়নি । বুধবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে । কয়েক পশলা বৃষ্টিও হতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.