ETV Bharat / state

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি - IMD KOLKATA WEATHER FORECASTS GENERALLY CLOUDY SKY WITH RAIN THUNDERSHOWER LIKELY TO OCCUR

উপকূলের জেলাগুলোতে দমকা হাওয়া থাকবে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ।আজ এবং আগামিকাল সকালের দিকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর ৷ দু-এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update
বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি
author img

By

Published : Aug 10, 2022, 6:58 AM IST

কলকাতা, 10 অগস্ট: কালো মেঘের আড়ালে বৃষ্টির ভ্রুকুটি । কখনও ঝেপে আবার কখনও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে । এভাবেঅ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দক্ষিণবঙ্গে নিজের উপস্থিতির প্রমাণ দিচ্ছে । ফলে আগামী তিন থেকে চারদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি জনজীবনকে ব্যতিব্যস্ত করতে পারে বলেই অনুমান (West Bengal Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । এখন তা ওড়িশা উপকূলে অবস্থান করছে । এই নিম্নচাপের জেরে 9 থেকে 11 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে । দুই 24 পরগনা ও দুই মেদিনীপুরে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে । উপকূলের জেলাগুলোতে দমকা হাওয়া থাকবে । যার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হবে । 10 তারিখ এবং 11 তারিখ অর্থাৎ আজ এবং আগামিকাল সকালের দিকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে । 12 তারিখের পরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে । আবার 13 তারিখ খানিকটা বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গে । আগামী পাঁচদিন হালকা বৃষ্টি হবে । ফলে তাপমাত্রা খানিকটা বাড়বে । মৎস্যজীবীদের আগামিকাল অর্থাৎ 11 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।"

বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি

আরও পড়ুন: বুধে প্রেমে সাফল্য পাবেন কারা জানুন রাশিফলে

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ 93 শতাংশ হলেও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে গরম সেভাবে অনুভূত হয়নি । বুধবারের আকাশ মেঘলা । বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 10 অগস্ট: কালো মেঘের আড়ালে বৃষ্টির ভ্রুকুটি । কখনও ঝেপে আবার কখনও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে । এভাবেঅ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দক্ষিণবঙ্গে নিজের উপস্থিতির প্রমাণ দিচ্ছে । ফলে আগামী তিন থেকে চারদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি জনজীবনকে ব্যতিব্যস্ত করতে পারে বলেই অনুমান (West Bengal Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । এখন তা ওড়িশা উপকূলে অবস্থান করছে । এই নিম্নচাপের জেরে 9 থেকে 11 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে । দুই 24 পরগনা ও দুই মেদিনীপুরে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে । উপকূলের জেলাগুলোতে দমকা হাওয়া থাকবে । যার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হবে । 10 তারিখ এবং 11 তারিখ অর্থাৎ আজ এবং আগামিকাল সকালের দিকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে । 12 তারিখের পরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে । আবার 13 তারিখ খানিকটা বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গে । আগামী পাঁচদিন হালকা বৃষ্টি হবে । ফলে তাপমাত্রা খানিকটা বাড়বে । মৎস্যজীবীদের আগামিকাল অর্থাৎ 11 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।"

বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি

আরও পড়ুন: বুধে প্রেমে সাফল্য পাবেন কারা জানুন রাশিফলে

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ 93 শতাংশ হলেও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে গরম সেভাবে অনুভূত হয়নি । বুধবারের আকাশ মেঘলা । বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.