ETV Bharat / state

West Bengal Weather Update: ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, বঙ্গে পুজোয় বৃষ্টির জোরালো সম্ভাবনা - পুজোয় বৃষ্টি

আজ দ্বিতীয়া ৷ পুজোয় বৃষ্টি হবে কি না তা পাকাপাকিভাবে কাল জানাতে পারবে আবহাওয়া অফিস ৷ তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ৷ তাই বৃষ্টিতে ভিজতে পারে পুজো (West Bengal Weather) ৷

Kolkata Weather Update
ETB Bharat
author img

By

Published : Sep 27, 2022, 7:01 AM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: পুজোয় বৃষ্টির শঙ্কা জোরালো হচ্ছে, জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়ের বললেন, "পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷ এর ফলে 2 অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে" । তাই পুজোয় বৃষ্টির সম্ভবনা বঙ্গে (IMD Kolkata Weather Update partly cloudy sky with rain very likely to occur) ৷

আগামিকাল 28 সেপ্টেম্বর দুর্গাপুজোয় চারদিনের আবহ সম্পর্কে একটা পরিষ্কার ছবি তুলে দিতে পারা যাবে, জানিয়েছে হাওয়া অফিস । কারণ দক্ষিণবঙ্গে 26 অক্টোবর অর্থাৎ গতকাল থেকে 1 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হবে না, এ নিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না আবহবিদরা । আসছে রোববার গান্ধিজয়ন্তী দিন, 2 অক্টোবর থেকে দক্ষিণে বৃষ্টি বাড়বে । পুজোর নির্ঘণ্টে সেদিন সপ্তমী । ফলে ওই দিন বিশেষত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাতে বৃষ্টি বাড়ার পূর্বাভাসে অস্বস্তি বাড়বে । কিন্তু মাত্র 24 ঘণ্টা আগেই পরিস্থিতি খানিকটা আলাদা ছিল । তবে এখন যা অবস্থা তাতে পুজোর সময় বৃষ্টির আশঙ্কা যথেষ্ট বেশি ।

পুজোর আবহাওয়া নিয়ে কী জানালেন আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: বুর্জ খলিফার দুঃসহ স্মৃতি অতীত, প্রথমাতেই জনজোয়ার শ্রীভূমির সেন্ট পিটার্স বাসিলিকায়

উত্তরবঙ্গে 28 সেপ্টেম্বর অর্থাৎ আগামিকাল থেকে 3 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । 4 ও 5 অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীতে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে পুজোয় মেঘ-বৃষ্টি-রোদের খেলা চলবে মনে করা হচ্ছে । তাই পুজোয় ঘুরতে বেরিয়ে নিজের সাজ ঠিক রাখার সচেতনতার মতো ছাতাও রাখুন সঙ্গে ।

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ ৷ মঙ্গলবার দ্বিতীয়ার আকাশ অংশত মেঘলাই থাকবে । কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

কলকাতা, 27 সেপ্টেম্বর: পুজোয় বৃষ্টির শঙ্কা জোরালো হচ্ছে, জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়ের বললেন, "পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷ এর ফলে 2 অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে" । তাই পুজোয় বৃষ্টির সম্ভবনা বঙ্গে (IMD Kolkata Weather Update partly cloudy sky with rain very likely to occur) ৷

আগামিকাল 28 সেপ্টেম্বর দুর্গাপুজোয় চারদিনের আবহ সম্পর্কে একটা পরিষ্কার ছবি তুলে দিতে পারা যাবে, জানিয়েছে হাওয়া অফিস । কারণ দক্ষিণবঙ্গে 26 অক্টোবর অর্থাৎ গতকাল থেকে 1 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হবে না, এ নিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না আবহবিদরা । আসছে রোববার গান্ধিজয়ন্তী দিন, 2 অক্টোবর থেকে দক্ষিণে বৃষ্টি বাড়বে । পুজোর নির্ঘণ্টে সেদিন সপ্তমী । ফলে ওই দিন বিশেষত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাতে বৃষ্টি বাড়ার পূর্বাভাসে অস্বস্তি বাড়বে । কিন্তু মাত্র 24 ঘণ্টা আগেই পরিস্থিতি খানিকটা আলাদা ছিল । তবে এখন যা অবস্থা তাতে পুজোর সময় বৃষ্টির আশঙ্কা যথেষ্ট বেশি ।

পুজোর আবহাওয়া নিয়ে কী জানালেন আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: বুর্জ খলিফার দুঃসহ স্মৃতি অতীত, প্রথমাতেই জনজোয়ার শ্রীভূমির সেন্ট পিটার্স বাসিলিকায়

উত্তরবঙ্গে 28 সেপ্টেম্বর অর্থাৎ আগামিকাল থেকে 3 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । 4 ও 5 অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীতে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে পুজোয় মেঘ-বৃষ্টি-রোদের খেলা চলবে মনে করা হচ্ছে । তাই পুজোয় ঘুরতে বেরিয়ে নিজের সাজ ঠিক রাখার সচেতনতার মতো ছাতাও রাখুন সঙ্গে ।

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ ৷ মঙ্গলবার দ্বিতীয়ার আকাশ অংশত মেঘলাই থাকবে । কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.