ETV Bharat / state

West Bengal Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আছড়ে পড়বে বাংলাদেশে

ফের পুজোর আগে নিম্নচাপের খাঁড়া ঝুলছে পশ্চিমবঙ্গের ওপর (West Bengal Weather Update) ৷ ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ ৷ আন্দামান দ্বীপ থেকে পশ্চিম দিকে এই মুহূর্তে বিরাজ করছে এই নিম্নচাপ ৷

IMD Kolkata Weather Forecast
IMD Kolkata Weather Forecast
author img

By

Published : Oct 22, 2022, 5:21 PM IST

Updated : Oct 22, 2022, 5:38 PM IST

কলকাতা, 22 অক্টোবর: নিম্নচাপ শনিবার সকাল সাড়ে আটটায় ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে (IMD Kolkata Weather Forecast) । আন্দামান দ্বীপ থেকে পশ্চিম দিকে এখন তা বিরাজ করছে ৷ যা বর্তমানে পোর্ট প্লেয়ার থেকে 110 কিলোমিটার ও সাগরদ্বীপ থেকে 1460 কিলোমিটার দূরে এবং বাংলাদেশের বরিশাল থেকে 1130 কিলোমিটার দূরে অবস্থান করছে । এই সিস্টেমের অভিমুখ উত্তর-পশ্চিম দিকে ৷ আগামিকাল 23 তারিখ এই সিস্টেমটি রূপান্তর হবে ।

24 তারিখ এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে ৷ এই ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলের তিনকোনা আইল্যান্ড এবং সন্দ্বীপের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে । 25 ও 25 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে 24 তারিখ ৷ দুই 24 পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ৷ শুধু ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুরে । 25 তারিখ বৃষ্টির পরিমাণ কমবে ৷ শুধু ভারী বৃষ্টি হবে দুই 24 পরগনা ও নদিয়া জেলাতে (West Bengal Weather Update) ।

ধেয়ে আসছে নিম্নচাপ

24 এবং 25 হাওড়া হুগলি হালকা মাঝারি বৃষ্টি হবে । সোমবার দুই 24 পরগনায় হাওয়ার গতিবেগ থাকবে 45 থেকে 55 এবং গাস্টিং 65 কিলোমিটার । 30 থেকে 40 এবং গাস্টিং 50 কলকাতা-সহ হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ৷ 25 তারিখ দুই 24 পরগনায় হাওয়ার গতিবেগ বেড়ে 80 থেকে 90 হবে ৷ পূর্ব মেদিনীপুরে 60 থেকে 70 ও গাস্টিং 80 থাকবে ৷ কলকাতা-সহ বাদ বাকি জেলাগুলোর 40 থেকে 45 এবং গাস্টিং 60 থাকবে ৷

আরও পড়ুন: সুন্দরবনে সরাসরি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় সিত্রাং, আশঙ্কা হাওয়া অফিসের

মৎস্যজীবীদের 23 থেকে 25 তারিখ মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ যারা গিয়েছে তাদেরকে আজকের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে । হাওয়া অফিস সূত্রে খরর, সমুদ্রে স্থানে নামার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরে ফেরি সার্ভিস বন্ধ থাকবে সোমবার ও মঙ্গলবার ৷

কলকাতা, 22 অক্টোবর: নিম্নচাপ শনিবার সকাল সাড়ে আটটায় ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে (IMD Kolkata Weather Forecast) । আন্দামান দ্বীপ থেকে পশ্চিম দিকে এখন তা বিরাজ করছে ৷ যা বর্তমানে পোর্ট প্লেয়ার থেকে 110 কিলোমিটার ও সাগরদ্বীপ থেকে 1460 কিলোমিটার দূরে এবং বাংলাদেশের বরিশাল থেকে 1130 কিলোমিটার দূরে অবস্থান করছে । এই সিস্টেমের অভিমুখ উত্তর-পশ্চিম দিকে ৷ আগামিকাল 23 তারিখ এই সিস্টেমটি রূপান্তর হবে ।

24 তারিখ এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে ৷ এই ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলের তিনকোনা আইল্যান্ড এবং সন্দ্বীপের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে । 25 ও 25 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে 24 তারিখ ৷ দুই 24 পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ৷ শুধু ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুরে । 25 তারিখ বৃষ্টির পরিমাণ কমবে ৷ শুধু ভারী বৃষ্টি হবে দুই 24 পরগনা ও নদিয়া জেলাতে (West Bengal Weather Update) ।

ধেয়ে আসছে নিম্নচাপ

24 এবং 25 হাওড়া হুগলি হালকা মাঝারি বৃষ্টি হবে । সোমবার দুই 24 পরগনায় হাওয়ার গতিবেগ থাকবে 45 থেকে 55 এবং গাস্টিং 65 কিলোমিটার । 30 থেকে 40 এবং গাস্টিং 50 কলকাতা-সহ হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ৷ 25 তারিখ দুই 24 পরগনায় হাওয়ার গতিবেগ বেড়ে 80 থেকে 90 হবে ৷ পূর্ব মেদিনীপুরে 60 থেকে 70 ও গাস্টিং 80 থাকবে ৷ কলকাতা-সহ বাদ বাকি জেলাগুলোর 40 থেকে 45 এবং গাস্টিং 60 থাকবে ৷

আরও পড়ুন: সুন্দরবনে সরাসরি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় সিত্রাং, আশঙ্কা হাওয়া অফিসের

মৎস্যজীবীদের 23 থেকে 25 তারিখ মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ যারা গিয়েছে তাদেরকে আজকের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে । হাওয়া অফিস সূত্রে খরর, সমুদ্রে স্থানে নামার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরে ফেরি সার্ভিস বন্ধ থাকবে সোমবার ও মঙ্গলবার ৷

Last Updated : Oct 22, 2022, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.