ETV Bharat / state

West Bengal Weather Update: তৈরি নিম্নচাপ, পুজোর আগে আবারও বৃষ্টির ভ্রূকুটি বঙ্গজুড়ে - Durga Puja 2022

সপ্তাহ দুয়েকে বাদেই দুর্গাপুজো । কিন্তু তার আগে শরতের আকাশে কালো মেঘ ৷ তাই উৎসবের সময় আবহাওয়া কী আচরণ করবে তা এখন থেকেই রক্তচাপ বাড়াচ্ছে (West Bengal Monsoon) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 18, 2022, 6:42 AM IST

Updated : Sep 18, 2022, 6:57 AM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: একসময় বৃষ্টি-প্রত্যাশী দক্ষিণবঙ্গ এখন নিয়মিত ভিজছে । ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিনে পা । আকাশ ভরা পেঁজা তুলোর মতো মেঘের বদলে কালো মেঘের সারি চিন্তা বাড়াচ্ছে । পুজোর (Durga Puja 2022) আয়োজকরা আয়োজনের ত্রুটি রাখছেন না । ব্যাপারীরা পশরা সাজিয়ে পুজোর আবহে প্রাণ ফেরানোর চেষ্টা করছেন । কিন্তু নিম্নচাপের ভ্রূকুটি কাঁটা ছড়াচ্ছে । তাহলে কি বৃষ্টিতেই ভাসবে পুজোর আনন্দ (IMD Kolkata Weather Update partly cloudy sky and rain likely to occur) ? এই প্রশ্নই ঘুরছে সবার মনে ।

প্রায় সপ্তাহ দুয়েক দেরি বোধনের ৷ তার আগে নিম্নচাপ দুয়ারে কড়া নাড়ছে । আলিপুর আবহাওয়া দফতরের (Meteorological Department Kolkata) আবহবিদরা আগামী পাঁচদিনের যে পূর্বাভাস জানিয়েছেন, তাতে বৃষ্টির আনোগোনা রয়েছে । হাওয়া অফিস বলছে, "একটি মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে । এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । শুধুমাত্র ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে । এছাড়া আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উপকূলের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী পাঁচদিন উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে ।"

আরও পড়ুন: কোন রাশিতে গ্রহের অবস্থান কেমন, জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল

আজ 18 তারিখ ফের নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে । এছাড়া 20 সেপ্টেম্বর আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে । এর ফলে আগামী 21 তারিখ বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । এছাড়া দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টি চলবে । মৎস্যজীবীদের আগামী 21 তারিখ থেকে সমুদ্র যেতে বারণ করা হয়েছে ।

আগামী পাঁচদিন কলকাতায় মেঘলা আকাশ এবং দু-এক পশলা বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 28-29 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রির আশেপাশে থাকবে । শনিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা- যথাক্রমে 31.9 ডিগ্রি সেলসিয়াস এবং 26.2 ডিগ্রি সেলসিয়াস, দু'টিই স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমান 2.9 মিলিমিটার । রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা । বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ।

কলকাতা, 18 সেপ্টেম্বর: একসময় বৃষ্টি-প্রত্যাশী দক্ষিণবঙ্গ এখন নিয়মিত ভিজছে । ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিনে পা । আকাশ ভরা পেঁজা তুলোর মতো মেঘের বদলে কালো মেঘের সারি চিন্তা বাড়াচ্ছে । পুজোর (Durga Puja 2022) আয়োজকরা আয়োজনের ত্রুটি রাখছেন না । ব্যাপারীরা পশরা সাজিয়ে পুজোর আবহে প্রাণ ফেরানোর চেষ্টা করছেন । কিন্তু নিম্নচাপের ভ্রূকুটি কাঁটা ছড়াচ্ছে । তাহলে কি বৃষ্টিতেই ভাসবে পুজোর আনন্দ (IMD Kolkata Weather Update partly cloudy sky and rain likely to occur) ? এই প্রশ্নই ঘুরছে সবার মনে ।

প্রায় সপ্তাহ দুয়েক দেরি বোধনের ৷ তার আগে নিম্নচাপ দুয়ারে কড়া নাড়ছে । আলিপুর আবহাওয়া দফতরের (Meteorological Department Kolkata) আবহবিদরা আগামী পাঁচদিনের যে পূর্বাভাস জানিয়েছেন, তাতে বৃষ্টির আনোগোনা রয়েছে । হাওয়া অফিস বলছে, "একটি মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে । এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । শুধুমাত্র ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে । এছাড়া আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উপকূলের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী পাঁচদিন উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে ।"

আরও পড়ুন: কোন রাশিতে গ্রহের অবস্থান কেমন, জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল

আজ 18 তারিখ ফের নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে । এছাড়া 20 সেপ্টেম্বর আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে । এর ফলে আগামী 21 তারিখ বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । এছাড়া দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টি চলবে । মৎস্যজীবীদের আগামী 21 তারিখ থেকে সমুদ্র যেতে বারণ করা হয়েছে ।

আগামী পাঁচদিন কলকাতায় মেঘলা আকাশ এবং দু-এক পশলা বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 28-29 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রির আশেপাশে থাকবে । শনিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা- যথাক্রমে 31.9 ডিগ্রি সেলসিয়াস এবং 26.2 ডিগ্রি সেলসিয়াস, দু'টিই স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমান 2.9 মিলিমিটার । রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা । বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ।

Last Updated : Sep 18, 2022, 6:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.