ETV Bharat / state

West Bengal Weather Update: বসন্তে চিড়চিড়ে গরম, বাড়ছে রবির তেজ; দুয়ারে গ্রীষ্ম - ভরা বসন্তেই গ্রীষ্মের তাপ

দিনে রোদের তাপে পুড়ছে শরীর । আর সূর্য ডুুবলেই ফিরছে ঠান্ডার অনুভূতি (IMD Kolkata Weather Forecast) ৷ আবহাওয়ার এমনই খামখেয়ালি আচরণ চলছে গত কয়েকদিন ধরে ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 24, 2023, 9:36 AM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: আবহাওয়ার খামখেয়ালিপনায় জনজীবনে তীব্র অস্বস্তি (kolkata Weather Updates) । ঠান্ডা গরমের টানাপোড়েনে বেকায়দায় সকলে । দিনে রোদের তাপে পুড়ছে শরীর । সূর্য ডুবলে হালকা ঠান্ডার অনুভূতি । ভ্যাবসা গরম থেকে নিস্তারের খোঁজে পাখা চালালে সাময়িক স্বস্তি মিলছে । কিন্তু দীর্ঘক্ষন এভাবে চললে গলায় ব্যথা অনুভব হচ্ছে । আবহাওয়ার দোলাচলে কী করলে অস্বস্তি দূর হবে ? সেটাই লাখ টাকার প্রশ্ন।

ছয় ঋতুর গল্প এখন খাতায় কলমে । গ্রীষ্ম, বর্ষা এবং শীত এই তিন ঋতুই অনুভূত হয় । তবুও চলতি বছরে হেমন্ত কাল কিছুটা ধরা দিলেও, তা দীর্ঘস্থায়ী হয়নি । শুধু তাই নয় পরিসংখ্যান বলছে সদ্য বিদায় নেওয়া শীতকালও ছিল উষ্ণ । শীতে বিশেষ করে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এক আধদিন বৃষ্টিও হয়েছিল। এবার সেটাও পাওয়া যায়নি । এমনকী বর্ষার পরিসংখ্যান অন্য । এই অবস্থায় বসন্তের রেশ শুধু কোকিলের ডাকে আর বাংলা গানের লাইনে । বসন্তের শুরুতে চিড়চিড়ে গরম আর চিটচিটে ঘামে আসন্ন গ্রীষ্মকাল যে মারকুটে ইনিংস দেবে তা অনুমান করা যাচ্ছে ।

কয়েকদিন পরেই দোলযাত্রা। সাধারণত সেই সময় পর্যন্ত হালকা শীতের রেশ থাকে । এবার চড়া গরমে রং খেলতে হবে । চলতি সপ্তাহের শুরু থেকে পারদ চড়ছে । গত তিনদিনে তা অব্যাহত । বলা যায় স্বাভাবিকের চেয়ে প্রায় 4 ডিগ্রি উপরে ঘোরাফেরা করছে পারদ । ফলে নামে ভরা ফাল্গুন মাসেও গ্রীষ্মের উত্তাপ ।

আরও পড়ুন: পুরনো বন্ধুর খোঁজ পাবে মেষ রাশি, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

আলিপুর আবহাত্তয়া অফিস সূত্রে খবর, দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করাতেই এই গরম । আগামি 5 দিনের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ডিগ্রি উপরে থাকার কথা বলা হয়েছে । বৃহস্পতিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন দু’টি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ । শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 24 ফেব্রুয়ারি: আবহাওয়ার খামখেয়ালিপনায় জনজীবনে তীব্র অস্বস্তি (kolkata Weather Updates) । ঠান্ডা গরমের টানাপোড়েনে বেকায়দায় সকলে । দিনে রোদের তাপে পুড়ছে শরীর । সূর্য ডুবলে হালকা ঠান্ডার অনুভূতি । ভ্যাবসা গরম থেকে নিস্তারের খোঁজে পাখা চালালে সাময়িক স্বস্তি মিলছে । কিন্তু দীর্ঘক্ষন এভাবে চললে গলায় ব্যথা অনুভব হচ্ছে । আবহাওয়ার দোলাচলে কী করলে অস্বস্তি দূর হবে ? সেটাই লাখ টাকার প্রশ্ন।

ছয় ঋতুর গল্প এখন খাতায় কলমে । গ্রীষ্ম, বর্ষা এবং শীত এই তিন ঋতুই অনুভূত হয় । তবুও চলতি বছরে হেমন্ত কাল কিছুটা ধরা দিলেও, তা দীর্ঘস্থায়ী হয়নি । শুধু তাই নয় পরিসংখ্যান বলছে সদ্য বিদায় নেওয়া শীতকালও ছিল উষ্ণ । শীতে বিশেষ করে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এক আধদিন বৃষ্টিও হয়েছিল। এবার সেটাও পাওয়া যায়নি । এমনকী বর্ষার পরিসংখ্যান অন্য । এই অবস্থায় বসন্তের রেশ শুধু কোকিলের ডাকে আর বাংলা গানের লাইনে । বসন্তের শুরুতে চিড়চিড়ে গরম আর চিটচিটে ঘামে আসন্ন গ্রীষ্মকাল যে মারকুটে ইনিংস দেবে তা অনুমান করা যাচ্ছে ।

কয়েকদিন পরেই দোলযাত্রা। সাধারণত সেই সময় পর্যন্ত হালকা শীতের রেশ থাকে । এবার চড়া গরমে রং খেলতে হবে । চলতি সপ্তাহের শুরু থেকে পারদ চড়ছে । গত তিনদিনে তা অব্যাহত । বলা যায় স্বাভাবিকের চেয়ে প্রায় 4 ডিগ্রি উপরে ঘোরাফেরা করছে পারদ । ফলে নামে ভরা ফাল্গুন মাসেও গ্রীষ্মের উত্তাপ ।

আরও পড়ুন: পুরনো বন্ধুর খোঁজ পাবে মেষ রাশি, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

আলিপুর আবহাত্তয়া অফিস সূত্রে খবর, দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করাতেই এই গরম । আগামি 5 দিনের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ডিগ্রি উপরে থাকার কথা বলা হয়েছে । বৃহস্পতিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন দু’টি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ । শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.